ক্রীড়া ডেস্ক
অলিম্পিকে ভারতীয়দের ২১ বছরের আক্ষেপ ঘুচিয়েছেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে কাল ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন ২৬ বছর বয়সী এই ভারোত্তোলক। দেশের হয়ে এবারের অলিম্পিকে রৌপ্য পদক জেতা মীরাবাঈকে নিয়ে ভারতজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কাল থেকে। এবার তাঁকে সারা জীবনের জন্য ফ্রিতে পিৎজা খাওয়ানোর ঘোষণা দিয়েছে বিখ্যাত পিৎজা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডমিনোজ।
বরাবরই পিৎজা খেতে ভালোবাসেন মীরাবাঈ। তবে অলিম্পিকের প্রস্তুতি নিতে তাঁকে মানতে হয়েছে কঠোর ডায়েট। এই সময়টায় তিনি খেতে পারেননি তাঁর পছন্দের খাবারগুলো। এবার তাই অলিম্পিকে পদক জেতার পর ডায়েটের তোয়াক্কা না করে মন ভরে খেতে চান পছন্দের সব খাবার। আর সবার আগে তাঁর চাই সবচেয়ে পছন্দের পিৎজা। সেটাও এখন মীরাবাঈ খাবেন ফ্রিতে। ডমিনোজ যে সেই ব্যবস্থাই করে দিয়েছে।
দেশকে সাফল্য এনে দেওয়ার পর মীরাবাঈ গণমাধ্যমে এসে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন। তিনি বলেছেন, ‘সবার আগে আমি পিৎজা খাব। অনেক দিন ধরে খাইনি। এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আসছিলাম দীর্ঘদিন ধরে। আজ আমি অনেক পিৎজা খাব।’ মীরাবাঈয়ের পিৎজা খাওয়ার খবর গণমাধ্যমে আসতেই ডমিনোজ তাঁকে সারা জীবনের জন্য ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা দেয়।
মীরাবাঈকে ফ্রিতে পিৎজা খাওয়ানোর বিষয়টি টুইটারে পোস্ট করে জানিয়েছে ডমিনোজ। টুইটে মীরাবাঈকে উদ্দেশ করে তারা লিখেছে, ‘অভিনন্দন দেশকে পদক এনে দেওয়ায়। আপনি কোটি কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করেছেন। শুধুমাত্র ফ্রিতে ডমিনোজের পিৎজা দিয়েই এই অভিনন্দন জানানো শেষ হবে না।’
অলিম্পিকে ভারতীয়দের ২১ বছরের আক্ষেপ ঘুচিয়েছেন মীরাবাঈ চানু। টোকিও অলিম্পিকের ভারোত্তোলনের ৪৯ কেজি বিভাগে কাল ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন ২৬ বছর বয়সী এই ভারোত্তোলক। দেশের হয়ে এবারের অলিম্পিকে রৌপ্য পদক জেতা মীরাবাঈকে নিয়ে ভারতজুড়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে কাল থেকে। এবার তাঁকে সারা জীবনের জন্য ফ্রিতে পিৎজা খাওয়ানোর ঘোষণা দিয়েছে বিখ্যাত পিৎজা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ডমিনোজ।
বরাবরই পিৎজা খেতে ভালোবাসেন মীরাবাঈ। তবে অলিম্পিকের প্রস্তুতি নিতে তাঁকে মানতে হয়েছে কঠোর ডায়েট। এই সময়টায় তিনি খেতে পারেননি তাঁর পছন্দের খাবারগুলো। এবার তাই অলিম্পিকে পদক জেতার পর ডায়েটের তোয়াক্কা না করে মন ভরে খেতে চান পছন্দের সব খাবার। আর সবার আগে তাঁর চাই সবচেয়ে পছন্দের পিৎজা। সেটাও এখন মীরাবাঈ খাবেন ফ্রিতে। ডমিনোজ যে সেই ব্যবস্থাই করে দিয়েছে।
দেশকে সাফল্য এনে দেওয়ার পর মীরাবাঈ গণমাধ্যমে এসে নিজের পছন্দের খাবারের কথা জানিয়েছিলেন। তিনি বলেছেন, ‘সবার আগে আমি পিৎজা খাব। অনেক দিন ধরে খাইনি। এই দিনটার জন্য আমি অপেক্ষা করে আসছিলাম দীর্ঘদিন ধরে। আজ আমি অনেক পিৎজা খাব।’ মীরাবাঈয়ের পিৎজা খাওয়ার খবর গণমাধ্যমে আসতেই ডমিনোজ তাঁকে সারা জীবনের জন্য ফ্রি পিৎজা খাওয়ানোর ঘোষণা দেয়।
মীরাবাঈকে ফ্রিতে পিৎজা খাওয়ানোর বিষয়টি টুইটারে পোস্ট করে জানিয়েছে ডমিনোজ। টুইটে মীরাবাঈকে উদ্দেশ করে তারা লিখেছে, ‘অভিনন্দন দেশকে পদক এনে দেওয়ায়। আপনি কোটি কোটি ভারতীয়র স্বপ্ন পূরণ করেছেন। শুধুমাত্র ফ্রিতে ডমিনোজের পিৎজা দিয়েই এই অভিনন্দন জানানো শেষ হবে না।’
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে