স্পোর্টস ডেস্ক
২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে এগিয়ে আছে ব্রিসবেন। ব্রিসবেনের বিখ্যাত গ্যাবা ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। স্টেডিয়াম পুননির্মাণে দেওয়া হবে ১ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি ৬৬০৭ কোটি টাকা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী শহর ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে আয়োজকদের নিলামে ব্রিসবানের নাম তোলাও হয়েছে। এ বছরের মাঝামাঝি সময়ে আয়োজকের নাম ঘোষণা করা হবে।
কুইন্সল্যান্ড রাজ্য সরকারপ্রধান অ্যানাস্টাসিয়া প্যালাসজুক বলেছেন, গ্যাবা স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪২ হাজার থেকে ৫০ হাজার করা হচ্ছে। সংস্কারে খরচ পড়বে ৬৬০৭ কোটি টাকা।
দর্শকদের মাঠে প্রবেশের সুবিধার্থে পেডেস্ট্রিয়ান প্লাজা নির্মাণ করা হবে। প্লাজার সঙ্গে নদী সংযোগকারী সেতুটি এখনো নির্মাণাধীন। প্রধান স্টেডিয়ামের সঙ্গে ২ কিলোমিটার একটি ‘সিবিডি’ বানানো হবে। এতে পুরো ব্রিসবেন শহরের হাজারো দর্শক স্টেডিয়ামের বাইরে অথবা ভেতরে বসে খেলা উপভোগ করতে পারবেন। একই সঙ্গে হাজারো মানুষ শহরের আলবার্ট স্টেশন থেকে ট্রেনে চড়ে দু-তিন মিনিটে স্টেডিয়ামে পৌঁছাবে। এটা প্রবীণ ও প্রতিবন্ধীদের খুব উপকারে আসবে।
পেডেস্ট্রিয়ান প্লাজায় কনসার্ট আয়োজনে ভূমিকা রাখবে। অ্যানাস্টাসিয়া বলেছেন, ‘নদীতীরে বসে অসংখ্য দর্শক বড় পর্দায় খেলা উপভোগ করবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘১৮৯৫ থেকে গ্যাবা খেলাধুলার ঘর হিসেবে পরিচিত । ২০৩২ অলিম্পিকের আয়োজক হলে গ্যাবার মুকুটে আরও একটি পালক যুক্ত হবে।’
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘গ্যাবা অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্টেডিয়াম। কুইন্সল্যান্ড সরকার মাঠের উন্নয়নে কাজ করছে দেখে আমরা খুব খুশি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট এমারসন গত মাসে ব্রিসবেনকে অলিম্পিক নিলামে তুলতে অনুদান দেন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) জানান। ২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে ব্রিসবেন এগিয়ে থাকলেও দক্ষিণ সিউল ও পিয়ংইয়ং যৌথভাবে আয়োজন করতে আইওসিকে চিঠি দিয়েছে।
আগামী ২৩ জুলাই শুরু হচ্ছে ২০২০ অলিম্পিক টোকিওতে হবে। প্যারিসে হবে ২০২৪ অলিম্পিক। আর ২০২৮ অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে।
২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে এগিয়ে আছে ব্রিসবেন। ব্রিসবেনের বিখ্যাত গ্যাবা ক্রিকেট স্টেডিয়ামকে নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা। স্টেডিয়াম পুননির্মাণে দেওয়া হবে ১ বিলিয়ন অস্ট্রেলীয় ডলার, বাংলাদেশি ৬৬০৭ কোটি টাকা।
অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড রাজ্যের রাজধানী শহর ব্রিসবেনে ২০৩২ অলিম্পিক আয়োজন করতে চায় অস্ট্রেলিয়া। গত ফেব্রুয়ারিতে আয়োজকদের নিলামে ব্রিসবানের নাম তোলাও হয়েছে। এ বছরের মাঝামাঝি সময়ে আয়োজকের নাম ঘোষণা করা হবে।
কুইন্সল্যান্ড রাজ্য সরকারপ্রধান অ্যানাস্টাসিয়া প্যালাসজুক বলেছেন, গ্যাবা স্টেডিয়ামের ধারণক্ষমতা ৪২ হাজার থেকে ৫০ হাজার করা হচ্ছে। সংস্কারে খরচ পড়বে ৬৬০৭ কোটি টাকা।
দর্শকদের মাঠে প্রবেশের সুবিধার্থে পেডেস্ট্রিয়ান প্লাজা নির্মাণ করা হবে। প্লাজার সঙ্গে নদী সংযোগকারী সেতুটি এখনো নির্মাণাধীন। প্রধান স্টেডিয়ামের সঙ্গে ২ কিলোমিটার একটি ‘সিবিডি’ বানানো হবে। এতে পুরো ব্রিসবেন শহরের হাজারো দর্শক স্টেডিয়ামের বাইরে অথবা ভেতরে বসে খেলা উপভোগ করতে পারবেন। একই সঙ্গে হাজারো মানুষ শহরের আলবার্ট স্টেশন থেকে ট্রেনে চড়ে দু-তিন মিনিটে স্টেডিয়ামে পৌঁছাবে। এটা প্রবীণ ও প্রতিবন্ধীদের খুব উপকারে আসবে।
পেডেস্ট্রিয়ান প্লাজায় কনসার্ট আয়োজনে ভূমিকা রাখবে। অ্যানাস্টাসিয়া বলেছেন, ‘নদীতীরে বসে অসংখ্য দর্শক বড় পর্দায় খেলা উপভোগ করবে।’ তিনি আরও যোগ করেছেন, ‘১৮৯৫ থেকে গ্যাবা খেলাধুলার ঘর হিসেবে পরিচিত । ২০৩২ অলিম্পিকের আয়োজক হলে গ্যাবার মুকুটে আরও একটি পালক যুক্ত হবে।’
অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের অন্তর্র্বতীকালীন প্রধান নির্বাহী নিক হকলি বলেছেন, ‘গ্যাবা অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্টেডিয়াম। কুইন্সল্যান্ড সরকার মাঠের উন্নয়নে কাজ করছে দেখে আমরা খুব খুশি।’
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট এমারসন গত মাসে ব্রিসবেনকে অলিম্পিক নিলামে তুলতে অনুদান দেন ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটিকে (আইওসি) জানান। ২০৩২ অলিম্পিক আয়োজনের দৌঁড়ে ব্রিসবেন এগিয়ে থাকলেও দক্ষিণ সিউল ও পিয়ংইয়ং যৌথভাবে আয়োজন করতে আইওসিকে চিঠি দিয়েছে।
আগামী ২৩ জুলাই শুরু হচ্ছে ২০২০ অলিম্পিক টোকিওতে হবে। প্যারিসে হবে ২০২৪ অলিম্পিক। আর ২০২৮ অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলসে।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৩০ মিনিট আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
১ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
২ ঘণ্টা আগে