ক্রীড়া ডেস্ক
অলিম্পিকের সোনা জিতেছেন, কিন্তু কোন উদযাপন নেই ২১ বছর বয়সী উতা আবের। জাপানি তরুণী জুডোকার নজর তখন ছেলেদের ৬৬ কেজি শ্রেণিতে। কারণ সেই ইভেন্টের ফাইনালে লড়ছেন উতার ভাই হিফুমি আবে। উতার ইচ্ছা ভাই জিতলে তাঁকে নিয়েই করবেন সোনা জয়ের উদযাপন, তাই গলা ফাটিয়ে সমর্থন ম্যাটের বাইরে থেকে।
উতার সমর্থন বিফলে যেতে দেননি ২৩ বছর বয়সী হিফুমি। জর্জিয়ার ভাহা মারভেলাশভিলিকে কুপোকাত করে বোনের মতো নিজেও জিতেছেন অলিম্পিকে সোনা। তাতেই হয়ে গেছে ইতিহাস। জাপানের অলিম্পিক ইতিহাসে উতা ও হিফুমিরাই প্রথম ভাই-বোন যারা একই দিনে জিতলেন অলিম্পিকে সোনা।
টোকিওর নিপ্পন বুদোকান স্টেডিয়ামে আজ নারীদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জেতেন উতা। জুডোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের আমানদিন বুচারকে হারান উতা। ফাইনালে কঠিন এক লড়াইয়ে বুচারকে শেষ পর্যন্ত গোল্ডেন ইপ্পনে হারান উতা। মারভেলাশভিলিকে হিফুমি হারিয়েছেন ওয়াজা-আরি পয়েন্টে।
নারীদের ৫২ কেজি শ্রেণিতে উতাই সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবং একই ক্যাটাগরিতে জাপানের প্রথম সোনাজয়ী জুডোকা। ২০০৮ বেইজিং অলিম্পিকে মাসাতো উচিশিবার পর ৬৬ কেজিতে হিফুমিই প্রথম জাপানি যিনি এই শ্রেণিতে সোনা জিতেছেন।
সোনা জয়ের পর এই হিফুমি বলেন, ‘আমার মনে হয় আমরা দুই ভাই-বোন ইতিহাসের অংশ হয়ে গেছি, আমরা ইতিহাস বদলে দিয়েছি।’। আর নিজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে ভোলেননি উতা, ‘বুচার্ড এমন একজন প্রতিপক্ষে যাকে আমি সব সময় শ্রদ্ধা করি। তাঁকে যে শেষ পর্যন্ত হারিয়ে সোনা জিতেছি তাতে আমি ভীষণ আনন্দিত।’
শুধু অলিম্পিকেই নয়, ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নেও সোনা জিতেছিলেন হিফুমি ও উতা। ২০১৭ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন হিফুমি। পরের বছর বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে তাঁর সঙ্গে যোগ দেন উতা। টানা ৪৮ ভিনদেশি প্রতিপক্ষের বিপক্ষে জয়ে এখন ভাইকেও ছাপিয়ে গেছেন উতা।
অলিম্পিকের সোনা জিতেছেন, কিন্তু কোন উদযাপন নেই ২১ বছর বয়সী উতা আবের। জাপানি তরুণী জুডোকার নজর তখন ছেলেদের ৬৬ কেজি শ্রেণিতে। কারণ সেই ইভেন্টের ফাইনালে লড়ছেন উতার ভাই হিফুমি আবে। উতার ইচ্ছা ভাই জিতলে তাঁকে নিয়েই করবেন সোনা জয়ের উদযাপন, তাই গলা ফাটিয়ে সমর্থন ম্যাটের বাইরে থেকে।
উতার সমর্থন বিফলে যেতে দেননি ২৩ বছর বয়সী হিফুমি। জর্জিয়ার ভাহা মারভেলাশভিলিকে কুপোকাত করে বোনের মতো নিজেও জিতেছেন অলিম্পিকে সোনা। তাতেই হয়ে গেছে ইতিহাস। জাপানের অলিম্পিক ইতিহাসে উতা ও হিফুমিরাই প্রথম ভাই-বোন যারা একই দিনে জিতলেন অলিম্পিকে সোনা।
টোকিওর নিপ্পন বুদোকান স্টেডিয়ামে আজ নারীদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জেতেন উতা। জুডোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের আমানদিন বুচারকে হারান উতা। ফাইনালে কঠিন এক লড়াইয়ে বুচারকে শেষ পর্যন্ত গোল্ডেন ইপ্পনে হারান উতা। মারভেলাশভিলিকে হিফুমি হারিয়েছেন ওয়াজা-আরি পয়েন্টে।
নারীদের ৫২ কেজি শ্রেণিতে উতাই সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবং একই ক্যাটাগরিতে জাপানের প্রথম সোনাজয়ী জুডোকা। ২০০৮ বেইজিং অলিম্পিকে মাসাতো উচিশিবার পর ৬৬ কেজিতে হিফুমিই প্রথম জাপানি যিনি এই শ্রেণিতে সোনা জিতেছেন।
সোনা জয়ের পর এই হিফুমি বলেন, ‘আমার মনে হয় আমরা দুই ভাই-বোন ইতিহাসের অংশ হয়ে গেছি, আমরা ইতিহাস বদলে দিয়েছি।’। আর নিজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে ভোলেননি উতা, ‘বুচার্ড এমন একজন প্রতিপক্ষে যাকে আমি সব সময় শ্রদ্ধা করি। তাঁকে যে শেষ পর্যন্ত হারিয়ে সোনা জিতেছি তাতে আমি ভীষণ আনন্দিত।’
শুধু অলিম্পিকেই নয়, ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নেও সোনা জিতেছিলেন হিফুমি ও উতা। ২০১৭ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন হিফুমি। পরের বছর বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে তাঁর সঙ্গে যোগ দেন উতা। টানা ৪৮ ভিনদেশি প্রতিপক্ষের বিপক্ষে জয়ে এখন ভাইকেও ছাপিয়ে গেছেন উতা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে