ক্রীড়া ডেস্ক
টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল ১৪ বছরের কিশোরী কুয়ান হংচেন। নাদিয়া কোমানিচিকে মনে করিয়ে অলিম্পিকের মঞ্চে ডাইভিংয়ে ১০ মিটার প্ল্যাটফর্ম ফাইনালে লাফিয়ে ১০–এ ১০ স্কোর করেছেন কুয়ান। একবার নয় তিনি দশে দশ পেয়েছন দুইবার।
১৯৭৬ সালের মন্ট্রিয়েল অলিম্পিকের জিমন্যাস্টিকসে রোমানিয়ার নাদিয়া কোমানিচি ‘পারফেক্ট টেন’ স্কোর করেছিলেন অর্থাৎ ১০ এর ভেতর ১০-ই পেয়েছিলেন। কোমানিচির বয়সও তখন ছিল ১৪ বছর। ৪৫ বছর পর সেই কীর্তি মনে করিয়ে দিলেন আরেক ১৪ বছরের কিশোরী।
অ্যাকুয়্যাটিক্স সেন্টারে নারীদের ডাইভিং ইভেন্টের ১০ মিটার ফ্ল্যাটফর্মে রেকর্ড গড়ে সোনা জিতেছে কুয়ান। অলিম্পিকে নিজের প্রথম ইভেন্টে সব মিলিয়ে ৪৬৬.২০ স্কোর গড়ে সোনা জিতল এই কিশোরী। এই নিয়ে চীনের সোনা পদক সংখ্যা দাঁড়াল ৩৩-এ। সোনা পদক ও সম্মিলিত পদক জয় দুটিতেই শীর্ষে চীন।
কুয়ানের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট পেছনে থেকে ৪২৫.৪০ পয়েন্ট নিয়ে এই ইভেন্টে রূপা জিতেছে আরেক চীনা কিশোরী চেন ইউসি। রূপা জেতা ইউসি কুয়ানের চেয়ে ১ বছরের ছোট । ইউসির চেয়ে আবার প্রায় ৫০ পয়েন্ট পেছনে থেকে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার মেলিসা উ। সোনা ও রুপা জেতা হুংচেন আর ইউসির দুজনের বয়সের যোগফলই মেলিসার বয়স অর্থাৎ অস্ট্রেলিয়ান এই অ্যাথলেটের বয়স ২৯।
টোকিও অলিম্পিকে ইতিহাস গড়ল ১৪ বছরের কিশোরী কুয়ান হংচেন। নাদিয়া কোমানিচিকে মনে করিয়ে অলিম্পিকের মঞ্চে ডাইভিংয়ে ১০ মিটার প্ল্যাটফর্ম ফাইনালে লাফিয়ে ১০–এ ১০ স্কোর করেছেন কুয়ান। একবার নয় তিনি দশে দশ পেয়েছন দুইবার।
১৯৭৬ সালের মন্ট্রিয়েল অলিম্পিকের জিমন্যাস্টিকসে রোমানিয়ার নাদিয়া কোমানিচি ‘পারফেক্ট টেন’ স্কোর করেছিলেন অর্থাৎ ১০ এর ভেতর ১০-ই পেয়েছিলেন। কোমানিচির বয়সও তখন ছিল ১৪ বছর। ৪৫ বছর পর সেই কীর্তি মনে করিয়ে দিলেন আরেক ১৪ বছরের কিশোরী।
অ্যাকুয়্যাটিক্স সেন্টারে নারীদের ডাইভিং ইভেন্টের ১০ মিটার ফ্ল্যাটফর্মে রেকর্ড গড়ে সোনা জিতেছে কুয়ান। অলিম্পিকে নিজের প্রথম ইভেন্টে সব মিলিয়ে ৪৬৬.২০ স্কোর গড়ে সোনা জিতল এই কিশোরী। এই নিয়ে চীনের সোনা পদক সংখ্যা দাঁড়াল ৩৩-এ। সোনা পদক ও সম্মিলিত পদক জয় দুটিতেই শীর্ষে চীন।
কুয়ানের চেয়ে প্রায় ৪০ পয়েন্ট পেছনে থেকে ৪২৫.৪০ পয়েন্ট নিয়ে এই ইভেন্টে রূপা জিতেছে আরেক চীনা কিশোরী চেন ইউসি। রূপা জেতা ইউসি কুয়ানের চেয়ে ১ বছরের ছোট । ইউসির চেয়ে আবার প্রায় ৫০ পয়েন্ট পেছনে থেকে ব্রোঞ্জ জিতেছেন অস্ট্রেলিয়ার মেলিসা উ। সোনা ও রুপা জেতা হুংচেন আর ইউসির দুজনের বয়সের যোগফলই মেলিসার বয়স অর্থাৎ অস্ট্রেলিয়ান এই অ্যাথলেটের বয়স ২৯।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২৯ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে