নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্কুল ছাত্রদের নিয়ে দাবার আসর হয়েছে আগেও। তবে দলগত স্কুল দাবার প্রথম আসর শুরু হয়েছিল গত আগস্টে। পাঁচ মাসের দীর্ঘ প্রতিযোগিতা শেষে ফাইনাল হয়ে গেল আজ। ফাইনালটা হলো ফাইনালের মতোই। শেষটা হলো হাড্ডাহাড্ডি লড়াইয়ে।
সারা দেশের ২০৬২ স্কুল নিয়ে গত বছরের ২১ আগস্ট থেকে শুরু হয়েছিল স্কুল ভিত্তিক দলগত দাবার টুর্নামেন্ট মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস প্রতিযোগিতা। দাবা ফেডারেশনের আয়োজনে ও আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৫৩টি জেলায় প্রাথমিক পর্বের চ্যাম্পিয়ন দলগুলো সরাসরি সুযোগ পেয়েছে বিভাগীয় পর্যায়ে। বাকি ১১টি জেলাকে ভাগ করা হয়েছে ১৭টি অঞ্চলে। এই ১৭টি অঞ্চলের খেলা হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা ১৭টি চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। সব মিলিয়ে বিভাগীয় পর্যায়ে খেলেছে ৭০টি স্কুল। সেখান থেকে ৮ বিভাগের সেরা ১৬টি স্কুল সুযোগ পেয়েছে ঢাকায় চূড়ান্ত পর্বে খেলার। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠেছে কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালের বাধা পেরিয়ে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মুখোমুখি হয়েছিল ঢাকারই সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও ডিপিএস আইটিএস স্কুল। দেশভিত্তিক স্কুল দাবার প্রথম প্রতিযোগিতার ফাইনালে হারতে হারতে ডিপিএসের সঙ্গে ২-২ গেমে ড্র করেছিল সেন্ট জোসেফ। সেখান থেকে টাইব্রেকে জিতে হয়েছে চ্যাম্পিয়ন।।
সেন্ট জোসেফের দাবা দলটাকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে কোচিংয়ের দায়িত্বে ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পুত্র তাহসিন তাজওয়ার। ‘অলৌকিকভাবে’ ফাইনাল জিতে ১০ লাখ টাকার প্রাইজমানি জয়ের পর দারুণ খুশি বলে জানাল সে, ‘অনেক ভালো লাগছে। অন্য রকম অনুভূতি। শুরুতে আমরা এতটা আশাবাদী ছিলাম না। আমরা হারের দিকে ছিলাম বলতে গেলে।
অলৌকিকভাবে আমরা জিতে যাই। এখন ভবিষ্যতে অনেকে দাবাকে পেশা হিসেবে নেওয়ার চিন্তা করবে। অনেক নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে।’
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলে জানালেন টুর্নামেন্টের সমন্বয়ক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। নিয়মিত এই টুর্নামেন্টের ব্যবস্থা করা গেলে ভবিষ্যতে বাংলাদেশে দাবার বিপ্লব হবে বলে মনে করেন আবু সুফিয়ান, ‘আমাদের লক্ষ্য অনেকটা সফল হয়েছে। কিন্তু আমাদের এটা ধারাবাহিক ভাবে চালাতে হবে। এটা যদি আমরা ৫ বছর চালাই তাহলে দেখবেন দাবাড়ুদের আমরা জায়গা দিতে পারছি না। এমন অবস্থা তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘আমার যে প্রত্যাশা ছিল তা ছাড়িয়ে গেছে। প্রথম দিকে চিন্তা করেছিলাম যে, ঢাকার বাইরের স্কুলগুলোতে খেলোয়াড় পাব কিনা। ঢাকায় তো অনেক স্কুলেই খেলে। একটা স্কুলে হয়তো এক বা দুজন খেলে। বাকি খেলোয়াড় কই পাব এটা নিয়ে সমস্যা হবে ভেবেছিলাম। একটা দল গড়তে ছয়জন লাগে। কিন্তু দেখা গেছে অনেকেই খেলা পারে, হয়তো তারা পারিবারিকভাবে খেলা শিখেছে। এই তথ্য আমাদের কাছে ছিল না। যখন টুর্নামেন্ট করতে গেছি তখন দেখি অনেক স্কুল দল গঠন করে এসেছে। এটা দেখে আমরা অবাক হয়েছি। এটাই আমরা চাচ্ছিলাম। স্কুলগুলোতে টার্গেট করেছি কারণ, স্কুলের অবকাঠামো দাবার জন্য আদর্শ।’ টুর্নামেন্ট থেকে উঠে আসা প্রতিভাবান দাবাড়ুদের নিয়ে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প করার কথাও জানিয়েছেন তিনি।
সেন্ট জোসেফের হয়ে খেলেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। দাবার প্রতি স্কুল ছাত্রদের আগ্রহ ও নিবেদন ছুঁয়ে গেছে জিয়াকেও। নিজেও ছিলেন একই স্কুলের ছাত্র। স্কুল টুর্নামেন্টকে ধরে রাখা গেলে ভবিষ্যতে দাবার পাইপলাইনে খেলোয়াড়ের ঘাটতি হবে না বলে মনে করেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার, ‘ইতিবাচক দিক হচ্ছে এখন স্কুল টুর্নামেন্টে অনেক প্রতিযোগী অংশ নেবে। সব স্কুলই চিন্তা করবে এই খেলাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। দরকার হলে যারা ভালো খেলে তাদের ছাড় দেওয়া যায়। দেখলাম বাচ্চারা খুবই আগ্রহী। গত এক মাস ধরে এই বাচ্চারা আগ্রহ নিয়ে খেলা শিখেছে। তাদের এই আগ্রহ দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি।’
‘এখন ফেডারেশনের দায়িত্ব হবে জুনিয়র পর্যায়ের ৪-৫ জন খেলোয়াড়কে পৃষ্ঠপোষক ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার ব্যবস্থা করে দেওয়া। ইউরোপে খেলার ব্যবস্থা করে দেওয়া। এটার ব্যবস্থা করে দেওয়া গেলে বাংলাদেশের দাবা অনেক এগিয়ে যাবে।’
স্কুল ছাত্রদের নিয়ে দাবার আসর হয়েছে আগেও। তবে দলগত স্কুল দাবার প্রথম আসর শুরু হয়েছিল গত আগস্টে। পাঁচ মাসের দীর্ঘ প্রতিযোগিতা শেষে ফাইনাল হয়ে গেল আজ। ফাইনালটা হলো ফাইনালের মতোই। শেষটা হলো হাড্ডাহাড্ডি লড়াইয়ে।
সারা দেশের ২০৬২ স্কুল নিয়ে গত বছরের ২১ আগস্ট থেকে শুরু হয়েছিল স্কুল ভিত্তিক দলগত দাবার টুর্নামেন্ট মার্কস অ্যাকটিভ স্কুল চেস চ্যাম্পস প্রতিযোগিতা। দাবা ফেডারেশনের আয়োজনে ও আবুল খায়ের গ্রুপের পৃষ্ঠপোষকতায় ৫৩টি জেলায় প্রাথমিক পর্বের চ্যাম্পিয়ন দলগুলো সরাসরি সুযোগ পেয়েছে বিভাগীয় পর্যায়ে। বাকি ১১টি জেলাকে ভাগ করা হয়েছে ১৭টি অঞ্চলে। এই ১৭টি অঞ্চলের খেলা হয়েছে হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে খেলা ১৭টি চ্যাম্পিয়ন দল বিভাগীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। সব মিলিয়ে বিভাগীয় পর্যায়ে খেলেছে ৭০টি স্কুল। সেখান থেকে ৮ বিভাগের সেরা ১৬টি স্কুল সুযোগ পেয়েছে ঢাকায় চূড়ান্ত পর্বে খেলার। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল উঠেছে কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালের বাধা পেরিয়ে বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে মুখোমুখি হয়েছিল ঢাকারই সেন্ট জোসেফ হায়ার সেকেন্ডারি স্কুল ও ডিপিএস আইটিএস স্কুল। দেশভিত্তিক স্কুল দাবার প্রথম প্রতিযোগিতার ফাইনালে হারতে হারতে ডিপিএসের সঙ্গে ২-২ গেমে ড্র করেছিল সেন্ট জোসেফ। সেখান থেকে টাইব্রেকে জিতে হয়েছে চ্যাম্পিয়ন।।
সেন্ট জোসেফের দাবা দলটাকে নেতৃত্ব দেওয়া থেকে শুরু করে কোচিংয়ের দায়িত্বে ছিল গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পুত্র তাহসিন তাজওয়ার। ‘অলৌকিকভাবে’ ফাইনাল জিতে ১০ লাখ টাকার প্রাইজমানি জয়ের পর দারুণ খুশি বলে জানাল সে, ‘অনেক ভালো লাগছে। অন্য রকম অনুভূতি। শুরুতে আমরা এতটা আশাবাদী ছিলাম না। আমরা হারের দিকে ছিলাম বলতে গেলে।
অলৌকিকভাবে আমরা জিতে যাই। এখন ভবিষ্যতে অনেকে দাবাকে পেশা হিসেবে নেওয়ার চিন্তা করবে। অনেক নতুন নতুন খেলোয়াড় উঠে আসবে।’
প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্ট থেকে অভূতপূর্ব সাড়া পেয়েছেন বলে জানালেন টুর্নামেন্টের সমন্বয়ক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল। নিয়মিত এই টুর্নামেন্টের ব্যবস্থা করা গেলে ভবিষ্যতে বাংলাদেশে দাবার বিপ্লব হবে বলে মনে করেন আবু সুফিয়ান, ‘আমাদের লক্ষ্য অনেকটা সফল হয়েছে। কিন্তু আমাদের এটা ধারাবাহিক ভাবে চালাতে হবে। এটা যদি আমরা ৫ বছর চালাই তাহলে দেখবেন দাবাড়ুদের আমরা জায়গা দিতে পারছি না। এমন অবস্থা তৈরি হবে।’
তিনি আরও বলেন, ‘আমার যে প্রত্যাশা ছিল তা ছাড়িয়ে গেছে। প্রথম দিকে চিন্তা করেছিলাম যে, ঢাকার বাইরের স্কুলগুলোতে খেলোয়াড় পাব কিনা। ঢাকায় তো অনেক স্কুলেই খেলে। একটা স্কুলে হয়তো এক বা দুজন খেলে। বাকি খেলোয়াড় কই পাব এটা নিয়ে সমস্যা হবে ভেবেছিলাম। একটা দল গড়তে ছয়জন লাগে। কিন্তু দেখা গেছে অনেকেই খেলা পারে, হয়তো তারা পারিবারিকভাবে খেলা শিখেছে। এই তথ্য আমাদের কাছে ছিল না। যখন টুর্নামেন্ট করতে গেছি তখন দেখি অনেক স্কুল দল গঠন করে এসেছে। এটা দেখে আমরা অবাক হয়েছি। এটাই আমরা চাচ্ছিলাম। স্কুলগুলোতে টার্গেট করেছি কারণ, স্কুলের অবকাঠামো দাবার জন্য আদর্শ।’ টুর্নামেন্ট থেকে উঠে আসা প্রতিভাবান দাবাড়ুদের নিয়ে আবাসিক প্রশিক্ষণ ক্যাম্প করার কথাও জানিয়েছেন তিনি।
সেন্ট জোসেফের হয়ে খেলেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান পুত্র ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। দাবার প্রতি স্কুল ছাত্রদের আগ্রহ ও নিবেদন ছুঁয়ে গেছে জিয়াকেও। নিজেও ছিলেন একই স্কুলের ছাত্র। স্কুল টুর্নামেন্টকে ধরে রাখা গেলে ভবিষ্যতে দাবার পাইপলাইনে খেলোয়াড়ের ঘাটতি হবে না বলে মনে করেন দেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার, ‘ইতিবাচক দিক হচ্ছে এখন স্কুল টুর্নামেন্টে অনেক প্রতিযোগী অংশ নেবে। সব স্কুলই চিন্তা করবে এই খেলাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য। দরকার হলে যারা ভালো খেলে তাদের ছাড় দেওয়া যায়। দেখলাম বাচ্চারা খুবই আগ্রহী। গত এক মাস ধরে এই বাচ্চারা আগ্রহ নিয়ে খেলা শিখেছে। তাদের এই আগ্রহ দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি।’
‘এখন ফেডারেশনের দায়িত্ব হবে জুনিয়র পর্যায়ের ৪-৫ জন খেলোয়াড়কে পৃষ্ঠপোষক ব্যবস্থা করে দেওয়া, তাদেরকে আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলার ব্যবস্থা করে দেওয়া। ইউরোপে খেলার ব্যবস্থা করে দেওয়া। এটার ব্যবস্থা করে দেওয়া গেলে বাংলাদেশের দাবা অনেক এগিয়ে যাবে।’
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে