ক্রীড়া ডেস্ক
অলিম্পিকে নতুন গতিদানব ইতালির লেমন্ত মার্সেল জ্যাকবস। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের রেখে যাওয়া সাম্রাজ্যের দখল নিয়েছেন তিনি। পাশাপাশি প্রথম ইতালিয়ান হিসেবে ১০০ মিটারে অলিম্পিক সোনা জিতলেন জ্যাকবস।
দৌড় শেষ করতে জ্যাকব সময় নিয়েছেন ৯.৮০ সেকেন্ড। এই ইভেন্টে রূপা জিতেছেন ফ্রেদ কের্লি। তাঁর সময় লেগেছে ৯.৮৪ সেকেন্ড। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে। অলিম্পিক ফাইনালে পদক জেতা তিনজনেরই এটি ছিল ব্যক্তিগত সেরা সময়।
২০১৮ সাল পর্যন্ত জ্যাকবস অবশ্য ছিলেন লং-জাম্প খেলোয়াড়। এরপর স্প্রিন্টার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। এখন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসেও নিজের নামটাও খোদাই করে নিলেন তিনি।
অলিম্পিকে বরাবরই আকর্ষণের কেন্দ্রে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট। আগের তিন অলিম্পিক আসরে এই ইভেন্টে দাপট দেখিয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিলেন কিংবদন্তি উসাইন বোল্ট।
বোল্টের অবসরের পর থেকেই আলোচনায় ছিল নতুন গতিদানব কে হচ্ছেন–তা নিয়ে। জ্যামাইকা থেকে সেই রাজ্য এখন ইতালির দখলে গেল। এরপরও একটি জায়গায় এখনো বোল্টের সাম্রাজ্য অক্ষত আছে। এই দৌড়ে সময়ের দিক থেকে কেউই এখনো বোল্টকে পেছনে ফেলতে পারেননি। ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্ট রেস শেষ করেছিলেন রেকর্ড ৯.৫৮ সেকেন্ডে।
অলিম্পিকে নতুন গতিদানব ইতালির লেমন্ত মার্সেল জ্যাকবস। ছেলেদের ১০০ মিটার স্প্রিন্টে উসাইন বোল্টের রেখে যাওয়া সাম্রাজ্যের দখল নিয়েছেন তিনি। পাশাপাশি প্রথম ইতালিয়ান হিসেবে ১০০ মিটারে অলিম্পিক সোনা জিতলেন জ্যাকবস।
দৌড় শেষ করতে জ্যাকব সময় নিয়েছেন ৯.৮০ সেকেন্ড। এই ইভেন্টে রূপা জিতেছেন ফ্রেদ কের্লি। তাঁর সময় লেগেছে ৯.৮৪ সেকেন্ড। ৯.৮৯ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জিতেছেন কানাডার আন্দ্রে ডি গ্রাসে। অলিম্পিক ফাইনালে পদক জেতা তিনজনেরই এটি ছিল ব্যক্তিগত সেরা সময়।
২০১৮ সাল পর্যন্ত জ্যাকবস অবশ্য ছিলেন লং-জাম্প খেলোয়াড়। এরপর স্প্রিন্টার হিসেবে আত্মপ্রকাশ ঘটে তাঁর। এখন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের ইতিহাসেও নিজের নামটাও খোদাই করে নিলেন তিনি।
অলিম্পিকে বরাবরই আকর্ষণের কেন্দ্রে ছেলেদের ১০০ মিটার স্প্রিন্ট। আগের তিন অলিম্পিক আসরে এই ইভেন্টে দাপট দেখিয়ে নিজেকে ধরাছোঁয়ার বাইরে নিয়ে গিয়েছিলেন কিংবদন্তি উসাইন বোল্ট।
বোল্টের অবসরের পর থেকেই আলোচনায় ছিল নতুন গতিদানব কে হচ্ছেন–তা নিয়ে। জ্যামাইকা থেকে সেই রাজ্য এখন ইতালির দখলে গেল। এরপরও একটি জায়গায় এখনো বোল্টের সাম্রাজ্য অক্ষত আছে। এই দৌড়ে সময়ের দিক থেকে কেউই এখনো বোল্টকে পেছনে ফেলতে পারেননি। ২০০৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে বোল্ট রেস শেষ করেছিলেন রেকর্ড ৯.৫৮ সেকেন্ডে।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৩১ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে