ক্রীড়া ডেস্ক
শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আসরে ১০০ ও ২০০ মিটারে দৌড়ে কোনোটিতেই সোনা জিততে পারেননি থম্পসন-হেরা। এবার কমনওয়েলথ গেমসে নেমে দুটিতেই জিতলেন তিনি। জ্যামাইকান নারী দৌড়বিদ ২০০ মিটারের স্প্রিন্টে নতুন গেমস রেকর্ড গড়ে জিতেছেন সোনা। এর আগে বুধবার ১০০ মিটারেও জিতেছেন সোনা। তিনি যেন অলিম্পিকের স্প্রিন্ট ডাবলের ফর্ম নিয়ে এসেছেন কমনওয়েলথ গেমসে।
২০০ মিটার স্প্রিন্টে সোনা জিততে ২২.০২ সেকেন্ড সময় নিয়েছেন থম্পসন-হেরা। নাইজেরিয়ার ফেভার ওফিলি ২২.৫১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য আর ২২.৮০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা। ৩০ বছর বয়সী এই নারী দৌড়বিদ এ ইভেন্টে ভেঙেছেন কমনওয়েলথ গেমসের অতীত রেকর্ড। ২০০ মিটারে আগের রেকর্ডটি ছিল ২২.০৯ সেকেন্ডের। রের্কডটি গড়েছিলেন বাহামিয়ান নারী দৌড়বিদ শাওনে মিলার-উইবো।
থম্পসন-হেরা ২০১৮ সালের টোকিও অলিম্পিকেও দুই ইভেন্ট জিতেছিলেন স্বর্ণ। কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর তিনি বলেছেন, ‘নিজেকে সত্যি উপভোগ করছি। রেস শেষে আমার উদ্যাপন আপনারা দেখেছেন। এটা জিতে খুশি। এখন ইউরোর অপেক্ষা।’
শেষ বিশ্ব চ্যাম্পিয়নশিপ আসরে ১০০ ও ২০০ মিটারে দৌড়ে কোনোটিতেই সোনা জিততে পারেননি থম্পসন-হেরা। এবার কমনওয়েলথ গেমসে নেমে দুটিতেই জিতলেন তিনি। জ্যামাইকান নারী দৌড়বিদ ২০০ মিটারের স্প্রিন্টে নতুন গেমস রেকর্ড গড়ে জিতেছেন সোনা। এর আগে বুধবার ১০০ মিটারেও জিতেছেন সোনা। তিনি যেন অলিম্পিকের স্প্রিন্ট ডাবলের ফর্ম নিয়ে এসেছেন কমনওয়েলথ গেমসে।
২০০ মিটার স্প্রিন্টে সোনা জিততে ২২.০২ সেকেন্ড সময় নিয়েছেন থম্পসন-হেরা। নাইজেরিয়ার ফেভার ওফিলি ২২.৫১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য আর ২২.৮০ সেকেন্ড নিয়ে ব্রোঞ্জ জিতেছেন নামিবিয়ার ক্রিস্টিন এমবোমা। ৩০ বছর বয়সী এই নারী দৌড়বিদ এ ইভেন্টে ভেঙেছেন কমনওয়েলথ গেমসের অতীত রেকর্ড। ২০০ মিটারে আগের রেকর্ডটি ছিল ২২.০৯ সেকেন্ডের। রের্কডটি গড়েছিলেন বাহামিয়ান নারী দৌড়বিদ শাওনে মিলার-উইবো।
থম্পসন-হেরা ২০১৮ সালের টোকিও অলিম্পিকেও দুই ইভেন্ট জিতেছিলেন স্বর্ণ। কমনওয়েলথ গেমসে সোনা জেতার পর তিনি বলেছেন, ‘নিজেকে সত্যি উপভোগ করছি। রেস শেষে আমার উদ্যাপন আপনারা দেখেছেন। এটা জিতে খুশি। এখন ইউরোর অপেক্ষা।’
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
১২ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে