ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটিতে এসে শিরোপা, পুরস্কার পাওয়া দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হালান্ড। দুর্দান্ত পারফরম্যান্সে উয়েফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন তিনি। এমন পুরস্কার পাওয়া তাঁর স্বপ্ন ছিল বলে জানিয়েছেন হালান্ড।
এবারই প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন হালান্ড। প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর ম্যানচেস্টার সিটি সতীর্থ বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। তাঁদের হারিয়ে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতলেন হালান্ড। ৩৫২ পয়েন্ট পেয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ পয়েন্ট মেসির আর ২২৫ পয়েন্ট পেয়েছেন ডি ব্রুইনা, যেখানে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই ক্লাবকে প্রথমবার ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ) জিতিয়েছেন হালান্ড। এ বছর উয়েফা সুপার কাপও জিতেছেন তিনি। আর ইউরোপীয় গোল্ডেন সু, প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের পুরস্কারও জিতেছেন হালান্ড।
উয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের পর বেশ উচ্ছ্বসিত হালান্ড। এমন পুরস্কার জেতার স্বপ্ন তাঁর ছোটবেলা থেকেই ছিল। গতকাল সংবাদ সম্মেলনে ম্যান সিটির এই স্ট্রাইকার বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। যখন ছোট ছিলাম, তখন তা আমার স্বপ্ন ছিল। আরও শিরোপা জিততে এটা আমাকে উৎসাহ দেয়। চ্যাম্পিয়নস লিগ জেতার পর আমার ও আমার দলের প্রতি অনেকেরই আশা বেড়েছে। নতুন মৌসুমে ভালো করতে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’
ম্যান সিটিতে এসে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলে ৫৫ গোল করেছেন হালান্ড। ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গত মৌসুমে প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলে ভেঙে দেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের রেকর্ড। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন হালান্ড।
ম্যানচেস্টার সিটিতে এসে শিরোপা, পুরস্কার পাওয়া দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন আর্লিং হালান্ড। দুর্দান্ত পারফরম্যান্সে উয়েফার বর্ষসেরা পুরস্কার পেয়েছেন তিনি। এমন পুরস্কার পাওয়া তাঁর স্বপ্ন ছিল বলে জানিয়েছেন হালান্ড।
এবারই প্রথমবারের মতো উয়েফা বর্ষসেরার সংক্ষিপ্ত তিনজনের তালিকায় জায়গা পেয়েছিলেন হালান্ড। প্রতিদ্বন্দ্বী ছিলেন তাঁর ম্যানচেস্টার সিটি সতীর্থ বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা ও আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনেল মেসি। তাঁদের হারিয়ে উয়েফা বর্ষসেরার পুরস্কার জিতলেন হালান্ড। ৩৫২ পয়েন্ট পেয়েছেন নরওয়ের এই স্ট্রাইকার। দ্বিতীয় সর্বোচ্চ ২২৭ পয়েন্ট মেসির আর ২২৫ পয়েন্ট পেয়েছেন ডি ব্রুইনা, যেখানে বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই ক্লাবকে প্রথমবার ট্রেবল (প্রিমিয়ার লিগ, এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগ) জিতিয়েছেন হালান্ড। এ বছর উয়েফা সুপার কাপও জিতেছেন তিনি। আর ইউরোপীয় গোল্ডেন সু, প্রিমিয়ার লিগের গোল্ডেন বুটের পুরস্কারও জিতেছেন হালান্ড।
উয়েফার বর্ষসেরা পুরস্কার জয়ের পর বেশ উচ্ছ্বসিত হালান্ড। এমন পুরস্কার জেতার স্বপ্ন তাঁর ছোটবেলা থেকেই ছিল। গতকাল সংবাদ সম্মেলনে ম্যান সিটির এই স্ট্রাইকার বলেন, ‘আমার বেশ ভালো লাগছে। ২২ বছর বয়সে ট্রেবল জিতেছি। মনে হচ্ছে যেন স্বপ্ন দেখছি। যখন ছোট ছিলাম, তখন তা আমার স্বপ্ন ছিল। আরও শিরোপা জিততে এটা আমাকে উৎসাহ দেয়। চ্যাম্পিয়নস লিগ জেতার পর আমার ও আমার দলের প্রতি অনেকেরই আশা বেড়েছে। নতুন মৌসুমে ভালো করতে নিজের সেরাটা দিতে প্রস্তুত।’
ম্যান সিটিতে এসে এখন পর্যন্ত ৫৮ ম্যাচ খেলে ৫৫ গোল করেছেন হালান্ড। ৯ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গত মৌসুমে প্রিমিয়ার লিগে করেছেন ৩৬ গোল। প্রিমিয়ার লিগ ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ গোলে ভেঙে দেন অ্যালান শিয়ারার ও অ্যান্ড্রু কোলের রেকর্ড। গত মৌসুমের চ্যাম্পিয়নস লিগে ১২ গোল করে সর্বোচ্চ গোলদাতা ছিলেন হালান্ড।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে