ক্রীড়া ডেস্ক
বয়স যে শুধু একটা সংখ্যা তা আবারও প্রমাণ করলেন শেলি-অ্যান-ফ্রেজার-প্রাইস। ২০২২ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন এই জ্যামাইকান দৌড়বিদ। ১০০ মিটারে পঞ্চমবারের মতো সোনা জিততে তিনি সময় নিয়েছেন রেকর্ড ১০.৬৭ সেকেন্ড।
শেলির জন্য শুধু বয়সই বাধা ছিল না সন্তান জন্মের পর ফিটনেস নিয়ে অ্যাথলেটিকসে নামাটাও ছিল একটি চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ এবার উতরে গিয়েছেন তিনি। দুই বারের অলিম্পিক চ্যাম্পিয়ন শেলি বলেছেন, ‘আমার অর্জিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপাগুলোর মধ্যে এটিই অন্যতম, কারণ ৩৫ বছর বয়সে এসে এই কীর্তি গড়েছি। হ্যাঁ, ৩৫-ই বলছি। যখনই সুস্থ থাকব, তখনই প্রতিদ্বন্দ্বিতা করব। আমি ক্ষুধার্ত, সব সময় উন্নতি করার জন্য উন্মুখ আছি। সব সময় বিশ্বাস করি আরও জোরে দৌড়াতে পারি। নিজের ওপর যেদিন এই বিশ্বাস থাকবে না, সেদিন আর ট্র্যাকেই নামব না।’
সবচেয়ে বেশি বয়সে ১০০ মিটার ইভেন্টে সোনা জেতার রেকর্ড ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেই গড়েছেন শেলি। এবার রেকর্ডটি আরও বাড়িয়ে নিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না এত কম সময়ে নিজেকে পোডিয়ামের সামনে দেখতে পারব। ৩৫ বছর বয়সে এসেও এমন পারফর্ম বাচ্চার মা হয়েও আশা করি বিশ্বের অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারব।’
এ ইভেন্টে ব্যক্তিগত রেকর্ড গড়েও দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে শেরিকা জ্যাকসনকে। তিনি ১০.৭৩ সেকেন্ড নিয়েছেন দৌড় শেষ করতে। আর শেলি ও শেরিকার স্বদেশি এলেইনি থম্পসন-হেরা ব্রোঞ্জ জিতেছেন ১০.৮১ সেকেন্ড সময় নিয়ে। প্রথমবারের মতো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে কোনো দেশের নারী দৌড়বিদ একই ইভেন্টে একসঙ্গে তিনটি পদকই জিতেছেন। ১০০ মিটারে এমন রেকর্ড এক দিন আগেই গড়েছেন যুক্তরাষ্ট্রের পুরুষ দৌড়বিদেরা।
বয়স যে শুধু একটা সংখ্যা তা আবারও প্রমাণ করলেন শেলি-অ্যান-ফ্রেজার-প্রাইস। ২০২২ বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন এই জ্যামাইকান দৌড়বিদ। ১০০ মিটারে পঞ্চমবারের মতো সোনা জিততে তিনি সময় নিয়েছেন রেকর্ড ১০.৬৭ সেকেন্ড।
শেলির জন্য শুধু বয়সই বাধা ছিল না সন্তান জন্মের পর ফিটনেস নিয়ে অ্যাথলেটিকসে নামাটাও ছিল একটি চ্যালেঞ্জ। তবে সব চ্যালেঞ্জ এবার উতরে গিয়েছেন তিনি। দুই বারের অলিম্পিক চ্যাম্পিয়ন শেলি বলেছেন, ‘আমার অর্জিত বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপাগুলোর মধ্যে এটিই অন্যতম, কারণ ৩৫ বছর বয়সে এসে এই কীর্তি গড়েছি। হ্যাঁ, ৩৫-ই বলছি। যখনই সুস্থ থাকব, তখনই প্রতিদ্বন্দ্বিতা করব। আমি ক্ষুধার্ত, সব সময় উন্নতি করার জন্য উন্মুখ আছি। সব সময় বিশ্বাস করি আরও জোরে দৌড়াতে পারি। নিজের ওপর যেদিন এই বিশ্বাস থাকবে না, সেদিন আর ট্র্যাকেই নামব না।’
সবচেয়ে বেশি বয়সে ১০০ মিটার ইভেন্টে সোনা জেতার রেকর্ড ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপেই গড়েছেন শেলি। এবার রেকর্ডটি আরও বাড়িয়ে নিয়ে তিনি বলেছেন, ‘আমি এখনো বিশ্বাস করতে পারছি না এত কম সময়ে নিজেকে পোডিয়ামের সামনে দেখতে পারব। ৩৫ বছর বয়সে এসেও এমন পারফর্ম বাচ্চার মা হয়েও আশা করি বিশ্বের অন্য নারীদের অনুপ্রাণিত করতে পারব।’
এ ইভেন্টে ব্যক্তিগত রেকর্ড গড়েও দ্বিতীয় হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে শেরিকা জ্যাকসনকে। তিনি ১০.৭৩ সেকেন্ড নিয়েছেন দৌড় শেষ করতে। আর শেলি ও শেরিকার স্বদেশি এলেইনি থম্পসন-হেরা ব্রোঞ্জ জিতেছেন ১০.৮১ সেকেন্ড সময় নিয়ে। প্রথমবারের মতো বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে কোনো দেশের নারী দৌড়বিদ একই ইভেন্টে একসঙ্গে তিনটি পদকই জিতেছেন। ১০০ মিটারে এমন রেকর্ড এক দিন আগেই গড়েছেন যুক্তরাষ্ট্রের পুরুষ দৌড়বিদেরা।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে