‘লজ্জাজনক’ ক্রিকেট খেলেছে পাকিস্তান, ক্ষোভ পাকিস্তানি ক্রিকেটারের

 ক্রীড়া ডেস্ক
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৪, ১৪: ৪৯
অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ হাতে রেখেই টি-টোয়েন্টি সিরিজ খুইয়েছে পাকিস্তান। ছবি: ক্রিকইনফো

পাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।

প্রথম ম্যাচ হেরে যাওয়ায় গতকাল সিডনিতে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য সিরিজে টিকে থাকার ম্যাচ। কিন্তু অস্ট্রেলিয়া ১৪৭ রান করার পরও পাকিস্তান ম্যাচটা হেরে গেছে ১৩ রানে। এক ম্যাচ আগেই যে সিরিজ খুইয়েছে, তাতে দায়টা পাকিস্তানের ব্যাটারদের। প্রথম ১০ ওভারে ৪ উইকেটে করেছে ৪৪ রান। মেরেছে কেবল ১ বাউন্ডারি। সিরিজ হেরে যাওয়া পাকিস্তানকে নিয়ে শ্রেষাত্মক মন্তব্য করতে বিন্দুমাত্র দেরি করেননি শেহজাদ। ৩২ বছর বয়সী পাকিস্তানি ব্যাটার নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে গতকাল লিখেছেন, ‘প্রথম ১০ ওভারে কোনো বাউন্ডারি নেই। এভাবে ম্যাচ জয়ের চিন্তা করছেন? আমরা অতীতেই আটকে আছি। বর্তমান অস্ট্রেলিয়া দলের সঙ্গে লজ্জাজনক পারফর্ম করল পাকিস্তান।’

১৪৮ রানের লক্ষ্যে নেমে পাকিস্তানি অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ওপেনিংয়ে নেমেও আশানুরূপ খেলতে পারেননি। ২৬ বলে ১ চারে ১৬ রানের ইনিংসকে চাইলে ওয়ানডে, এমনকি টেস্টও বলা যেতে পারে। আরেক ওপেনার বাবর আজম করেছেন ৩ রান। তিনে নেমে সাহিবজাদা ফারহান করেছেন ৫ রান। চারে নেমে উসমান খান ৩৮ বলে ৫২ রান করলেও সেটা পাকিস্তানের জয়ের জন্য যে যথেষ্ট ছিল না, ম্যাচ শেষেই বোঝা গেছে।

রিজওয়ানের সমালোচনার পাশাপাশি পাকিস্তানের ব্যাটিং অর্ডারেও পরিবর্তন চান শেহজাদ। এক্সে তিনি লিখেছেন, ‘২৬ বলে ১৬ রান। অধিনায়ক হিসেবে রিজওয়ান তুমি এটা করতে পারো না। আমাদের টপ অর্ডারে পরিবর্তন দরকার। এই পাকিস্তান দলে বোলারদের জন্য কাজটা কঠিন। আরও একটা ম্যাচ হারল পাকিস্তান।’ হোবার্টে আগামীকাল বেলা ২টায় সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান।

২২ বছর পর অস্ট্রেলিয়ার মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ পাকিস্তান জিতেছে এবার। সেটাও এসেছে রিজওয়ানের নেতৃত্বে। তাও তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ হারের পর ২-১ ব্যবধানে জিতল পাকিস্তানিরা।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত