ক্রীড়া ডেস্ক, ঢাকা
অবশেষে সোনার দেখা পেলেন কেটি লেডেকি। মেয়েদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছেন মার্কিন এই সাঁতারু। অলিম্পিকে এ নিয়ে ষষ্ঠ সোনা জিতলেন ২৪ বছর বয়সী লেডেকি।
এবারের টোকিও অলিম্পিকে আসার আগ পর্যন্ত ৫ সোনা জেতা মার্কিন সাঁতারু লেডেকি ধাক্কা খেলেছিলেন টোকিও অলিম্পিকের তৃতীয় দিনেই। ৪০০ মিটার ফ্রি স্টাইলে অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ারনে তিতমাসের কাছে সোনা খুইয়েছিলেন। আজ পঞ্চম দিন সকালে ২০০ মিটার ফ্রি স্টাইলে আবারও ভরাডুবি। তিতমাস যেখানে আবারও সোনা জিতেছেন, লেডেকি সেখানে পঞ্চম।
সকালে ২০০ মিটারের ইভেন্টে পঞ্চম হওয়া কেটি লেডেকি ঘুরে দাঁড়াতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৩ মিনিট। ৪০০ মিটার ফ্রি স্টাইলের ১ ঘণ্টা ১৩ মিনিট পর ১৫০০ মিটার ফ্রি স্টাইলে অলিম্পিকে নিজের ষষ্ঠ সোনা জিতেছেন এই মার্কিন সাঁতারু। সোনা জিততে লেডেকি সময় নিয়েছেন ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড।
এর আগে ২০০ মিটারের ফ্রি স্টাইলে সোনা জিতে তিতমাস তাঁর অলিম্পিক ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই সোনা জয়ের কীর্তি গড়েছেন। এই ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন হংকংয়ের সিওভান হঘি। কানাডার পেনি ওলেকসিয়াক জিতেছেন ব্রোঞ্জ।
৪০০ মিটারের ইভেন্টে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করে লেডেকি রৌপ্যপদক জিতলেও এদিন ২০০ মিটারে হতাশ হয়েছেন। তবে দমে যাননি। নিজেকে ফিরে পেয়েছেন ১৫০০ মিটার ফ্রি স্টাইলে। আর তাতেই বাজিমাত। স্বদেশি এরিকা সুলিভানকে হারিয়ে সোনা জিতেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সারাহ কোহলের।
অবশেষে সোনার দেখা পেলেন কেটি লেডেকি। মেয়েদের ১৫০০ মিটার ফ্রি স্টাইলে সোনা জিতেছেন মার্কিন এই সাঁতারু। অলিম্পিকে এ নিয়ে ষষ্ঠ সোনা জিতলেন ২৪ বছর বয়সী লেডেকি।
এবারের টোকিও অলিম্পিকে আসার আগ পর্যন্ত ৫ সোনা জেতা মার্কিন সাঁতারু লেডেকি ধাক্কা খেলেছিলেন টোকিও অলিম্পিকের তৃতীয় দিনেই। ৪০০ মিটার ফ্রি স্টাইলে অস্ট্রেলিয়ান সাঁতারু আরিয়ারনে তিতমাসের কাছে সোনা খুইয়েছিলেন। আজ পঞ্চম দিন সকালে ২০০ মিটার ফ্রি স্টাইলে আবারও ভরাডুবি। তিতমাস যেখানে আবারও সোনা জিতেছেন, লেডেকি সেখানে পঞ্চম।
সকালে ২০০ মিটারের ইভেন্টে পঞ্চম হওয়া কেটি লেডেকি ঘুরে দাঁড়াতে সময় নিয়েছেন ১ ঘণ্টা ১৩ মিনিট। ৪০০ মিটার ফ্রি স্টাইলের ১ ঘণ্টা ১৩ মিনিট পর ১৫০০ মিটার ফ্রি স্টাইলে অলিম্পিকে নিজের ষষ্ঠ সোনা জিতেছেন এই মার্কিন সাঁতারু। সোনা জিততে লেডেকি সময় নিয়েছেন ১৫ মিনিট ৩৭.৩৪ সেকেন্ড।
এর আগে ২০০ মিটারের ফ্রি স্টাইলে সোনা জিতে তিতমাস তাঁর অলিম্পিক ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা দুই সোনা জয়ের কীর্তি গড়েছেন। এই ইভেন্টে রৌপ্যপদক জিতেছেন হংকংয়ের সিওভান হঘি। কানাডার পেনি ওলেকসিয়াক জিতেছেন ব্রোঞ্জ।
৪০০ মিটারের ইভেন্টে কিছুটা প্রতিদ্বন্দ্বিতা করে লেডেকি রৌপ্যপদক জিতলেও এদিন ২০০ মিটারে হতাশ হয়েছেন। তবে দমে যাননি। নিজেকে ফিরে পেয়েছেন ১৫০০ মিটার ফ্রি স্টাইলে। আর তাতেই বাজিমাত। স্বদেশি এরিকা সুলিভানকে হারিয়ে সোনা জিতেছেন। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন সারাহ কোহলের।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে