আমিনুল ইসলাম বুলবুল
শুরুতে আমার কোচিং জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি তখন আবাহনীর কোচ, তখন দলের অধিনায়ক ছিল খালেদ মাসুদ পাইলট বা মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় বছরে এমন একটা পরিস্থিতি হয়েছিল, প্রিমিয়ার লিগে আমাদের সুপার লিগের সব ম্যাচ না জিতলে চ্যাম্পিয়ন হতে পারব না। আমরা ৪ নম্বর দল হিসেবে সুপার লিগে গিয়েছিলাম। আমাদের সব সমীকরণ মেলাতে হবে।
তখন ড্রেসিংরুমে আমরা একটা নতুন নিয়ম চালু করলাম, কেউ যদি ১ রান করে, তাকে বলতে হবে শূন্যের চেয়ে ভালো। কেউ যদি শূন্য রানও করে, গোল্ডেন ডাকের চেয়ে ভালো। কেউ যদি গোল্ডেন ডাকে আউট হয়, তাহলে দুর্ভাগ্য। কোনো নেতিবাচক অ্যাপ্রোচ, কোনো নেতিবাচক মন্তব্য দলের মধ্যে চলবে না। আল্লাহর রহমতে পাঁচ ম্যাচে টানা জিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেবার।
এই একই জিনিস বাংলাদেশ দল আজ করুক; নিউজিল্যান্ডে কী হয়েছে, এশিয়া কাপে কী হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়েতে কী হয়েছিল, সব ভুলে একটা ইতিবাচক, মন থেকে বিশ্বাস করে সমর্থক, অংশীদার, খেলোয়াড়—সবাই মিলে আজ আমরা একটা ইতিবাচক দিন শুরু করব এবং নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের সেরা যেটা আছে, সেটা আমরা খেলব।
কে কীভাবে দলে এসেছে, কোচ কে, কে কোন কনসালট্যান্ট—এগুলো নিয়ে আলোচনার কিছু নেই। আমাদের একটাই জিনিস আজ, সেরাটা দেব। একটা সহযোগী সদস্যের সঙ্গে জেতার সুযোগ পেয়েছি এবং আশা করি জিতব আমরা।
আর টেকনিক্যাল জায়গার কথা যদি বলি, ব্যাটিংয়ে আমাদের যে পরিকল্পনা হওয়া উচিত, যদি আমরা প্রথমে বা পরে ব্যাটিং করি, পাওয়ার প্লেতে আমাদের ১০০ করতে হবে না, ৭০ রানও করতে হবে না। ১ উইকেটে ৫৫ রান করলে চলবে। এ ধরনের একটা শুরু যদি আমরা করতে পারি। টি-টোয়েন্টি ক্রিকেটের যে গবেষণা—৭ থেকে ১৩, ১৩ থেকে ১৬, এই ওভারগুলো খুব গুরুত্বপূর্ণ। এ সময়ে দেখা যাচ্ছে ব্যাটার সেট হয়ে আউট হয়। শেষ পর্যন্ত যারা বহন করে, একটা উদাহরণ দিই, নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের ডেভন কনওয়ে। সে শেষ করে এল, রান কিন্তু ২০০। অস্ট্রেলিয়ার কেউ শুরু করে শেষ করতে পারেনি। আমরা ৬ ওভার ভালো খেললাম। তবে ১৩, ১৬ ও ১৯ ওভারে যেন উইকেট না হারাই। যেমন পরশু একটা ইনিংস দেখলাম কেন উইলিয়ামসনের। ২৩ বলে ২৩ রান। ওটা ছিল একটা ইনিংসের ভিত্তি।
আমরা এত বিশ্লেষণ করি, অমুকের স্ট্রাইকরেট এটা কেন, ওটা কেন। মূল কথা হলো, যে শুরু করবে, তাকে শেষ করে আসতে হবে। যেহেতু এটা সংক্ষিপ্ত সংস্করণের খেলা। ব্যাটিংয়ে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, রানিং বিটুইন দ্য উইকেট। যখন প্রথম রাউন্ড চলছিল, যে বিষয়টা আমার চোখে পড়েছে, তা হলো নির্ভার ক্রিকেট খেলা।
এখানে যে উইকেট তৈরি হয়, তারা শুধু গ্রাউন্ডস কিউরেটরের ওপর নির্ভর করে না, এদের পৌরসভায় যারা কাজ করে, তাদেরও বিশেষ কিউরেটর থাকে। উইকেট ভালো থাকে। আমার কাছে মনে হচ্ছে, ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট। এখানে পরে-আগে ব্যাট করা কোনো ব্যাপার না। এখানে একটা কথা বলে রাখি, উইকেটটা ভালো হবে; কিন্তু বিগব্যাশ দলগুলো রাতের আলোয় ব্যাট করে, তারা রান তাড়া করে। যদিও আজ বাংলাদেশের দিনে খেলা হচ্ছে। তবু আমার মনে হচ্ছে, পরে ব্যাট করা ভালো হবে।আমাদের হয় কি, সাকিবের
সঙ্গে যে দ্বিতীয় স্পিনার—নাসুম খেললে তো খেলল। যদি না খেলে, আমাদের হাফ স্পিনার বল করে। নেদারল্যান্ডসের যে দল, এ ম্যাচে আমাদের অন্তত আড়াইটা স্পিন রাখা উচিত। ৯-১০ ওভার যদি স্পিন করে, তাহলে দলটার বিপক্ষে ভালো করতে পারব। আমাদের ফাস্ট বোলাররা দারুণ করছে। তাদের কাছে ভালো আশা রাখি। ওদের তিনটা খেলোয়াড় আছে—টিম প্রিঙ্গল, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড। তারা ইংল্যান্ডে ক্রিকেট খেলে, এখানে ক্রিকেট খেলে। এই কন্ডিশনে অভিজ্ঞ। এ তিনজন খেলোয়াড়ের ওপর আমাদের বিশেষ নজর রাখা উচিত।
শুরুতে আমার কোচিং জীবনের একটা অভিজ্ঞতা শেয়ার করি। আমি তখন আবাহনীর কোচ, তখন দলের অধিনায়ক ছিল খালেদ মাসুদ পাইলট বা মাশরাফি বিন মর্তুজা। দ্বিতীয় বছরে এমন একটা পরিস্থিতি হয়েছিল, প্রিমিয়ার লিগে আমাদের সুপার লিগের সব ম্যাচ না জিতলে চ্যাম্পিয়ন হতে পারব না। আমরা ৪ নম্বর দল হিসেবে সুপার লিগে গিয়েছিলাম। আমাদের সব সমীকরণ মেলাতে হবে।
তখন ড্রেসিংরুমে আমরা একটা নতুন নিয়ম চালু করলাম, কেউ যদি ১ রান করে, তাকে বলতে হবে শূন্যের চেয়ে ভালো। কেউ যদি শূন্য রানও করে, গোল্ডেন ডাকের চেয়ে ভালো। কেউ যদি গোল্ডেন ডাকে আউট হয়, তাহলে দুর্ভাগ্য। কোনো নেতিবাচক অ্যাপ্রোচ, কোনো নেতিবাচক মন্তব্য দলের মধ্যে চলবে না। আল্লাহর রহমতে পাঁচ ম্যাচে টানা জিতে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম সেবার।
এই একই জিনিস বাংলাদেশ দল আজ করুক; নিউজিল্যান্ডে কী হয়েছে, এশিয়া কাপে কী হয়েছিল, ওয়েস্ট ইন্ডিজ-জিম্বাবুয়েতে কী হয়েছিল, সব ভুলে একটা ইতিবাচক, মন থেকে বিশ্বাস করে সমর্থক, অংশীদার, খেলোয়াড়—সবাই মিলে আজ আমরা একটা ইতিবাচক দিন শুরু করব এবং নেদারল্যান্ডসের বিপক্ষে আমাদের সেরা যেটা আছে, সেটা আমরা খেলব।
কে কীভাবে দলে এসেছে, কোচ কে, কে কোন কনসালট্যান্ট—এগুলো নিয়ে আলোচনার কিছু নেই। আমাদের একটাই জিনিস আজ, সেরাটা দেব। একটা সহযোগী সদস্যের সঙ্গে জেতার সুযোগ পেয়েছি এবং আশা করি জিতব আমরা।
আর টেকনিক্যাল জায়গার কথা যদি বলি, ব্যাটিংয়ে আমাদের যে পরিকল্পনা হওয়া উচিত, যদি আমরা প্রথমে বা পরে ব্যাটিং করি, পাওয়ার প্লেতে আমাদের ১০০ করতে হবে না, ৭০ রানও করতে হবে না। ১ উইকেটে ৫৫ রান করলে চলবে। এ ধরনের একটা শুরু যদি আমরা করতে পারি। টি-টোয়েন্টি ক্রিকেটের যে গবেষণা—৭ থেকে ১৩, ১৩ থেকে ১৬, এই ওভারগুলো খুব গুরুত্বপূর্ণ। এ সময়ে দেখা যাচ্ছে ব্যাটার সেট হয়ে আউট হয়। শেষ পর্যন্ত যারা বহন করে, একটা উদাহরণ দিই, নিউজিল্যান্ডের প্রথম ম্যাচের ডেভন কনওয়ে। সে শেষ করে এল, রান কিন্তু ২০০। অস্ট্রেলিয়ার কেউ শুরু করে শেষ করতে পারেনি। আমরা ৬ ওভার ভালো খেললাম। তবে ১৩, ১৬ ও ১৯ ওভারে যেন উইকেট না হারাই। যেমন পরশু একটা ইনিংস দেখলাম কেন উইলিয়ামসনের। ২৩ বলে ২৩ রান। ওটা ছিল একটা ইনিংসের ভিত্তি।
আমরা এত বিশ্লেষণ করি, অমুকের স্ট্রাইকরেট এটা কেন, ওটা কেন। মূল কথা হলো, যে শুরু করবে, তাকে শেষ করে আসতে হবে। যেহেতু এটা সংক্ষিপ্ত সংস্করণের খেলা। ব্যাটিংয়ে আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, রানিং বিটুইন দ্য উইকেট। যখন প্রথম রাউন্ড চলছিল, যে বিষয়টা আমার চোখে পড়েছে, তা হলো নির্ভার ক্রিকেট খেলা।
এখানে যে উইকেট তৈরি হয়, তারা শুধু গ্রাউন্ডস কিউরেটরের ওপর নির্ভর করে না, এদের পৌরসভায় যারা কাজ করে, তাদেরও বিশেষ কিউরেটর থাকে। উইকেট ভালো থাকে। আমার কাছে মনে হচ্ছে, ব্যাটিংয়ের জন্য খুব ভালো উইকেট। এখানে পরে-আগে ব্যাট করা কোনো ব্যাপার না। এখানে একটা কথা বলে রাখি, উইকেটটা ভালো হবে; কিন্তু বিগব্যাশ দলগুলো রাতের আলোয় ব্যাট করে, তারা রান তাড়া করে। যদিও আজ বাংলাদেশের দিনে খেলা হচ্ছে। তবু আমার মনে হচ্ছে, পরে ব্যাট করা ভালো হবে।আমাদের হয় কি, সাকিবের
সঙ্গে যে দ্বিতীয় স্পিনার—নাসুম খেললে তো খেলল। যদি না খেলে, আমাদের হাফ স্পিনার বল করে। নেদারল্যান্ডসের যে দল, এ ম্যাচে আমাদের অন্তত আড়াইটা স্পিন রাখা উচিত। ৯-১০ ওভার যদি স্পিন করে, তাহলে দলটার বিপক্ষে ভালো করতে পারব। আমাদের ফাস্ট বোলাররা দারুণ করছে। তাদের কাছে ভালো আশা রাখি। ওদের তিনটা খেলোয়াড় আছে—টিম প্রিঙ্গল, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড। তারা ইংল্যান্ডে ক্রিকেট খেলে, এখানে ক্রিকেট খেলে। এই কন্ডিশনে অভিজ্ঞ। এ তিনজন খেলোয়াড়ের ওপর আমাদের বিশেষ নজর রাখা উচিত।
বুলাওয়েতে পাকিস্তান ২১ ওভার ব্যাটিং করলেই শুরু হয় বৃষ্টি। তারপর আর ব্যাটিংয়ের সুযোগ পায়নি তারা। ফলে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়া পাকিস্তান শেষ লড়াইয়ের সুযোগ পায়নি। ডাকওয়ার্থ লুইস স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮০ রানে জিম্বাবুয়ের কাছে হেরেছে তারা। তিন ওয়ানডের সিরিজে ১-০ ব্যবধানে এগ
১১ ঘণ্টা আগেবগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে প্রথম দিন ছিল সুমন খানের তোপ, গতকাল দ্বিতীয় দিন দাগলেন সতীর্থ এনামুল হক। দুই পেসারের দুর্দান্ত বোলিংয়ে দেড় দিনেই ঢাকার কাছে ষষ্ঠ রাউন্ডে ইনিংস ও ১১ রানে হেরেছে রাজশাহী। ইনিংস ব্যবধানে জিতে শিরোপার লড়াই জমিয়ে তুলল ঢাকা। এ ম্যাচে বোনাসসহ ৯ পয়েন্ট অর্জন করেছে তারা। ছয় ম্যা
১১ ঘণ্টা আগেজেদ্দায় চলছে আইপিএলের নিলাম। সেখানে চমকে দিয়েছেন ভেঙ্কাটেশ আইয়ার, তাঁর দাম উঠেছে ২৩ কোটি ৭৫ লাখ রূপিতে। তাঁর ভিত্তি মূল্য ছিল ২ কোটি রুপি। নিলামের টেবিলে ২৯ বছর বয়সী অলরাউন্ডারকে পেতে বেঙ্গালুরু ও কলকাতার মধ্যে বেশ লড়াই হয়েছে। শেষ পর্যন্ত তাঁর পুরোনো দল কলকাতাই দলে নিয়েছে বড় অঙ্কে। ভেঙ্কাটেশকে দিয়ে
১২ ঘণ্টা আগেবাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ফুটবলের ১৭ তম আসর শুরু ২৯ নভেম্বর থেকে। প্রথম দিনেই মাঠে নামছে গত আসরের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস ও রানারআপ মোহামেডান স্পোর্টিং ক্লাব।
১৩ ঘণ্টা আগে