ক্রীড়া ডেস্ক
প্যারিস অলিম্পিক গেমসের জিমন্যাস্টিকসের তিন ইভেন্টে সোনা জিতেছিলেন সিমোন বাইলস। আর্টিস্টিক জিমন্যাস্টিকসের দলগত এবং অল-অ্যারাউন্ড ইভেন্টে জয়ের পর ভল্টের ফাইনালে জিতেও সোনা জয়ের হ্যাটট্রিক করেছিলেন যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্ট। এই সাফল্যে তাঁর বাকি দুটি ইভেন্ট ব্যালান্স বিম এবং ফ্লোর এক্সারসাইজেও তাঁর সাফল্যে নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন সমর্থকেরা। তবে নিজের শেষ দুটি ইভেন্টে সোনা জিততে পারেননি সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট। ব্যালান্স বিমে পঞ্চম হওয়া বাইল নিজের শেষ ইভেন্ট ফ্লোর এক্সারসাইজে জিতেছে রুপা।
মেয়েদের ব্যালান্স বিমে সোনা জিতেছেন ইতালির এলিস ডি’আমাতো। মেয়েদের জিমন্যাস্টিকসে এটাই কোনো ইতালিয়ান প্রতিযোগীর সোনা জয়। স্কোর করেছেন ১৪.৩৬৬। ১৪.১০০ স্কোর করে রুপা জিতেছেন চীনের ঝাউ ইয়াকিন। ১৪.০০০ স্কোর নিয়ে ব্রোঞ্জ ইতালির মানোলো এসপোসিতো।
মেয়েদের ব্যালান্স বিমে নিজের সেরাটা দিতে বাইলস তো পারেননি। একবার তো লাফ দিয়ে ঠিকমতো নামতেও ব্যর্থ। এই ইভেন্টে পঞ্চম হওয়া বাইলসের স্কোর ১৩.১০০।
তবে শেষটা এতটা খারাপ হয়নি বাইলসের। সোনা জিততে না পারলেও ফ্লোর এক্সারসাইজে জিতেছেন রুপা। ১৪.১৬৬ স্কোর গড়ে সোনা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। এই ইভেন্টে এটাই প্রথম সোনা কোনো ব্রাজিলিয়ান প্রতিযোগীর। দ্বিতীয় হওয়া বাইলসের স্কোর ১৪.১৩৩। ব্রোঞ্জ জিতেছেন বাইলসের স্বদেশি জর্ডান চিলেস (১৩.৭৬৬)।
রুপা জিতে প্যারিস অভিযান শেষ করা বাইলসের অলিম্পিক পদকের সংখ্যা দাঁড়াল ১১—যার ৭টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ
প্যারিস অলিম্পিক গেমসের জিমন্যাস্টিকসের তিন ইভেন্টে সোনা জিতেছিলেন সিমোন বাইলস। আর্টিস্টিক জিমন্যাস্টিকসের দলগত এবং অল-অ্যারাউন্ড ইভেন্টে জয়ের পর ভল্টের ফাইনালে জিতেও সোনা জয়ের হ্যাটট্রিক করেছিলেন যুক্তরাষ্ট্রের এই জিমন্যাস্ট। এই সাফল্যে তাঁর বাকি দুটি ইভেন্ট ব্যালান্স বিম এবং ফ্লোর এক্সারসাইজেও তাঁর সাফল্যে নিয়ে আশাবাদী হয়ে উঠেছিলেন সমর্থকেরা। তবে নিজের শেষ দুটি ইভেন্টে সোনা জিততে পারেননি সর্বকালের অন্যতম সেরা এই জিমন্যাস্ট। ব্যালান্স বিমে পঞ্চম হওয়া বাইল নিজের শেষ ইভেন্ট ফ্লোর এক্সারসাইজে জিতেছে রুপা।
মেয়েদের ব্যালান্স বিমে সোনা জিতেছেন ইতালির এলিস ডি’আমাতো। মেয়েদের জিমন্যাস্টিকসে এটাই কোনো ইতালিয়ান প্রতিযোগীর সোনা জয়। স্কোর করেছেন ১৪.৩৬৬। ১৪.১০০ স্কোর করে রুপা জিতেছেন চীনের ঝাউ ইয়াকিন। ১৪.০০০ স্কোর নিয়ে ব্রোঞ্জ ইতালির মানোলো এসপোসিতো।
মেয়েদের ব্যালান্স বিমে নিজের সেরাটা দিতে বাইলস তো পারেননি। একবার তো লাফ দিয়ে ঠিকমতো নামতেও ব্যর্থ। এই ইভেন্টে পঞ্চম হওয়া বাইলসের স্কোর ১৩.১০০।
তবে শেষটা এতটা খারাপ হয়নি বাইলসের। সোনা জিততে না পারলেও ফ্লোর এক্সারসাইজে জিতেছেন রুপা। ১৪.১৬৬ স্কোর গড়ে সোনা জিতেছেন ব্রাজিলের রেবেকা আন্দ্রাদে। এই ইভেন্টে এটাই প্রথম সোনা কোনো ব্রাজিলিয়ান প্রতিযোগীর। দ্বিতীয় হওয়া বাইলসের স্কোর ১৪.১৩৩। ব্রোঞ্জ জিতেছেন বাইলসের স্বদেশি জর্ডান চিলেস (১৩.৭৬৬)।
রুপা জিতে প্যারিস অভিযান শেষ করা বাইলসের অলিম্পিক পদকের সংখ্যা দাঁড়াল ১১—যার ৭টি সোনা, ২টি রুপা ও ২টি ব্রোঞ্জ
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৩ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৪ ঘণ্টা আগেবাংলাদেশের গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের মৃত্যুতে তাঁর পরিবার পড়েছে বিপাকে। সংকটময় এই মুহূর্তে জিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল।
১৬ ঘণ্টা আগে