ক্রীড়া ডেস্ক
৬৩ হাজার মানুষের দেশ ‘বারমুডা’র নামটি শুনলেই সবার আগে চলে আসে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির বিশেষ যে অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খোঁজ পাওয়া যায়নি বহু বিমান ও জাহাজের। সেই দেশেরই এক অ্যাথলেট টোকিও অলিম্পিকে মেয়েদের ট্রায়াথলন বিভাগে সোনা জিতে গড়লেন ইতিহাস।
৩৩ বছর বয়সী নারী অ্যাথলেট ফ্লোরা ডাফির তার হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে প্রথম সোনা জিতেছে বারমুডা। ১৯৭৬ অস্ট্রিয়া অলিম্পিকে বারমুডা প্রথম ব্রোঞ্জ জেতার পর গত ৪৫ বছরে আর কোনো পদক জিততে পারেনি। দীর্ঘ ৪৫ বছরের আক্ষেপ ঘোচানো ডাফি সোনা জয়ের পর বলেছেন, ‘এটা সত্যিই অনেক আবেগের ছিল। আমার বয়স যখন ৮ বছর ছিল তখন থেকেই আমি এই স্বপ্ন দেখে এসেছি। সব সময় অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে চাইতাম।’
এই পথ পারি দিতে অবশ্য কম বাধা পেরোতে হয়নি ডাফিকে। তবে কোনো কিছুই দমাতে পারেনি অদম্য এই নারী অ্যাথলেটকে। অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত ডাফি বলেছেন, ‘অনেক চোখের জল আর হৃদয়ভাঙ্গার ফল এই পদক। বারবার চোটে পড়ার পর মনে হতো আমি কি আবারও ফিট হয়ে সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতায় ফিরতে পারব কি না।’ ডাফি ঠিকই ফিরেছেন, সঙ্গে ইতিহাস গড়ে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছেন।
১৫০০ মিটার সাঁতার, ৪০ কি. মি. সাইক্লিং ও ১০ কি. মি. দৌড়-এ তিন ধাপ পেরিয়ে সোনা জিততে ডাফি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ মিনিট ১৪ সেকেন্ড এগিয়ে ছিলেন তিনি।
১ ঘণ্টা ৫৬ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে এই বিভাগে রূপা জিতেছেন ২০২০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের টেইলর ব্রাউন। আর ব্রোঞ্জ জিতেছেন ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ক্যাটি জ্যাফারস সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৭ মিনিট ৩ সেকেন্ড।
৬৩ হাজার মানুষের দেশ ‘বারমুডা’র নামটি শুনলেই সবার আগে চলে আসে বারমুডা ট্রায়াঙ্গেলের কথা। আটলান্টিক মহাসাগরের উত্তর-পশ্চিমাংশে ত্রিভুজাকৃতির বিশেষ যে অঞ্চলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় খোঁজ পাওয়া যায়নি বহু বিমান ও জাহাজের। সেই দেশেরই এক অ্যাথলেট টোকিও অলিম্পিকে মেয়েদের ট্রায়াথলন বিভাগে সোনা জিতে গড়লেন ইতিহাস।
৩৩ বছর বয়সী নারী অ্যাথলেট ফ্লোরা ডাফির তার হাত ধরেই অলিম্পিকের ইতিহাসে প্রথম সোনা জিতেছে বারমুডা। ১৯৭৬ অস্ট্রিয়া অলিম্পিকে বারমুডা প্রথম ব্রোঞ্জ জেতার পর গত ৪৫ বছরে আর কোনো পদক জিততে পারেনি। দীর্ঘ ৪৫ বছরের আক্ষেপ ঘোচানো ডাফি সোনা জয়ের পর বলেছেন, ‘এটা সত্যিই অনেক আবেগের ছিল। আমার বয়স যখন ৮ বছর ছিল তখন থেকেই আমি এই স্বপ্ন দেখে এসেছি। সব সময় অলিম্পিকে চ্যাম্পিয়ন হতে চাইতাম।’
এই পথ পারি দিতে অবশ্য কম বাধা পেরোতে হয়নি ডাফিকে। তবে কোনো কিছুই দমাতে পারেনি অদম্য এই নারী অ্যাথলেটকে। অলিম্পিক চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বসিত ডাফি বলেছেন, ‘অনেক চোখের জল আর হৃদয়ভাঙ্গার ফল এই পদক। বারবার চোটে পড়ার পর মনে হতো আমি কি আবারও ফিট হয়ে সর্বোচ্চ স্তরের প্রতিযোগিতায় ফিরতে পারব কি না।’ ডাফি ঠিকই ফিরেছেন, সঙ্গে ইতিহাস গড়ে পুরো দেশকে আনন্দে ভাসিয়েছেন।
১৫০০ মিটার সাঁতার, ৪০ কি. মি. সাইক্লিং ও ১০ কি. মি. দৌড়-এ তিন ধাপ পেরিয়ে সোনা জিততে ডাফি সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৫ মিনিট ৩৬ সেকেন্ড। নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১ মিনিট ১৪ সেকেন্ড এগিয়ে ছিলেন তিনি।
১ ঘণ্টা ৫৬ মিনিট ৫০ সেকেন্ড সময় নিয়ে এই বিভাগে রূপা জিতেছেন ২০২০ সালের বিশ্ব চ্যাম্পিয়ন গ্রেট ব্রিটেনের টেইলর ব্রাউন। আর ব্রোঞ্জ জিতেছেন ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্রের ক্যাটি জ্যাফারস সময় নিয়েছেন ১ ঘণ্টা ৫৭ মিনিট ৩ সেকেন্ড।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১০ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে