নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যখন একের পর এক ডিসিপ্লিনে ব্যর্থ বাংলাদেশের অ্যাথলেটরা তখন ভরসা ছিল শুধু আর্চারিকে ঘিরে। তিরন্দাজরা হতাশ করেননি, ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত হয়েছে এই আর্চারিতেই।
গেমসে আর্চারির বাছাইপর্ব ছিল আজ। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে তিরন্দাজরা লড়েছেন পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে। কম্পাউন্ড ইভেন্টে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশের নারী দল। বাছাই পর্বে কেবল বাংলাদেশ ও তুরস্কের ৩জন করে প্রতিযোগী ছিলেন বাছাইপর্বে।
বাকি দেশগুলোতে দলগত ইভেন্টে লড়ার মতো প্রতিযোগী না থাকায় ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। তাতে নিশ্চিত হয়েছে পদকও। সোনার লড়াইয়ে আগামী পরশু স্বাগতিক তুরস্কের বিপক্ষে লড়বেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান।
বাছাইপর্বে ১০ প্রতিযোগীর মধ্যে ৬৮২ স্কোর করে পঞ্চম হয়েছেন রোকসানা আক্তার। ৬৮০ স্কোরে শ্যামলী রায় ষষ্ঠ ও ৬৭২ স্কোরে পুষ্পিতা জামান হয়েছেন অষ্টম।
রিকার্ভ এককে ৬৪৫ স্কোর করে হাকিম আহমেদ রুবেল হয়েছেন দশম। ৬৪৪ স্কোরে রোমান সানা ১১ ও সাগর ইসলাম ৬২৯ স্কোরে হয়েছেন ১৬তম। নক রাউন্ডের প্রথম পর্বে বাই পেয়ে পরের রাউন্ডে উঠেছেন রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল। সুদানের রাশেদ খালিদকে ৬-০ সেটে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন সাগর ইসলাম।
যখন একের পর এক ডিসিপ্লিনে ব্যর্থ বাংলাদেশের অ্যাথলেটরা তখন ভরসা ছিল শুধু আর্চারিকে ঘিরে। তিরন্দাজরা হতাশ করেননি, ইসলামিক সলিডারিটি গেমসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত হয়েছে এই আর্চারিতেই।
গেমসে আর্চারির বাছাইপর্ব ছিল আজ। রিকার্ভ ও কম্পাউন্ড ইভেন্টে তিরন্দাজরা লড়েছেন পরের রাউন্ডে ওঠার লড়াইয়ে। কম্পাউন্ড ইভেন্টে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশের নারী দল। বাছাই পর্বে কেবল বাংলাদেশ ও তুরস্কের ৩জন করে প্রতিযোগী ছিলেন বাছাইপর্বে।
বাকি দেশগুলোতে দলগত ইভেন্টে লড়ার মতো প্রতিযোগী না থাকায় ফাইনালের টিকিট পায় বাংলাদেশ। তাতে নিশ্চিত হয়েছে পদকও। সোনার লড়াইয়ে আগামী পরশু স্বাগতিক তুরস্কের বিপক্ষে লড়বেন শ্যামলী রায়, রোকসানা আক্তার ও পুষ্পিতা জামান।
বাছাইপর্বে ১০ প্রতিযোগীর মধ্যে ৬৮২ স্কোর করে পঞ্চম হয়েছেন রোকসানা আক্তার। ৬৮০ স্কোরে শ্যামলী রায় ষষ্ঠ ও ৬৭২ স্কোরে পুষ্পিতা জামান হয়েছেন অষ্টম।
রিকার্ভ এককে ৬৪৫ স্কোর করে হাকিম আহমেদ রুবেল হয়েছেন দশম। ৬৪৪ স্কোরে রোমান সানা ১১ ও সাগর ইসলাম ৬২৯ স্কোরে হয়েছেন ১৬তম। নক রাউন্ডের প্রথম পর্বে বাই পেয়ে পরের রাউন্ডে উঠেছেন রোমান সানা ও হাকিম আহমেদ রুবেল। সুদানের রাশেদ খালিদকে ৬-০ সেটে হারিয়ে পরের রাউন্ড নিশ্চিত করেন সাগর ইসলাম।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১ few সেকেন্ড আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে