ক্রীড়া ডেস্ক
‘লিভ টুগেদার’ বলতে যা বোঝায় আর কী! প্রেমের সম্পর্কে জড়িয়ে দুই দশক ধরে একই ছাদের নিচে বাস করছিলেন লেসিয়া ইভাশেঙ্কো ও ভালেরি ফিলিমোনভ জুটি।
এত দিন সব ঠিকঠাক চলছিল লেসিয়া-ভালেরি জুটির। তবু মনের গহিনে লুকিয়ে ছিল ধর্মীয় রীতি মেনে মালাবদল করার ইচ্ছেটা। হয়তো সব গুছিয়ে ওঠার পর বিয়েটা সেরে নিতেন ইউক্রেনের এই দুই সেনা সদস্য। কিন্তু তাঁদের দেশে রুশ আগ্রাসন সব পরিকল্পনা ভেস্তে দিল।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়ার সেনাবাহিনী ঢুকে পড়েছে ইউক্রেনের ভূখণ্ডে। শহরের পর শহর গুঁড়িয়ে দিচ্ছে রুশ সেনারা। এমন সময়ে দেশ মাতৃকার ডাক অগ্রাহ্য করতে পারেননি লেসিয়া-ভালেরি জুটি। তাই যোগ দিয়েছেন যুদ্ধে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ রক্ষায় যুদ্ধ করছিলেন দুজন। কিন্তু ধ্বংসের দিনেও তো ফুল ফোটে, বসন্ত বিরাজ করে। তাই এই যুদ্ধরত অবস্থাতেই প্রেমকে প্রণয়ে রূপ দিয়েছেন লেসিয়া ও ভালেরি। রুশ সেনাদের গোলাবর্ষণ, অগ্রসরমাণ ট্যাংককে উপেক্ষা করে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর পোশাকেই বিয়ে সেরে নিয়েছেন তাঁরা।
দাঁড়িয়ে থেকে লেসিয়া-ভালেরির বিয়ে দিয়েছেন কিয়েভের মেয়র ও সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ভিতালি ক্লিচকো। ২০১৪ সাল থেকে ‘নগর পিতা’র দায়িত্বে আছেন তিনি।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হলে ভিতালি ও তাঁর ভাই আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ভ্লাদিমির ক্লিচকো অস্ত্র হাতে নেমে যান যুদ্ধে। প্রতিজ্ঞা করেছেন প্রয়োজনে জীবন দেবেন, তবু দেশ ছাড়বেন না।
বিয়েতে উপস্থিত হয়ে নব-দম্পতিকে আশীর্বাদ তো করেছেনই, রীতি মেনে নববধূকে শুভকামনা সূচক চুম্বনও করেছেন ভিতালি। শুভক্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে ভিতালি লিখেছেন, ‘রাজধানী রক্ষার দায়িত্বে থাকা ব্যাটালিয়নের দুজন সৈন্য লেসিয়া ও ভালেরিকে আজ শুভকামনা জানিয়ে এলাম। অনেক দিন ধরে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল দুজন। আজ থেকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। একটি চেক পয়েন্টের পাশে অনুষ্ঠান হয়েছে। জীবন প্রবাহমান।’
ভিতালি ও ভ্লাদিমির ভাইদের অনুসরণ করে যুদ্ধে যোগ দিয়েছেন আরও কয়েকজন ক্রীড়াবিদ। অলিম্পিকে সোনাজয়ী বক্সার লোমাচেঙ্কো, ওলেক্সান্দর উসিক তাঁদের মধ্যে উল্লেখযোগ্য।
‘লিভ টুগেদার’ বলতে যা বোঝায় আর কী! প্রেমের সম্পর্কে জড়িয়ে দুই দশক ধরে একই ছাদের নিচে বাস করছিলেন লেসিয়া ইভাশেঙ্কো ও ভালেরি ফিলিমোনভ জুটি।
এত দিন সব ঠিকঠাক চলছিল লেসিয়া-ভালেরি জুটির। তবু মনের গহিনে লুকিয়ে ছিল ধর্মীয় রীতি মেনে মালাবদল করার ইচ্ছেটা। হয়তো সব গুছিয়ে ওঠার পর বিয়েটা সেরে নিতেন ইউক্রেনের এই দুই সেনা সদস্য। কিন্তু তাঁদের দেশে রুশ আগ্রাসন সব পরিকল্পনা ভেস্তে দিল।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে রাশিয়ার সেনাবাহিনী ঢুকে পড়েছে ইউক্রেনের ভূখণ্ডে। শহরের পর শহর গুঁড়িয়ে দিচ্ছে রুশ সেনারা। এমন সময়ে দেশ মাতৃকার ডাক অগ্রাহ্য করতে পারেননি লেসিয়া-ভালেরি জুটি। তাই যোগ দিয়েছেন যুদ্ধে।
ইউক্রেনের রাজধানী কিয়েভ রক্ষায় যুদ্ধ করছিলেন দুজন। কিন্তু ধ্বংসের দিনেও তো ফুল ফোটে, বসন্ত বিরাজ করে। তাই এই যুদ্ধরত অবস্থাতেই প্রেমকে প্রণয়ে রূপ দিয়েছেন লেসিয়া ও ভালেরি। রুশ সেনাদের গোলাবর্ষণ, অগ্রসরমাণ ট্যাংককে উপেক্ষা করে যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীর পোশাকেই বিয়ে সেরে নিয়েছেন তাঁরা।
দাঁড়িয়ে থেকে লেসিয়া-ভালেরির বিয়ে দিয়েছেন কিয়েভের মেয়র ও সাবেক হেভিওয়েট বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ভিতালি ক্লিচকো। ২০১৪ সাল থেকে ‘নগর পিতা’র দায়িত্বে আছেন তিনি।
ইউক্রেনে রুশ আগ্রাসন শুরু হলে ভিতালি ও তাঁর ভাই আরেক সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার ভ্লাদিমির ক্লিচকো অস্ত্র হাতে নেমে যান যুদ্ধে। প্রতিজ্ঞা করেছেন প্রয়োজনে জীবন দেবেন, তবু দেশ ছাড়বেন না।
বিয়েতে উপস্থিত হয়ে নব-দম্পতিকে আশীর্বাদ তো করেছেনই, রীতি মেনে নববধূকে শুভকামনা সূচক চুম্বনও করেছেন ভিতালি। শুভক্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করে ভিতালি লিখেছেন, ‘রাজধানী রক্ষার দায়িত্বে থাকা ব্যাটালিয়নের দুজন সৈন্য লেসিয়া ও ভালেরিকে আজ শুভকামনা জানিয়ে এলাম। অনেক দিন ধরে ভালোবাসার বন্ধনে আবদ্ধ ছিল দুজন। আজ থেকে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। একটি চেক পয়েন্টের পাশে অনুষ্ঠান হয়েছে। জীবন প্রবাহমান।’
ভিতালি ও ভ্লাদিমির ভাইদের অনুসরণ করে যুদ্ধে যোগ দিয়েছেন আরও কয়েকজন ক্রীড়াবিদ। অলিম্পিকে সোনাজয়ী বক্সার লোমাচেঙ্কো, ওলেক্সান্দর উসিক তাঁদের মধ্যে উল্লেখযোগ্য।
কাতার বিশ্বকাপ থেকে বাংলাদেশকে নিজেদের বেশ আপন মনে করেই যেন চলছে আর্জেন্টিনা। বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থকদের উচ্ছ্বাস-উন্মাদনায় তারা যে অভিভূত, সেটি আর বলার অপেক্ষা রাখে না। নিজ দেশের সঙ্গে আর্জেন্টাইনরা বাংলাদেশের পতাকাও উড়ায়।
১ ঘণ্টা আগেবাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
২ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
৩ ঘণ্টা আগে