ক্রীড়া ডেস্ক
অবশেষে মুক্তি পেলেন অস্কার পিস্টোরিয়াস। প্যারোলে মুক্তিলাভে অবসান ঘটল তাঁর ১১ বছরের বন্দী জীবনের।
জানুয়ারিতে পিস্টোরিয়াস মুক্তি পাবেন—এটা আগেই ঠিক হয়েছিল। গত নভেম্বরে প্রিটোরিয়ায় প্যারোল বোর্ডের সামনে হাজির হয়ে মুক্তি নিশ্চিত করেছিলেন। প্যারোল বোর্ডই ঠিক করে দিয়েছিল ৫ জানুয়ারি মুক্তি পাবেন বান্ধবীকে খুন করে জেলে যাওয়া পিস্টোরিয়াস।
২০১৩ সালে ভালোবাসা দিবসে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে খুন করেন প্যারালিম্পিকের সাবেক চ্যাম্পিয়ন পিস্টোরিয়াস। ওই খুনের দায়ে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার এক আদালতে ১৩ বছরের জেল হয়েছিল তাঁর। শাস্তির একটা নির্দিষ্টসময় জেলে কাটানোর পর প্যারোলে মুক্তির আবেদন করতে পারেন দণ্ডপ্রাপ্তরা। সেটির সুযোগ নিয়েই বেশ কয়েকবারই প্যারোলে মুক্তির আবেদন করেন পিস্টোরিয়াস। দফায় দফায় তাঁর সে আবেদন নাকচ হওয়ার পর গত নভেম্বরে নিশ্চিত হয়, নতুন বছরে মুক্তি পাবেন পিস্টোরিয়াস।
দুটো পায়ের একটিও না থাকার পরও কার্বন-ফাইবারের তৈরি কৃত্রিম পা নিয়েই সুস্থ সবল প্রতিযোগীদের সঙ্গে লন্ডন অলিম্পিকে ২০০ মিটার এবং ৪ × ১০০ মিটারে অংশ নিয়েছিলেন তিনি। ওই গেমসের পর ব্যাপক প্রশংসিত হন দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট। মনের জোর থাকলে সবকিছুই করা সম্ভব—এমনটা বোঝাতে যে কেউই উপমা হিসেবে টানতেন ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াসকে। নন্দিত সেই পিস্টোরিয়াসই নিন্দিত হয়ে যান ভালোবাসার দিনে ভালোবাসার মানুষটিকে খুন করে।
অবশেষে মুক্তি পেলেন অস্কার পিস্টোরিয়াস। প্যারোলে মুক্তিলাভে অবসান ঘটল তাঁর ১১ বছরের বন্দী জীবনের।
জানুয়ারিতে পিস্টোরিয়াস মুক্তি পাবেন—এটা আগেই ঠিক হয়েছিল। গত নভেম্বরে প্রিটোরিয়ায় প্যারোল বোর্ডের সামনে হাজির হয়ে মুক্তি নিশ্চিত করেছিলেন। প্যারোল বোর্ডই ঠিক করে দিয়েছিল ৫ জানুয়ারি মুক্তি পাবেন বান্ধবীকে খুন করে জেলে যাওয়া পিস্টোরিয়াস।
২০১৩ সালে ভালোবাসা দিবসে বান্ধবী রিভা স্টিনক্যাম্পকে গুলি করে খুন করেন প্যারালিম্পিকের সাবেক চ্যাম্পিয়ন পিস্টোরিয়াস। ওই খুনের দায়ে ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার এক আদালতে ১৩ বছরের জেল হয়েছিল তাঁর। শাস্তির একটা নির্দিষ্টসময় জেলে কাটানোর পর প্যারোলে মুক্তির আবেদন করতে পারেন দণ্ডপ্রাপ্তরা। সেটির সুযোগ নিয়েই বেশ কয়েকবারই প্যারোলে মুক্তির আবেদন করেন পিস্টোরিয়াস। দফায় দফায় তাঁর সে আবেদন নাকচ হওয়ার পর গত নভেম্বরে নিশ্চিত হয়, নতুন বছরে মুক্তি পাবেন পিস্টোরিয়াস।
দুটো পায়ের একটিও না থাকার পরও কার্বন-ফাইবারের তৈরি কৃত্রিম পা নিয়েই সুস্থ সবল প্রতিযোগীদের সঙ্গে লন্ডন অলিম্পিকে ২০০ মিটার এবং ৪ × ১০০ মিটারে অংশ নিয়েছিলেন তিনি। ওই গেমসের পর ব্যাপক প্রশংসিত হন দক্ষিণ আফ্রিকান এই অ্যাথলেট। মনের জোর থাকলে সবকিছুই করা সম্ভব—এমনটা বোঝাতে যে কেউই উপমা হিসেবে টানতেন ‘ব্লেড রানার’ পিস্টোরিয়াসকে। নন্দিত সেই পিস্টোরিয়াসই নিন্দিত হয়ে যান ভালোবাসার দিনে ভালোবাসার মানুষটিকে খুন করে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ few সেকেন্ড আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
১ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে