ক্রীড়া ডেস্ক
এই জয়ে আমার সেই দুঃখ (২০০৩ সালে মুলতান টেস্টের হার) অনেক কমল। মুলতানে সেই হারের কথাটা সব সময় মনে আসত। এখন মনে হয়, এটা ভুলে যেতে পারব। রাওয়ালপিন্ডি টেস্টের কথাই বেশি মনে থাকবে। ২১ বছর পর হলেও জয়টা দারুণ ব্যাপার। ছেলেরা দারুণ খেলছে। আমরা যে উন্নতি করছিলাম, সেটারই একটা প্রতিচ্ছবি এই জয়ে।
আমরা বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলিনি। বিশ্বকাপের সংস্করণ ভিন্ন ছিল। আমরা টেস্ট ম্যাচ অনেক বছর ধরে খেলছি। আমাদের জেতার অভিজ্ঞতা আছে। বেশ ভালো দলের বিপক্ষে জয় আছে। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডকে হারানো চাট্টিখানি কথা নয়। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়েছি। আমরা শুধু ধারাবাহিকভাবে জিতছি না। তবে এখন মনে হয় যে এই দল অনেক গোছানো। ভালো লাগছে। ছেলেরা ভালো ক্রিকেট খেলছে। আমাদের যারা তরুণ ক্রিকেটার যারা খেলাটা দেখছে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা তৈরি হবে। অনেকে আছে, যারা টেস্ট ক্রিকেটার হতে চায় না। এই সংস্করণ খেলতে চায় না। এই জয়টা দেশের সব ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা হবে।
নির্দ্বিধায় মিরাজ আর মুশফিকের ১৯৬ রানের জুটিটা দুর্দান্ত—আমাদের এই টেস্টে ওরা এগিয়ে নিয়ে গেছে। লিড নিতে সহায়তা করেছে। আমাদের প্রতিটি বোলার শেষ দিনে দারুণ বোলিং করেছে। পরিকল্পনা বাস্তবায়ন খুবই নিখুঁত ছিল। উইকেট বরাবর বল করেছে। আতঙ্কগ্রস্ত হয়নি। তাড়াহুড়া করেনি। আক্রমণাত্মক ক্রিকেট বোলিং করেছে। অপেক্ষা করেছে সুযোগ নেওয়ার জন্য। যখন সুযোগ এসেছে, ফিল্ডাররা দারুণ ক্যাচ নিয়েছে। সব মিলিয়ে দলীয় প্রচেষ্টা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মুশফিক একদিন আমাকে ফোন করে বলল, আমরা একটা ক্যাম্প করতে চাই। আমরা বসে আছি। আমরা তো সাদা বলে খেলব না। লাল বলের খেলা আছে সামনে। একটা ক্যাম্প শুরু করে দেন আমাদের। চট্টগ্রাম, সিলেট, বগুড়া—যেখানেই হোক। আমি আমাদের ক্রিকেট পরিচালনপ্রধান (সদ্য পদত্যাগী) জালাল ভাইকে বলে পরিকল্পনা করে ক্যাম্প শুরু করলাম। এটা আমরা করে দিতে পেরেছি। কিন্তু কষ্ট তো করেছে ওরা। এটা ওদের দারুণ সহায়তা করেছে। বিশেষ করে আমাদের স্থানীয় কোচরা ক্যাম্পে যুক্ত ছিল। তাদের অবদানটাই বেশি। টেস্টের আগে মুশফিকদের দারুণভাবে প্রস্তুত করেছে তারা। পাকিস্তানের মতো কঠিন কন্ডিশনে লম্বা সময় ব্যাটিং করেছে।
১-০ ব্যবধানে এগিয়ে গেলেও সিরিজ জেতা কঠিন। টেস্ট সিরিজ এত সহজ না। খেলা যেকোনো সময় মোড় নেয়। শেষ দিনের সকালেও আশা করিনি আমরা জিতব। কিন্তু ক্রিকেট এমন খেলা যে দুই-চারটা উইকেট পড়লেই মোমেন্টাম এসে যায়। আমাদের এই জয় উপভোগ করতে হবে। ছেলেরা অনেক উপভোগ করুক। এরপরই দ্রুত যেন তৈরি হয় পরের টেস্ট লক্ষ্য করে।
খালেদ মাহমুদ সুজন: বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক
এই জয়ে আমার সেই দুঃখ (২০০৩ সালে মুলতান টেস্টের হার) অনেক কমল। মুলতানে সেই হারের কথাটা সব সময় মনে আসত। এখন মনে হয়, এটা ভুলে যেতে পারব। রাওয়ালপিন্ডি টেস্টের কথাই বেশি মনে থাকবে। ২১ বছর পর হলেও জয়টা দারুণ ব্যাপার। ছেলেরা দারুণ খেলছে। আমরা যে উন্নতি করছিলাম, সেটারই একটা প্রতিচ্ছবি এই জয়ে।
আমরা বিশ্বকাপে ভালো ক্রিকেট খেলিনি। বিশ্বকাপের সংস্করণ ভিন্ন ছিল। আমরা টেস্ট ম্যাচ অনেক বছর ধরে খেলছি। আমাদের জেতার অভিজ্ঞতা আছে। বেশ ভালো দলের বিপক্ষে জয় আছে। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডকে হারানো চাট্টিখানি কথা নয়। শ্রীলঙ্কাকে তাদের মাটিতে হারিয়েছি। আমরা শুধু ধারাবাহিকভাবে জিতছি না। তবে এখন মনে হয় যে এই দল অনেক গোছানো। ভালো লাগছে। ছেলেরা ভালো ক্রিকেট খেলছে। আমাদের যারা তরুণ ক্রিকেটার যারা খেলাটা দেখছে তাদের মধ্যে আত্মবিশ্বাস ও অনুপ্রেরণা তৈরি হবে। অনেকে আছে, যারা টেস্ট ক্রিকেটার হতে চায় না। এই সংস্করণ খেলতে চায় না। এই জয়টা দেশের সব ক্রিকেটারের জন্য অনুপ্রেরণা হবে।
নির্দ্বিধায় মিরাজ আর মুশফিকের ১৯৬ রানের জুটিটা দুর্দান্ত—আমাদের এই টেস্টে ওরা এগিয়ে নিয়ে গেছে। লিড নিতে সহায়তা করেছে। আমাদের প্রতিটি বোলার শেষ দিনে দারুণ বোলিং করেছে। পরিকল্পনা বাস্তবায়ন খুবই নিখুঁত ছিল। উইকেট বরাবর বল করেছে। আতঙ্কগ্রস্ত হয়নি। তাড়াহুড়া করেনি। আক্রমণাত্মক ক্রিকেট বোলিং করেছে। অপেক্ষা করেছে সুযোগ নেওয়ার জন্য। যখন সুযোগ এসেছে, ফিল্ডাররা দারুণ ক্যাচ নিয়েছে। সব মিলিয়ে দলীয় প্রচেষ্টা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় মুশফিক একদিন আমাকে ফোন করে বলল, আমরা একটা ক্যাম্প করতে চাই। আমরা বসে আছি। আমরা তো সাদা বলে খেলব না। লাল বলের খেলা আছে সামনে। একটা ক্যাম্প শুরু করে দেন আমাদের। চট্টগ্রাম, সিলেট, বগুড়া—যেখানেই হোক। আমি আমাদের ক্রিকেট পরিচালনপ্রধান (সদ্য পদত্যাগী) জালাল ভাইকে বলে পরিকল্পনা করে ক্যাম্প শুরু করলাম। এটা আমরা করে দিতে পেরেছি। কিন্তু কষ্ট তো করেছে ওরা। এটা ওদের দারুণ সহায়তা করেছে। বিশেষ করে আমাদের স্থানীয় কোচরা ক্যাম্পে যুক্ত ছিল। তাদের অবদানটাই বেশি। টেস্টের আগে মুশফিকদের দারুণভাবে প্রস্তুত করেছে তারা। পাকিস্তানের মতো কঠিন কন্ডিশনে লম্বা সময় ব্যাটিং করেছে।
১-০ ব্যবধানে এগিয়ে গেলেও সিরিজ জেতা কঠিন। টেস্ট সিরিজ এত সহজ না। খেলা যেকোনো সময় মোড় নেয়। শেষ দিনের সকালেও আশা করিনি আমরা জিতব। কিন্তু ক্রিকেট এমন খেলা যে দুই-চারটা উইকেট পড়লেই মোমেন্টাম এসে যায়। আমাদের এই জয় উপভোগ করতে হবে। ছেলেরা অনেক উপভোগ করুক। এরপরই দ্রুত যেন তৈরি হয় পরের টেস্ট লক্ষ্য করে।
খালেদ মাহমুদ সুজন: বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১২ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৩ ঘণ্টা আগে