নিজস্ব প্রতিবেদক
ঢাকা: লকডাউনের প্রথমদিনে যারা রাস্তায় বের হয়েছিলেন জীবনের তাগিদে, কাল তাদের নাভিশ্বাস উঠেছে কাঠফাটা গরম। সব কিছু যেন থমকে ছিলো করোনাভীতিতে। সব থামলেও স্বাভাবিক গতিতে এগিয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পঞ্চম দিন। সুইমিংপুলে ঢেউ তুলে রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় মেতে ছিলেন দুই সাঁতারু কাজল মিয়া ও ফয়সাল আহমেদ।
মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে পুলে নেমেছিলেন সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ। পুলে নামার আগে ২০১৯ সালে এই ইভেন্টে গড়া রেকর্ড তখন পর্যন্ত তাঁরই দখলে। কিন্তু সোমবারে সাঁতারে নেমেই নিজের রেকর্ড হারিয়েছেন জুয়েল, তাঁকে দর্শক বানিয়ে ২০০ মিটারের রেকর্ড ভেঙে নিজের করেছেন জুয়েলের সতীর্থ কাজল মিয়া।
তিন দিন আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড ভেঙে সোনা জিতেছিলেন জুয়েল। আজ সোমবার বাটারফ্লাই ইভেন্টও শেষ করলেন নিজের সেরা টাইমিং ২ মিনিট ১১.১৭ সেকেন্ডে। অন্য সময় হলে এটাই হতো রেকর্ড, তবে তাঁকে ছাড়িয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ডে রেকর্ড নিয়ে যান কাজল। শেষ পর্যন্ত রুপাতেই খুশি থাকতে হয়েছে জুয়েলকে। নৌবাহিনীর জাহিদুল ইসলাম এই ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।
জুয়েল না পারলেও নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর আরেক সাঁতারু ফয়সাল আহমেদ। ৪০০ মিটার ফ্রি–স্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে তাঁর আগের রেকর্ডটি ছিল ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ডের। ৪ মিনিট ২০.০৮ সেকেন্ডে রুপা জিতেছেন নৌবাহিনীর রবিউল আউয়াল।
২০১৯ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৮.২৫) ভেঙেছেন ফয়সাল আহমেদ। রুপা জয়ের পথে নৌবাহিনীর রবিউল আউয়ালের টাইমিং ছিল ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড। নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ডে।
ঢাকা: লকডাউনের প্রথমদিনে যারা রাস্তায় বের হয়েছিলেন জীবনের তাগিদে, কাল তাদের নাভিশ্বাস উঠেছে কাঠফাটা গরম। সব কিছু যেন থমকে ছিলো করোনাভীতিতে। সব থামলেও স্বাভাবিক গতিতে এগিয়েছে বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের পঞ্চম দিন। সুইমিংপুলে ঢেউ তুলে রেকর্ড ভাঙ্গা-গড়ার খেলায় মেতে ছিলেন দুই সাঁতারু কাজল মিয়া ও ফয়সাল আহমেদ।
মিরপুরে সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতারের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে পুলে নেমেছিলেন সেনাবাহিনীর সাঁতারু জুয়েল আহমেদ। পুলে নামার আগে ২০১৯ সালে এই ইভেন্টে গড়া রেকর্ড তখন পর্যন্ত তাঁরই দখলে। কিন্তু সোমবারে সাঁতারে নেমেই নিজের রেকর্ড হারিয়েছেন জুয়েল, তাঁকে দর্শক বানিয়ে ২০০ মিটারের রেকর্ড ভেঙে নিজের করেছেন জুয়েলের সতীর্থ কাজল মিয়া।
তিন দিন আগে ২০০ মিটার ব্যাকস্ট্রোকে নিজের রেকর্ড ভেঙে সোনা জিতেছিলেন জুয়েল। আজ সোমবার বাটারফ্লাই ইভেন্টও শেষ করলেন নিজের সেরা টাইমিং ২ মিনিট ১১.১৭ সেকেন্ডে। অন্য সময় হলে এটাই হতো রেকর্ড, তবে তাঁকে ছাড়িয়ে ২ মিনিট ১০.৯২ সেকেন্ডে রেকর্ড নিয়ে যান কাজল। শেষ পর্যন্ত রুপাতেই খুশি থাকতে হয়েছে জুয়েলকে। নৌবাহিনীর জাহিদুল ইসলাম এই ইভেন্টে জিতেছেন ব্রোঞ্জ।
জুয়েল না পারলেও নিজেই নিজের রেকর্ড ভেঙেছেন সেনাবাহিনীর আরেক সাঁতারু ফয়সাল আহমেদ। ৪০০ মিটার ফ্রি–স্টাইলে রেকর্ড গড়তে ফয়সাল সময় নেন ৪ মিনিট ১৮.২৩ সেকেন্ড। ২০১৯ সালে তাঁর আগের রেকর্ডটি ছিল ৪ মিনিট ১৮.২৫ সেকেন্ডের। ৪ মিনিট ২০.০৮ সেকেন্ডে রুপা জিতেছেন নৌবাহিনীর রবিউল আউয়াল।
২০১৯ সালে নিজের গড়া রেকর্ড (৪ মিনিট ১৮.২৫) ভেঙেছেন ফয়সাল আহমেদ। রুপা জয়ের পথে নৌবাহিনীর রবিউল আউয়ালের টাইমিং ছিল ৪ মিনিট ২০.০৮ সেকেন্ড। নৌবাহিনীর আরেক সাঁতারু কাজল ব্রোঞ্জ জিতেছেন ৪ মিনিট ৩১.১৬ সেকেন্ডে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে