নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ফিফটিন-এ-সাইডের চেয়ে রাগবি সেভেন-এ-সাইডের খেলা খানিকটা ভিন্ন। ১৫ মিনিটের ম্যাচে গতির প্রাধান্য থাকে বেশি। আর গতির খেলায় নেপালের চেয়ে বাংলাদেশ কতখানি এগিয়ে সেটাই আজ দেখা গেল আর্মি স্টেডিয়ামে।
বনানী আর্মি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। প্রথমবারের বাংলাদেশের মাটিতে কোনো রাগবি টুর্নামেন্ট। নিজেদের মাটিতে নেপালিদের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়েছেন নাদিম মাহমুদরা তা যেন অবিশ্বাস্য। আজ সেভেন-এ-সাইডের দুই খেলায় নেপালকে একটিও পয়েন্ট নিতে দেয়নি বাংলাদেশ।
সকালে ও বিকালে নেপালের বিপক্ষে দুটি সেভেন-এ-সাইড ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের দাপট। প্রথম ম্যাচে স্বাগতিকেরা জয় পেয়েছে ২০-০ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই ফল। এবার বাংলাদেশ পেয়েছে মাত্র এক পয়েন্ট। নেপালকে কোনো পয়েন্ট না নেওয়ার সুযোগ দিয়ে নাদিম মাহমুদরা জয় পেয়েছেন ১৯-০ পয়েন্টে।
আন্তর্জাতিক রাগবিতে নেপাল কোনো অজানা প্রতিপক্ষ নয় বাংলাদেশের। এশিয়ান রাগবিতে এর আগে দুইবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ দল। নেপাল টুর্নামেন্টে খেলতে এসেছে একপ্রকার কোনো প্রস্তুতি ছাড়াই। তবে এই হারে খুব বেশি অখুশি থাকার কথাও না নেপালি ম্যানেজার গোপাল ছেত্রীর। আগের দিন এই প্রতিবেদককে বাংলায় বলেছিলেন, ‘আমরা জিতলেও খুশি, হারলেও খুশি। বাংলাদেশে আসতে পেরেই আমরা আনন্দিত। এই দেশের মানুষ অনেক ভালো।’ তবে একেবারে পয়েন্টহীনভাবে হেরে নিশ্চয়ই মন ভালো থাকার কথা না গোপাল ছেত্রীর!
ফিফটিন-এ-সাইডের চেয়ে রাগবি সেভেন-এ-সাইডের খেলা খানিকটা ভিন্ন। ১৫ মিনিটের ম্যাচে গতির প্রাধান্য থাকে বেশি। আর গতির খেলায় নেপালের চেয়ে বাংলাদেশ কতখানি এগিয়ে সেটাই আজ দেখা গেল আর্মি স্টেডিয়ামে।
বনানী আর্মি স্টেডিয়ামে আজ শুরু হয়েছে বাংলাদেশ-নেপাল আন্তর্জাতিক রাগবি সিরিজ। প্রথমবারের বাংলাদেশের মাটিতে কোনো রাগবি টুর্নামেন্ট। নিজেদের মাটিতে নেপালিদের বিপক্ষে যেভাবে দাপট দেখিয়েছেন নাদিম মাহমুদরা তা যেন অবিশ্বাস্য। আজ সেভেন-এ-সাইডের দুই খেলায় নেপালকে একটিও পয়েন্ট নিতে দেয়নি বাংলাদেশ।
সকালে ও বিকালে নেপালের বিপক্ষে দুটি সেভেন-এ-সাইড ম্যাচ খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচেই বাংলাদেশের দাপট। প্রথম ম্যাচে স্বাগতিকেরা জয় পেয়েছে ২০-০ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচেও প্রায় একই ফল। এবার বাংলাদেশ পেয়েছে মাত্র এক পয়েন্ট। নেপালকে কোনো পয়েন্ট না নেওয়ার সুযোগ দিয়ে নাদিম মাহমুদরা জয় পেয়েছেন ১৯-০ পয়েন্টে।
আন্তর্জাতিক রাগবিতে নেপাল কোনো অজানা প্রতিপক্ষ নয় বাংলাদেশের। এশিয়ান রাগবিতে এর আগে দুইবার নেপালকে হারিয়েছিল বাংলাদেশ দল। নেপাল টুর্নামেন্টে খেলতে এসেছে একপ্রকার কোনো প্রস্তুতি ছাড়াই। তবে এই হারে খুব বেশি অখুশি থাকার কথাও না নেপালি ম্যানেজার গোপাল ছেত্রীর। আগের দিন এই প্রতিবেদককে বাংলায় বলেছিলেন, ‘আমরা জিতলেও খুশি, হারলেও খুশি। বাংলাদেশে আসতে পেরেই আমরা আনন্দিত। এই দেশের মানুষ অনেক ভালো।’ তবে একেবারে পয়েন্টহীনভাবে হেরে নিশ্চয়ই মন ভালো থাকার কথা না গোপাল ছেত্রীর!
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১৭ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে