ক্রীড়া ডেস্ক
টোকিও অলিম্পিকের হকিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে ভারত। পদক নির্ধারণী ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়েছে তারা। ভারতীয় দল এই ব্রোঞ্জ জিতে অলিম্পিক হকিতে সর্বোচ্চ পদক জয়ের কীর্তি গড়েছে। আর সেমিফাইনালে ভারতকে হারানো বেলজিয়াম ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছে।
বেলজিয়াম সোনা জিতলেও ভারতের ব্রোঞ্জ জয়ের গুরুত্ব কোনো অংশেই কম নয়। এক সময় যে ভারত হকিতে একচ্ছত্র দাপট দেখিয়ে পদক জিতত, তারাই গত ৪১ বছরে পদক জিততে পারেনি। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবার সোনা জিতেছিল ভারতীয় হকি দল। আর এবারের ব্রোঞ্জ জয়ে অলিম্পিকের ইতিহাসে হকিতে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড এককভাবে নিজেদের করে নিল তারা। টোকিও অলিম্পিকের আগে হকিতে সর্বোচ্চ পদক জয়ের তালিকায় ভারতের সঙ্গে যৌথভাবে ছিল জার্মানি।
দেশকে এত বড় অর্জন এনে দেওয়ায় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইটে লিখেছেন, ‘এই দিনটি সব ভারতীয় গর্বের সঙ্গে মনে রাখবে। দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়ায় আমাদের হকি দলকে অভিনন্দন। গোটা ভারত হকি দলের এই অর্জনে গর্বিত।’
এর আগে ১৯২৮ থেকে ১৯৮০ পর্যন্ত হকিতে ১১টি পদক (৮টি সোনা,১টি রূপা ও দু'টি ব্রোঞ্জ) জিতেছে ভারত। আর এবারের ব্রোঞ্জ জয়ে সব মিলিয়ে পদক সংখ্যা দাড়াল ১২ টি।
সর্বোচ্চ পদক জয়ের তালিকায় দুইয়ে থাকা জার্মানির পদক সংখ্যা ১১টি (৪টি সোনা,৩টি রূপা ও ৪টি ব্রোঞ্জ)। আর বেলজিয়ামের কাছে ফাইনালে হারা অস্ট্রেলিয়া ১০ পদক নিয়ে আছে তালিকার তিনে।
টোকিও অলিম্পিকের হকিতে ব্রোঞ্জ জিতে ইতিহাস গড়েছে ভারত। পদক নির্ধারণী ম্যাচে জার্মানিকে ৫-৪ গোলে হারিয়েছে তারা। ভারতীয় দল এই ব্রোঞ্জ জিতে অলিম্পিক হকিতে সর্বোচ্চ পদক জয়ের কীর্তি গড়েছে। আর সেমিফাইনালে ভারতকে হারানো বেলজিয়াম ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে সোনা জিতেছে।
বেলজিয়াম সোনা জিতলেও ভারতের ব্রোঞ্জ জয়ের গুরুত্ব কোনো অংশেই কম নয়। এক সময় যে ভারত হকিতে একচ্ছত্র দাপট দেখিয়ে পদক জিতত, তারাই গত ৪১ বছরে পদক জিততে পারেনি। ১৯৮০ সালে মস্কো অলিম্পিকে শেষবার সোনা জিতেছিল ভারতীয় হকি দল। আর এবারের ব্রোঞ্জ জয়ে অলিম্পিকের ইতিহাসে হকিতে সর্বোচ্চ পদক জয়ের রেকর্ড এককভাবে নিজেদের করে নিল তারা। টোকিও অলিম্পিকের আগে হকিতে সর্বোচ্চ পদক জয়ের তালিকায় ভারতের সঙ্গে যৌথভাবে ছিল জার্মানি।
দেশকে এত বড় অর্জন এনে দেওয়ায় হকি দলকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মোদি টুইটে লিখেছেন, ‘এই দিনটি সব ভারতীয় গর্বের সঙ্গে মনে রাখবে। দেশকে ব্রোঞ্জ পদক এনে দেওয়ায় আমাদের হকি দলকে অভিনন্দন। গোটা ভারত হকি দলের এই অর্জনে গর্বিত।’
এর আগে ১৯২৮ থেকে ১৯৮০ পর্যন্ত হকিতে ১১টি পদক (৮টি সোনা,১টি রূপা ও দু'টি ব্রোঞ্জ) জিতেছে ভারত। আর এবারের ব্রোঞ্জ জয়ে সব মিলিয়ে পদক সংখ্যা দাড়াল ১২ টি।
সর্বোচ্চ পদক জয়ের তালিকায় দুইয়ে থাকা জার্মানির পদক সংখ্যা ১১টি (৪টি সোনা,৩টি রূপা ও ৪টি ব্রোঞ্জ)। আর বেলজিয়ামের কাছে ফাইনালে হারা অস্ট্রেলিয়া ১০ পদক নিয়ে আছে তালিকার তিনে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে