ক্রীড়া ডেস্ক
চোটের কারণে লিওনেল মেসি খেলবেন না এটা আগেই জানা ছিল। দলের অধিনায়ককে ছাড়া আর্জেন্টিনা কেমন খেলে, সেটাই দেখার বিষয় ছিল। মেসিকে ছাড়া যুক্তরাষ্ট্রে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নেমে একক আধিপত্যই দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এল সালভাদরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল তিনটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো। গোলের সংখ্যায় অবশ্য ম্যাচে আলবিসেলেস্তাদের প্রকৃত আধিপত্য ফুটে ওঠে। তবে সকালে প্রতিপক্ষের ২০ শতাংশের বিপরীতে ৮০ ভাগ বল ছিল আনহেল ডি মারিয়া-লাওতারো মার্তিনেজদের কাছে। শটেও যোজন যোজন পার্থক্য ছিল। মোট ২৪ শটের বিপরীতে এল সালভাদরের মাত্র ২টি। এর মধ্যে আর্জেন্টিনার ১৪ শটই গোলবারে ছিল।
শুরু থেকেই আক্রমণ করা আর্জেন্টিনা প্রথম সাফল্য পায় ১৬ মিনিটে। কর্নার কিক থেকে হেডে গোল করেন রক্ষণভাগের কর্তা রোমেরো। আর বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো। এর মাঝে অবশ্য গোল পেতে পারতেন দি মারিয়া। তবে ২৬ মিনিটে তাঁকে হতাশ করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্তিনেজ।
বিরতি পর অবশ্য লো সেলসোকে রুখতে পারেননি গোলরক্ষক মার্তিনেজ। ৫২ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস থেকে ৩-০ লিড এনে দেন লো সেলসো। গোলের আগে আক্রমণটি ছিল দারুণ এক দলীয় প্রদর্শনীর। ম্যাচের আগে-পরে আরও বেশ কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়েরা। এতে ৩-০ ব্যবধানের জয়েই মাঠ ছাড়তে হয় কোচ লিওনেল স্কালোনির দলকে।
আগামী ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এদিন লস অ্যাঞ্জেলেসে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা। সেদিনও মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আকাশি-নীলদের।
চোটের কারণে লিওনেল মেসি খেলবেন না এটা আগেই জানা ছিল। দলের অধিনায়ককে ছাড়া আর্জেন্টিনা কেমন খেলে, সেটাই দেখার বিষয় ছিল। মেসিকে ছাড়া যুক্তরাষ্ট্রে এল সালভাদরের বিপক্ষে প্রীতি ম্যাচে খেলতে নেমে একক আধিপত্যই দেখিয়েছে বিশ্বচ্যাম্পিয়নরা।
এল সালভাদরকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। দলের হয়ে গোল তিনটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো। গোলের সংখ্যায় অবশ্য ম্যাচে আলবিসেলেস্তাদের প্রকৃত আধিপত্য ফুটে ওঠে। তবে সকালে প্রতিপক্ষের ২০ শতাংশের বিপরীতে ৮০ ভাগ বল ছিল আনহেল ডি মারিয়া-লাওতারো মার্তিনেজদের কাছে। শটেও যোজন যোজন পার্থক্য ছিল। মোট ২৪ শটের বিপরীতে এল সালভাদরের মাত্র ২টি। এর মধ্যে আর্জেন্টিনার ১৪ শটই গোলবারে ছিল।
শুরু থেকেই আক্রমণ করা আর্জেন্টিনা প্রথম সাফল্য পায় ১৬ মিনিটে। কর্নার কিক থেকে হেডে গোল করেন রক্ষণভাগের কর্তা রোমেরো। আর বিরতিতে যাওয়ার আগে ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এনজো। এর মাঝে অবশ্য গোল পেতে পারতেন দি মারিয়া। তবে ২৬ মিনিটে তাঁকে হতাশ করেন এল সালভাদরের গোলরক্ষক মারিও মার্তিনেজ।
বিরতি পর অবশ্য লো সেলসোকে রুখতে পারেননি গোলরক্ষক মার্তিনেজ। ৫২ মিনিটে লাওতারো মার্তিনেজের পাস থেকে ৩-০ লিড এনে দেন লো সেলসো। গোলের আগে আক্রমণটি ছিল দারুণ এক দলীয় প্রদর্শনীর। ম্যাচের আগে-পরে আরও বেশ কিছু আক্রমণ করলেও প্রতিপক্ষের রক্ষণভাগ এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেননি আর্জেন্টিনার আক্রমণভাগের খেলোয়াড়েরা। এতে ৩-০ ব্যবধানের জয়েই মাঠ ছাড়তে হয় কোচ লিওনেল স্কালোনির দলকে।
আগামী ২৭ মার্চ দ্বিতীয় প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। এদিন লস অ্যাঞ্জেলেসে তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের প্রতিপক্ষ কোস্টারিকা। সেদিনও মেসিকে ছাড়াই মাঠে নামতে হবে আকাশি-নীলদের।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
৪০ মিনিট আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
১ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
২ ঘণ্টা আগে