নিজস্ব প্রতিবেদক
ঢাকা: কোনো কোয়ারেন্টিন নেই। সুইজারল্যান্ডে পৌঁছে স্বস্তিতে নিশ্বাস ফেলার কথা বাংলাদেশি তিরন্দাজদের। বিশ্বকাপ খেলতে গিয়ে ঘরবন্দী হয়ে থাকতে কারও ভালো লাগার কথা না। তিরন্দাজদের কোয়ারেন্টিন তাই কড়াকড়ি করছে না সুইস সরকার। কোয়ারেন্টিন কড়াকড়ি না হলেও বিদেশি তিরন্দাজদের কড়া নজরেই রাখবে সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ডের লোজানে বিশ্বকাপ খেলতে ১৬ মে দেশ ছাড়বে ১১ সদস্যের বাংলাদেশ আর্চারি দল। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে তিরন্দাজদের ক্যাম্প হয়েছে কড়া বিধিনিষেধ মেনে। সুইজারল্যান্ডে হোটেলবন্দী থাকতে হচ্ছে না। বিমানে ওঠার আগে একবার করোনা পরীক্ষা হবে। নেমে আরেকবার। মাঠ থেকে সোজা হোটেল। আর্চারদের শপিং মল বা বাইরে যাওয়ায় থাকছে কড়া নিষেধাজ্ঞা। গতিবিধির ওপর নজর রাখতে ফোনে থাকবে ট্র্যাকার।
সুইজারল্যান্ডের বিশ্বকাপ থেকে অবশ্য বড় কিছু আশা কঠিনই। কালকের সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল অকপটেই বললেন, ‘২০১৯ এসএ গেমসের পর আমরা আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিইনি। দুই বছর পর আন্তর্জাতিক খেলায় ফিরে বড় কিছুর আশা আমরা করছি না। আমাদের লক্ষ্য জুনে প্যারিস বিশ্বকাপে ভালো করা।’
১৭ মে শুরু হওয়া সুইজারল্যান্ড বিশ্বকাপের চেয়ে ২২ জুন শুরু প্যারিস বিশ্বকাপ বেশি গুরুত্ব পাওয়ার কারণ, অলিম্পিক। বাংলাদেশ থেকে তিরন্দাজ রোমান সানা সরাসরি সুযোগ পেয়েছেন টোকিও অলিম্পিকে। আরও তিনজন পেতে পারেন ‘ওয়াইল্ডকার্ড’। বাংলাদেশের তিন নারী আর্চার-বিউটি রায়, দিয়া সিদ্দিকী ও মেহনাজ আক্তার মনিরা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারলে পাবেন টোকিওর টিকিট। পুরুষদের মধ্যে দুজনের সুযোগ থাকবে ‘ওয়াইল্ডকার্ড’ পাওয়ার। লোজানের চেয়ে প্যারিসেই সুযোগটা বেশি বলে মনে করে আর্চারি ফেডারেশন।
লোজানে খুব বেশি উচ্চাশা থাকছে রোমান সানাকে নিয়ে। সর্বশেষ ঘরোয়া তিন টুর্নামেন্টে একটিও সোনা জেতা হয়নি দেশসেরা আর্চারের। কোচ মার্টিন ফ্রেদরিখ অবশ্য এ নিয়ে চিন্তিত নন। যুক্তরাষ্ট্র, ইতালি, রাশিয়ানদের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়তে পারলে রোমানের আত্মবিশ্বাস ফিরে আসবে বলে মনে করেন বাংলাদেশ দলের এই জার্মান কোচ, ‘রোমান সানা এখনো বাংলাদেশের সেরা আর্চার। সে তো আছেই। সবার এখন যেটা বড় ঘাটতি, তা হলো প্রতিদ্বন্দ্বিতার অভাব। আমরা খেলব, ভুল করব, নিজেরাই প্রস্তুত হব। আমি আগেই বলেছি রোমান আমাদের সেরা আর্চার। তাঁর ওপর আমার পুরো বিশ্বাস আছে।’
রোমানও নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন কোচের কথাটা।
ঢাকা: কোনো কোয়ারেন্টিন নেই। সুইজারল্যান্ডে পৌঁছে স্বস্তিতে নিশ্বাস ফেলার কথা বাংলাদেশি তিরন্দাজদের। বিশ্বকাপ খেলতে গিয়ে ঘরবন্দী হয়ে থাকতে কারও ভালো লাগার কথা না। তিরন্দাজদের কোয়ারেন্টিন তাই কড়াকড়ি করছে না সুইস সরকার। কোয়ারেন্টিন কড়াকড়ি না হলেও বিদেশি তিরন্দাজদের কড়া নজরেই রাখবে সুইজারল্যান্ড।
সুইজারল্যান্ডের লোজানে বিশ্বকাপ খেলতে ১৬ মে দেশ ছাড়বে ১১ সদস্যের বাংলাদেশ আর্চারি দল। টঙ্গীর শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে তিরন্দাজদের ক্যাম্প হয়েছে কড়া বিধিনিষেধ মেনে। সুইজারল্যান্ডে হোটেলবন্দী থাকতে হচ্ছে না। বিমানে ওঠার আগে একবার করোনা পরীক্ষা হবে। নেমে আরেকবার। মাঠ থেকে সোজা হোটেল। আর্চারদের শপিং মল বা বাইরে যাওয়ায় থাকছে কড়া নিষেধাজ্ঞা। গতিবিধির ওপর নজর রাখতে ফোনে থাকবে ট্র্যাকার।
সুইজারল্যান্ডের বিশ্বকাপ থেকে অবশ্য বড় কিছু আশা কঠিনই। কালকের সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল অকপটেই বললেন, ‘২০১৯ এসএ গেমসের পর আমরা আর কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশ নিইনি। দুই বছর পর আন্তর্জাতিক খেলায় ফিরে বড় কিছুর আশা আমরা করছি না। আমাদের লক্ষ্য জুনে প্যারিস বিশ্বকাপে ভালো করা।’
১৭ মে শুরু হওয়া সুইজারল্যান্ড বিশ্বকাপের চেয়ে ২২ জুন শুরু প্যারিস বিশ্বকাপ বেশি গুরুত্ব পাওয়ার কারণ, অলিম্পিক। বাংলাদেশ থেকে তিরন্দাজ রোমান সানা সরাসরি সুযোগ পেয়েছেন টোকিও অলিম্পিকে। আরও তিনজন পেতে পারেন ‘ওয়াইল্ডকার্ড’। বাংলাদেশের তিন নারী আর্চার-বিউটি রায়, দিয়া সিদ্দিকী ও মেহনাজ আক্তার মনিরা কাঙ্ক্ষিত ফল অর্জন করতে পারলে পাবেন টোকিওর টিকিট। পুরুষদের মধ্যে দুজনের সুযোগ থাকবে ‘ওয়াইল্ডকার্ড’ পাওয়ার। লোজানের চেয়ে প্যারিসেই সুযোগটা বেশি বলে মনে করে আর্চারি ফেডারেশন।
লোজানে খুব বেশি উচ্চাশা থাকছে রোমান সানাকে নিয়ে। সর্বশেষ ঘরোয়া তিন টুর্নামেন্টে একটিও সোনা জেতা হয়নি দেশসেরা আর্চারের। কোচ মার্টিন ফ্রেদরিখ অবশ্য এ নিয়ে চিন্তিত নন। যুক্তরাষ্ট্র, ইতালি, রাশিয়ানদের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে লড়তে পারলে রোমানের আত্মবিশ্বাস ফিরে আসবে বলে মনে করেন বাংলাদেশ দলের এই জার্মান কোচ, ‘রোমান সানা এখনো বাংলাদেশের সেরা আর্চার। সে তো আছেই। সবার এখন যেটা বড় ঘাটতি, তা হলো প্রতিদ্বন্দ্বিতার অভাব। আমরা খেলব, ভুল করব, নিজেরাই প্রস্তুত হব। আমি আগেই বলেছি রোমান আমাদের সেরা আর্চার। তাঁর ওপর আমার পুরো বিশ্বাস আছে।’
রোমানও নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন কোচের কথাটা।
পাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
২ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
৩ ঘণ্টা আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
৩ ঘণ্টা আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
৪ ঘণ্টা আগে