ক্রীড়া ডেস্ক
ডোপিংয়ের কারণে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ হলেন আরও এক অ্যাথলেট। গ্রিসের পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাক সাময়িক নিষিদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গতকাল সেটা নিশ্চিত করেছে।
আইওসি জানিয়েছে, পোলাকের ডোপ পরীক্ষায় নিষিদ্ধ বস্তুর অস্তিত্ব পাওয়া গেছে। চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে পোলাক ডোপিংয়ে নিষিদ্ধ হয়েছেন প্যারিস অলিম্পিকে। এর আগে ইরাক ও আফগানিস্তানের দুই জুডোকা এবং নাইজেরিয়ার এক বক্সার ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন।
বাছাইপর্বে অংশ নিয়ে পোলাক সোমবার ৪.২০ মিটার অতিক্রম করেছিলেন। তবে ৪.৪০ মিটার পেরোতে পারেননি। সেই ধারাবাহিকতায় গতকালের ফাইনালেও পৌঁছাতে পারেননি ২৭ বছর বয়সী এই গ্রিক পোল ভল্টার।
গ্রিসের অ্যান্টি ডোপিং এজেন্সি সোমবার গ্রিক অলিম্পিক কমিটিকে (এইচওসি) নিয়ম ভঙ্গের ব্যাপারে জানিয়েছিল। এইচওসি মঙ্গলবার জানিয়েছে, তাদের এক ক্রীড়াবিদকে বহিষ্কার করা হয়েছে গেমস ভিলেজ থেকে । যদিও সেই অ্যাথলেটের নাম জানা যায়নি।
পোলাক ২০২১ সালে টোকিও অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। গ্রিক পোল ভোল্টারের দাবি, প্যারিসে তাঁর কোনো ভুল হয়নি। সোমবার তিনি বলেছিলেন, ‘আমার নমুনা পরীক্ষায় কয়েক দিন আগে কিছু একটা পাওয়া যায়। তবে কখনোই বাড়তি জিনিস বা প্রোটিন জাতীয় কিছু গ্রহণ করিনি। নমুনায় যেটা পাওয়া গিয়েছিল, সেটাও অনুমোদন সীমার ভেতরেই ছিল।প্রতিযোগিতায় তাই আমি অংশ নিয়েছি।’
নমুনা পরীক্ষায় ঝামেলা কোথায় হতে পারে, তা অনুমান করতে পেরেছেন পোলাক। ২৭ বছর বয়সী গ্রিক পোল ভোল্টার বলেন,‘আয়রনের সমস্যা রয়েছে আমার। প্রতিদিন তাই রেড মিট খেতে হয়। কিছু ঝামেলা থাকলে তা সেই মাংসেই ছিল।’
পোলাকের আগে নমুনা পরীক্ষায় অনুমোদনহীন উপাদান পাওয়া গিয়েছিল তিন অ্যাথলেটের। ইরাকের জুডোকা সাজ্জাদ শেহেন, আফগানিস্তানের জুডোকা শামিম ফাইজাদ এবং আফ্রিকান গেমসের বক্সিং চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সিন্থিয়া ওগুনসেমিলোর হলেন বাকি তিন অ্যাথলেট।
ডোপিংয়ের কারণে প্যারিস অলিম্পিকে নিষিদ্ধ হলেন আরও এক অ্যাথলেট। গ্রিসের পোল ভল্টার এলিনি-ক্লদিয়া পোলাক সাময়িক নিষিদ্ধ হয়েছেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) গতকাল সেটা নিশ্চিত করেছে।
আইওসি জানিয়েছে, পোলাকের ডোপ পরীক্ষায় নিষিদ্ধ বস্তুর অস্তিত্ব পাওয়া গেছে। চতুর্থ ক্রীড়াবিদ হিসেবে পোলাক ডোপিংয়ে নিষিদ্ধ হয়েছেন প্যারিস অলিম্পিকে। এর আগে ইরাক ও আফগানিস্তানের দুই জুডোকা এবং নাইজেরিয়ার এক বক্সার ডোপ পরীক্ষায় পজিটিভ হয়েছিলেন।
বাছাইপর্বে অংশ নিয়ে পোলাক সোমবার ৪.২০ মিটার অতিক্রম করেছিলেন। তবে ৪.৪০ মিটার পেরোতে পারেননি। সেই ধারাবাহিকতায় গতকালের ফাইনালেও পৌঁছাতে পারেননি ২৭ বছর বয়সী এই গ্রিক পোল ভল্টার।
গ্রিসের অ্যান্টি ডোপিং এজেন্সি সোমবার গ্রিক অলিম্পিক কমিটিকে (এইচওসি) নিয়ম ভঙ্গের ব্যাপারে জানিয়েছিল। এইচওসি মঙ্গলবার জানিয়েছে, তাদের এক ক্রীড়াবিদকে বহিষ্কার করা হয়েছে গেমস ভিলেজ থেকে । যদিও সেই অ্যাথলেটের নাম জানা যায়নি।
পোলাক ২০২১ সালে টোকিও অলিম্পিকেও অংশ নিয়েছিলেন। গ্রিক পোল ভোল্টারের দাবি, প্যারিসে তাঁর কোনো ভুল হয়নি। সোমবার তিনি বলেছিলেন, ‘আমার নমুনা পরীক্ষায় কয়েক দিন আগে কিছু একটা পাওয়া যায়। তবে কখনোই বাড়তি জিনিস বা প্রোটিন জাতীয় কিছু গ্রহণ করিনি। নমুনায় যেটা পাওয়া গিয়েছিল, সেটাও অনুমোদন সীমার ভেতরেই ছিল।প্রতিযোগিতায় তাই আমি অংশ নিয়েছি।’
নমুনা পরীক্ষায় ঝামেলা কোথায় হতে পারে, তা অনুমান করতে পেরেছেন পোলাক। ২৭ বছর বয়সী গ্রিক পোল ভোল্টার বলেন,‘আয়রনের সমস্যা রয়েছে আমার। প্রতিদিন তাই রেড মিট খেতে হয়। কিছু ঝামেলা থাকলে তা সেই মাংসেই ছিল।’
পোলাকের আগে নমুনা পরীক্ষায় অনুমোদনহীন উপাদান পাওয়া গিয়েছিল তিন অ্যাথলেটের। ইরাকের জুডোকা সাজ্জাদ শেহেন, আফগানিস্তানের জুডোকা শামিম ফাইজাদ এবং আফ্রিকান গেমসের বক্সিং চ্যাম্পিয়ন নাইজেরিয়ার সিন্থিয়া ওগুনসেমিলোর হলেন বাকি তিন অ্যাথলেট।
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে