নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে খেলছে বাংলাদেশের টেবিল টেনিস দল। নিজেদের প্রথম আসরেই চমক দেখিয়েছে টিটি দল। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
গতকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফিজির বিপক্ষে দাপুটে জয় দিয়ে শুরুটা হয়েছিল বাংলাদেশের। মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ান বম ও রিফাত মাহমুদ সাব্বিররা পেয়েছিলেন ৩-০ সেটে সরাসরি জয়। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য শক্ত প্রতিদ্বন্দ্বিতাই হয়েছে। গায়ানার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশের জয় ৩-২ সেটে। প্রথম ম্যাচে ডাবলসে হৃদয় ও রামহীম জুটি ৩-২ গেমে হারান গায়ানার ফ্রাঙ্কলিন ও ভ্যান লাঙে জুটিকে। এরপর সিঙ্গেলসে সাব্বির ৩-১ ব্যবধানে হেরে যান ব্রিটেনের কাছে।
তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ ব্যবধানে ভ্যান লাঙেকে হারালে ফের এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু রামহিম চতুর্থ ম্যাচে ৩-০ তে হারলে আবার সমতা ফেরে। পঞ্চম ও শেষ সেটে সাব্বিরের প্রতিপক্ষ ছিলেন ফ্রাঙ্কলিন। দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচ শেষ পর্যন্ত তিনি জিতে নেন ৩-২ ব্যবধানে। বাংলাদেশের সবগুলো ম্যাচ দেখেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রত্যেক খেলোয়াড়কে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে লড়বে ইংল্যান্ড ও বাংলাদেশ।
টেবিল টেনিস ছাড়া প্রথম দিনে বাংলাদেশের বাকি অ্যাথলেটরা ছিলেন সাফল্যহীন। ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাই সাঁতারের হিটে আটজনের মধ্যে অষ্টম হয়েছেন মাহমুদুন নবী নাহিদ। ২৬.২৫ সেকেন্ডে সাঁতার শেষ করা নাহিদ এই ইভেন্টে অংশ নেওয়া ৫৪ জনের ভেতর হয়েছেন ৪১তম। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মরিয়ম আক্তার সময় নিয়েছেন ৩৭.৯০ সেকেন্ড, অংশগ্রহণকারী ৩৪ জনের মধ্যে হয়েছেন ৩০ তম।
জিমন্যাস্টিকসে পুরুষ দলগত বিভাগে সাব-ডিভিশন থ্রি'তে বাংলাদেশ ১১ দলের ভেতর নবম হয়ে শেষ করেছে। ব্যক্তিগত ভল্ট ইভেন্টে আলি কাদের ১২তম ও আবু সাইদ রাফি ১৬তম হয়েছেন। সেরা আটে সুযোগ না মেলায় এই ইভেন্টে পদকের লড়াইতে তারা থাকতে পারছেন না।
আজ দ্বিতীয় দিনের খেলায় সাঁতারে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে অংশ নেবেন সুকুমার রাজবংশী। মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে অংশ নেবেন সোনিয়া খাতুন। ভারোত্তলনে পুরুষদের ৫৫ কেজি ওজনশ্রেণীতে অংশ নেবেন আশিকুর রহমান তাজ, মেয়েদের ৪৯ কেজিতে অংশ নেবেন মারজিয়া আকতার ইকরা।
প্রথমবারের মতো কমনওয়েলথ গেমসে খেলছে বাংলাদেশের টেবিল টেনিস দল। নিজেদের প্রথম আসরেই চমক দেখিয়েছে টিটি দল। বার্মিংহাম কমনওয়েলথ গেমসের কোয়ার্টার ফাইনালে উঠে গেছে বাংলাদেশ।
গতকাল গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে ফিজির বিপক্ষে দাপুটে জয় দিয়ে শুরুটা হয়েছিল বাংলাদেশের। মুহতাসিন আহমেদ হৃদয়, রামহিমলিয়ান বম ও রিফাত মাহমুদ সাব্বিররা পেয়েছিলেন ৩-০ সেটে সরাসরি জয়। গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে অবশ্য শক্ত প্রতিদ্বন্দ্বিতাই হয়েছে। গায়ানার সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর বাংলাদেশের জয় ৩-২ সেটে। প্রথম ম্যাচে ডাবলসে হৃদয় ও রামহীম জুটি ৩-২ গেমে হারান গায়ানার ফ্রাঙ্কলিন ও ভ্যান লাঙে জুটিকে। এরপর সিঙ্গেলসে সাব্বির ৩-১ ব্যবধানে হেরে যান ব্রিটেনের কাছে।
তৃতীয় ম্যাচে হৃদয় ৩-১ ব্যবধানে ভ্যান লাঙেকে হারালে ফের এগিয়ে যায় বাংলাদেশ। কিন্তু রামহিম চতুর্থ ম্যাচে ৩-০ তে হারলে আবার সমতা ফেরে। পঞ্চম ও শেষ সেটে সাব্বিরের প্রতিপক্ষ ছিলেন ফ্রাঙ্কলিন। দারুণ উত্তেজনা ছড়ানো ম্যাচ শেষ পর্যন্ত তিনি জিতে নেন ৩-২ ব্যবধানে। বাংলাদেশের সবগুলো ম্যাচ দেখেছেন অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) প্রেসিডেন্ট ও সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। প্রত্যেক খেলোয়াড়কে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন তিনি। আজ স্থানীয় সময় দুপুর ১২টায় গ্রুপ সেরা হওয়ার লড়াইয়ে লড়বে ইংল্যান্ড ও বাংলাদেশ।
টেবিল টেনিস ছাড়া প্রথম দিনে বাংলাদেশের বাকি অ্যাথলেটরা ছিলেন সাফল্যহীন। ছেলেদের ৫০ মিটার বাটারফ্লাই সাঁতারের হিটে আটজনের মধ্যে অষ্টম হয়েছেন মাহমুদুন নবী নাহিদ। ২৬.২৫ সেকেন্ডে সাঁতার শেষ করা নাহিদ এই ইভেন্টে অংশ নেওয়া ৫৪ জনের ভেতর হয়েছেন ৪১তম। ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে মরিয়ম আক্তার সময় নিয়েছেন ৩৭.৯০ সেকেন্ড, অংশগ্রহণকারী ৩৪ জনের মধ্যে হয়েছেন ৩০ তম।
জিমন্যাস্টিকসে পুরুষ দলগত বিভাগে সাব-ডিভিশন থ্রি'তে বাংলাদেশ ১১ দলের ভেতর নবম হয়ে শেষ করেছে। ব্যক্তিগত ভল্ট ইভেন্টে আলি কাদের ১২তম ও আবু সাইদ রাফি ১৬তম হয়েছেন। সেরা আটে সুযোগ না মেলায় এই ইভেন্টে পদকের লড়াইতে তারা থাকতে পারছেন না।
আজ দ্বিতীয় দিনের খেলায় সাঁতারে ছেলেদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকের হিটে অংশ নেবেন সুকুমার রাজবংশী। মেয়েদের ৫০ মিটার ফ্রি-স্টাইলে অংশ নেবেন সোনিয়া খাতুন। ভারোত্তলনে পুরুষদের ৫৫ কেজি ওজনশ্রেণীতে অংশ নেবেন আশিকুর রহমান তাজ, মেয়েদের ৪৯ কেজিতে অংশ নেবেন মারজিয়া আকতার ইকরা।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
৮ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে