নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিরন্দাজ রোমান সানা ও আর্চারি ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন আহমেদ চপলের মধ্যে দূরত্বটা এতটাই বেড়েছিল যে, গতকাল এক ইফতার অনুষ্ঠানে খুব কাছাকাছি থেকেও দেখা করেননি একে অন্যের সঙ্গে। অভিমানী রোমান অবশেষে আজ দেখা করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে।
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে আজ দুপুরে আর্চারির ক্যাম্প পরিদর্শনে যান রাজীবউদ্দীন আহমেদ। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেছেন রোমান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী দিয়া সিদ্দিকী ও জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। বৈঠকে কী আলোচনা হয়েছে সেই প্রসঙ্গে জানতে চাইলে রাজীবউদ্দীন আহমেদ বলেছেন, ‘আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোমান নরম সূরে বলেছে, আবারও সে আর্চারিতে ফিরতে চায়; তবে তাঁকে কিছু সুযোগ-সুবিধা বাড়িয়ে দিতে হবে। আমি বলেছি, এটা এখন আর আমার একার সিদ্ধান্ত নয়। ফেডারেশন আনুষ্ঠানিকভাবে যে সিদ্ধান্ত নেবে তাঁকে সেটা মানতে হবে।’
রোমান ফেরাতে কোনো শর্ত দেওয়া হবে কিনা সেই প্রশ্নের জবাবে রাজীবউদ্দিন বললেন, ‘রোমানকে আগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সে গণমাধ্যমে যে সব মিথ্যা বলেছে সেগুলো প্রত্যাহার করতে হবে। আর্চারিতে ফিরতে হলে তাঁকে নতুন করে শুরু করতে হবে। তাঁর যে মানসিক রোগের চিকিৎসা চলছিল সেটাও শেষ করতে হবে। মানসিক রোগ বলতে কিন্তু আমি রোমানকে পাগল বলিনি। ওয়ার্ল্ড আর্চারিও বলেছে, তাঁর যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। সে যখন চিঠি দিয়েছিল, আমি তাঁকে দেখা করতে বলেছিলাম। সে কেন করল না? ছেলের অভিমান থাকতে পারে, বাবার কি অভিমান নেই?’
আন্তর্জাতিক আর্চারি থেকে অবসর চেয়ে রোমান সানার চিঠি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে আর্চারি ফেডারেশন। অবসর ভেঙে ফিরতে কী কী সুবিধা চান সেই প্রশ্নের উত্তর জানতে রোমানকে ফোন করা হলেও ফোন ধরেননি তিনি।
তিরন্দাজ রোমান সানা ও আর্চারি ফেডারেশন সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন আহমেদ চপলের মধ্যে দূরত্বটা এতটাই বেড়েছিল যে, গতকাল এক ইফতার অনুষ্ঠানে খুব কাছাকাছি থেকেও দেখা করেননি একে অন্যের সঙ্গে। অভিমানী রোমান অবশেষে আজ দেখা করেছেন ফেডারেশনের সাধারণ সম্পাদকের সঙ্গে।
টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে আজ দুপুরে আর্চারির ক্যাম্প পরিদর্শনে যান রাজীবউদ্দীন আহমেদ। সেখানেই তাঁর সঙ্গে দেখা করেছেন রোমান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী দিয়া সিদ্দিকী ও জার্মান কোচ মার্টিন ফ্রেডরিখ। বৈঠকে কী আলোচনা হয়েছে সেই প্রসঙ্গে জানতে চাইলে রাজীবউদ্দীন আহমেদ বলেছেন, ‘আমাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। রোমান নরম সূরে বলেছে, আবারও সে আর্চারিতে ফিরতে চায়; তবে তাঁকে কিছু সুযোগ-সুবিধা বাড়িয়ে দিতে হবে। আমি বলেছি, এটা এখন আর আমার একার সিদ্ধান্ত নয়। ফেডারেশন আনুষ্ঠানিকভাবে যে সিদ্ধান্ত নেবে তাঁকে সেটা মানতে হবে।’
রোমান ফেরাতে কোনো শর্ত দেওয়া হবে কিনা সেই প্রশ্নের জবাবে রাজীবউদ্দিন বললেন, ‘রোমানকে আগে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। সে গণমাধ্যমে যে সব মিথ্যা বলেছে সেগুলো প্রত্যাহার করতে হবে। আর্চারিতে ফিরতে হলে তাঁকে নতুন করে শুরু করতে হবে। তাঁর যে মানসিক রোগের চিকিৎসা চলছিল সেটাও শেষ করতে হবে। মানসিক রোগ বলতে কিন্তু আমি রোমানকে পাগল বলিনি। ওয়ার্ল্ড আর্চারিও বলেছে, তাঁর যেন চিকিৎসার ব্যবস্থা করা হয়। সে যখন চিঠি দিয়েছিল, আমি তাঁকে দেখা করতে বলেছিলাম। সে কেন করল না? ছেলের অভিমান থাকতে পারে, বাবার কি অভিমান নেই?’
আন্তর্জাতিক আর্চারি থেকে অবসর চেয়ে রোমান সানার চিঠি গত শুক্রবার আনুষ্ঠানিকভাবে গ্রহণ করে আর্চারি ফেডারেশন। অবসর ভেঙে ফিরতে কী কী সুবিধা চান সেই প্রশ্নের উত্তর জানতে রোমানকে ফোন করা হলেও ফোন ধরেননি তিনি।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১২ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে