ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি এখন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড়। গতকাল সম্পন্ন হয়েছে সমস্ত আনুষ্ঠানিকতা। এখন কেবল মাঠে নেমে মেসির জাদু দেখানোর অপেক্ষা। মেসি নিজেও উন্মুখ হয়ে আছেন প্যারিসকে মাতিয়ে তুলতে। তার আগে অবশ্য আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেছেন মেসি। যেখানে তিনি ক্লাবকে সব শিরোপা এনে দেওয়ার কথা বলেন।
দুই বছরের চুক্তিতে গতকাল পিএসজির সঙ্গে যুক্ত হয়েছেন মেসি। মৌসুম প্রতি ৩৫ মিলিয়ন বেতনে মেসির সুযোগ আছে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর। পিএসজিতে এসে আনন্দিত মেসি বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। সবাই জানে বার্সেলোনা ছাড়া আমার জন্য কতটা কষ্টের ছিল। দীর্ঘদিন পর এই পরিবর্তন খুবই কঠিন ছিল। কিন্তু আমি এখন এখানে এসেছি। আমি এখন দারুণ উৎসাহী। পরিবার নিয়ে এখানে সময়টা দারুণ উপভোগ করছি। কঠিন চুক্তিটা যত সহজে হলো তাতে আমি কৃতজ্ঞ। আমি অনুভব করছি, এই ক্লাব এখন সব শিরোপার জন্য লড়াই করবে।
মেসিকে পেয়ে উচ্ছ্বসিত পিএসজি সভাপতি নাসের আল–খেলাইফি বলেন, ‘লিওনেল মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে নিয়ে আসতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এটা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সবাই লিওকে চেনেন। সে ফুটবলে আরও জাদু ছড়িয়ে দিয়েছে। একমাত্র খেলোয়াড় যে ছয়টি ব্যালন ডি অর জিতেছে।’
এর আগে চুক্তি স্বাক্ষরের পর মেসি বলেন, ‘আমি প্যারিসে নতুন অধ্যায় খোলার অপেক্ষায় আছি। ক্লাব ও আমার উদ্দেশ একই। আমি ক্লাব ও সমর্থকদের জন্য দারুণ উপহার দিতে প্রত্যয়ী। প্রাক দেস প্রিন্সের মাঠে নামার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
লিওনেল মেসি এখন প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) খেলোয়াড়। গতকাল সম্পন্ন হয়েছে সমস্ত আনুষ্ঠানিকতা। এখন কেবল মাঠে নেমে মেসির জাদু দেখানোর অপেক্ষা। মেসি নিজেও উন্মুখ হয়ে আছেন প্যারিসকে মাতিয়ে তুলতে। তার আগে অবশ্য আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে করেছেন মেসি। যেখানে তিনি ক্লাবকে সব শিরোপা এনে দেওয়ার কথা বলেন।
দুই বছরের চুক্তিতে গতকাল পিএসজির সঙ্গে যুক্ত হয়েছেন মেসি। মৌসুম প্রতি ৩৫ মিলিয়ন বেতনে মেসির সুযোগ আছে চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানোর। পিএসজিতে এসে আনন্দিত মেসি বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। সবাই জানে বার্সেলোনা ছাড়া আমার জন্য কতটা কষ্টের ছিল। দীর্ঘদিন পর এই পরিবর্তন খুবই কঠিন ছিল। কিন্তু আমি এখন এখানে এসেছি। আমি এখন দারুণ উৎসাহী। পরিবার নিয়ে এখানে সময়টা দারুণ উপভোগ করছি। কঠিন চুক্তিটা যত সহজে হলো তাতে আমি কৃতজ্ঞ। আমি অনুভব করছি, এই ক্লাব এখন সব শিরোপার জন্য লড়াই করবে।
মেসিকে পেয়ে উচ্ছ্বসিত পিএসজি সভাপতি নাসের আল–খেলাইফি বলেন, ‘লিওনেল মেসিকে পিএসজির খেলোয়াড় হিসেবে নিয়ে আসতে পেরে আমি গর্বিত ও আনন্দিত। এটা আমাদের জন্য ঐতিহাসিক মুহূর্ত। সবাই লিওকে চেনেন। সে ফুটবলে আরও জাদু ছড়িয়ে দিয়েছে। একমাত্র খেলোয়াড় যে ছয়টি ব্যালন ডি অর জিতেছে।’
এর আগে চুক্তি স্বাক্ষরের পর মেসি বলেন, ‘আমি প্যারিসে নতুন অধ্যায় খোলার অপেক্ষায় আছি। ক্লাব ও আমার উদ্দেশ একই। আমি ক্লাব ও সমর্থকদের জন্য দারুণ উপহার দিতে প্রত্যয়ী। প্রাক দেস প্রিন্সের মাঠে নামার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
পাকিস্তান ক্রিকেট দল বাজে খেললে কোনো কথাই নেই। আহমেদ শেহজাদ তখন সামাজিক মাধ্যমে তখন করতে থাকেন একের পর এক বিদ্রুপাত্মক মন্তব্য। অস্ট্রেলিয়ার কাছে টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে আবারও খোঁচা মারলেন তিনি।
১ ঘণ্টা আগেঅর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—কী থাকে না আইপিএলে! ভারতের এই ফ্র্যাঞ্চাইজি লিগে খেলতে মুখিয়ে থাকেন বিশ্বের বিভিন্ন দেশের ক্রিকেটার। তবে রিশাদ হোসেন আইপিএল নিয়ে বেশি একটা ভাবছেন না।
১ ঘণ্টা আগেফ্রান্স ও ইতালি—দুই দলের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়েছে আগেই। সে হিসেবে উয়েফা নেশনস লিগে সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়নের লড়াইটা নিছক নিয়মরক্ষার। কিন্তু ফরাসি ডিফেন্ডার লুকাস দিনিয়ে মনে করেন না সেটি। তাঁর কাছে এটি ফ্রান্সের প্রতিশোধের ম্যাচ।
২ ঘণ্টা আগেঝামেলা যেন পিছুই ছাড়ছে না আর্জেন্টিনার। মাঠের পারফরম্যান্সে সাম্প্রতিক অবস্থা তো ভালো নয়ই। এমনকি ফুটবলারদের চোটও দুশ্চিন্তা বাড়িয়েছে আলবিসেলেস্তেদের।। জরুরি পরিস্থিতিতে দলে নেওয়া হয়েছে দিয়েগো সিমিওনের ছেলে গিলিয়ানো সিমিওনেকে।
২ ঘণ্টা আগে