ক্রীড়া ডেস্ক
স্বপ্নের মতো ব্রাজিল অভিযান শুরু করলেন লুইস সুয়ারেজ। গ্রেমিওর হয়ে অভিষেকেই হ্যাটট্রিক পেয়েছেন তিনি। তাঁর হ্যাটট্রিকে রেকোপা গাউচা সুপার কাপে সাও লুইজের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে গ্রেমিও।
ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালেও পায়ের জাদু যে শেষ হয়নি তা প্রমাণ করলেন সুয়ারেজ আবারও। ম্যাচের ৩৮ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি। প্রতিটি গোলের ফিনিশিংটা ছিল চোখে লেগে থাকার মতো।
ম্যাচের পঞ্চম মিনিটেই নিজের জাত চেনানো শুরু করেন সুরারেজ। প্রতিপক্ষের ডি বক্সে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলকে জালে জড়ান তিনি। ৩২ মিনিটে পান নিজের দ্বিতীয় গোল। আর হ্যাটট্রিক পূরণ করেন ৩৮ মিনিটের দুর্দান্ত এক ভলিতে।
এর আগে ক্যারিয়ারে ২৯টি হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ। তবে গতকালকের হ্যাটট্রিকটি ছিল তাঁর জন্য বিশেষ কিছু। এর আগে কখনো অভিষেকে হ্যাটট্রিক করেননি তিনি।
অভিষেক ম্যাচে তাঁর সর্বোচ্চ গোল ছিল দুটি ২০২০ সালে অ্যাতলেতিকোর মাদ্রিদের হয়ে।
ব্রাজিলের ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টটির ফাইনালে ক্যাম্পেনেতো গাউচার লিগজয়ী দল এবং কোপা এফজিএফজয়ী দল মুখোমুখি হয়। সেই হিসেবে গতকাল ফাইনালে মুখোমুখি হয়েছিল সাও লুইজ ও গ্রেমিও। ৪-১ গোলের জয়ে শিরোপা দিয়েও ব্রাজিলের অভিষেকটা রাঙালেন সুয়ারেজ।
স্বপ্নের মতো ব্রাজিল অভিযান শুরু করলেন লুইস সুয়ারেজ। গ্রেমিওর হয়ে অভিষেকেই হ্যাটট্রিক পেয়েছেন তিনি। তাঁর হ্যাটট্রিকে রেকোপা গাউচা সুপার কাপে সাও লুইজের বিপক্ষে ৪-১ গোলে জিতেছে গ্রেমিও।
ক্যারিয়ারের গোধূলি লগ্নে পৌঁছালেও পায়ের জাদু যে শেষ হয়নি তা প্রমাণ করলেন সুয়ারেজ আবারও। ম্যাচের ৩৮ মিনিটেই হ্যাটট্রিক পূরণ করেছেন তিনি। প্রতিটি গোলের ফিনিশিংটা ছিল চোখে লেগে থাকার মতো।
ম্যাচের পঞ্চম মিনিটেই নিজের জাত চেনানো শুরু করেন সুরারেজ। প্রতিপক্ষের ডি বক্সে বল পেয়ে গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বলকে জালে জড়ান তিনি। ৩২ মিনিটে পান নিজের দ্বিতীয় গোল। আর হ্যাটট্রিক পূরণ করেন ৩৮ মিনিটের দুর্দান্ত এক ভলিতে।
এর আগে ক্যারিয়ারে ২৯টি হ্যাটট্রিক করেছেন সুয়ারেজ। তবে গতকালকের হ্যাটট্রিকটি ছিল তাঁর জন্য বিশেষ কিছু। এর আগে কখনো অভিষেকে হ্যাটট্রিক করেননি তিনি।
অভিষেক ম্যাচে তাঁর সর্বোচ্চ গোল ছিল দুটি ২০২০ সালে অ্যাতলেতিকোর মাদ্রিদের হয়ে।
ব্রাজিলের ঘরোয়া ফুটবলের টুর্নামেন্টটির ফাইনালে ক্যাম্পেনেতো গাউচার লিগজয়ী দল এবং কোপা এফজিএফজয়ী দল মুখোমুখি হয়। সেই হিসেবে গতকাল ফাইনালে মুখোমুখি হয়েছিল সাও লুইজ ও গ্রেমিও। ৪-১ গোলের জয়ে শিরোপা দিয়েও ব্রাজিলের অভিষেকটা রাঙালেন সুয়ারেজ।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২০ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে