ক্রীড়া ডেস্ক
এমিরেটস স্টেডিয়ামে দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়ে টটেনহ্যামের রক্ষণভাগ। ব্রাজিলিয়ান কোচ তিতের একাদশে জায়গা না হলেও মিকেল আর্তেতার আর্সেনালের প্রাণভ্রমরা হয়ে উঠেছেন জেসুস। আজ শনিবার ঘরের মাঠে জেসুস এবং দুই মিডফিল্ডার গ্রানিত জাকা ও টমাস পার্টির গোলে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বি জিতে নিলো গানাররা। স্পার্সদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ঘরের মাঠে স্কোরটা হালির বেশিও হতে পারত স্বাগতিকদের। তাদের ২২ শটের আটটিই ছিল লক্ষ্যে। তবে বারবার হতাশ হতে হয়েছে কেবল ফিনিশিং এবং টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসের কাছে। তবুও জয় পেতে বেগ পেতে হয়নি। গতবারের মতো চলতি মৌসুমেও এমিরেটসে প্রথম উত্তর লন্ডন ডার্বির ফল একই হলো (৩–১)। যদিও গতবার টটেনহ্যামের মাঠে গিয়ে পরে ৩–০ ব্যবধানে হেরেছিল আর্সেনাল।
ম্যাচের ২০ মিনিটে ঘানার মিডফিল্ডার পার্টি আর্সেনালকে এগিয়ে দেন। বেন হোয়াইটের থেকে বল পেয়েই ২৫ গজ দূর থেকে চোখধাঁধানো শট নেন তিনি। ৩১ মিনিটে সফল স্পট কিকে কেন টটেনহ্যামকে সমতায় ফেরান। বিরতি থেকে ফিরেই আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান জেসুস। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পঞ্চম গোল এটি। ৬২ মিনিটে জাকাকে বাজেভাবে ট্যাকেল করে লালকার্ড দেখেন টটেনহ্যামের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন। তখন প্রতিপক্ষের মাঠে আরও কোণঠাসায় পড়ে যায় আন্তনিও কন্তের দল। আর এই সুযোগ ভালোভাবেই কাজে লাগায় স্বাগতিকরা। যার সুবাদে ৬৭ মিনিটে সুইডিশ মিডফিল্ডার জাকা আর্সেনালকে আরও একবার এগিয়ে নেন।
পরে গোল করার উদ্দেশ্য বাদ দিয়ে ১০ জনের টটেনহ্যামকে নিজেদের রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাতে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বিতে ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। এ জয়ে লিগে আট ম্যাচে সাত জয় ও এক পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল আর্সেনাল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্টে দুইয়ে ম্যানেচেস্টার সিটি।
এমিরেটস স্টেডিয়ামে দুই ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুস ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির আক্রমণে একরকম দিশেহারা হয়ে পড়ে টটেনহ্যামের রক্ষণভাগ। ব্রাজিলিয়ান কোচ তিতের একাদশে জায়গা না হলেও মিকেল আর্তেতার আর্সেনালের প্রাণভ্রমরা হয়ে উঠেছেন জেসুস। আজ শনিবার ঘরের মাঠে জেসুস এবং দুই মিডফিল্ডার গ্রানিত জাকা ও টমাস পার্টির গোলে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বি জিতে নিলো গানাররা। স্পার্সদের হয়ে পেনাল্টি থেকে একমাত্র গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড হ্যারি কেন।
এই জয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থান আরও মজবুত করল আর্সেনাল। ঘরের মাঠে স্কোরটা হালির বেশিও হতে পারত স্বাগতিকদের। তাদের ২২ শটের আটটিই ছিল লক্ষ্যে। তবে বারবার হতাশ হতে হয়েছে কেবল ফিনিশিং এবং টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিসের কাছে। তবুও জয় পেতে বেগ পেতে হয়নি। গতবারের মতো চলতি মৌসুমেও এমিরেটসে প্রথম উত্তর লন্ডন ডার্বির ফল একই হলো (৩–১)। যদিও গতবার টটেনহ্যামের মাঠে গিয়ে পরে ৩–০ ব্যবধানে হেরেছিল আর্সেনাল।
ম্যাচের ২০ মিনিটে ঘানার মিডফিল্ডার পার্টি আর্সেনালকে এগিয়ে দেন। বেন হোয়াইটের থেকে বল পেয়েই ২৫ গজ দূর থেকে চোখধাঁধানো শট নেন তিনি। ৩১ মিনিটে সফল স্পট কিকে কেন টটেনহ্যামকে সমতায় ফেরান। বিরতি থেকে ফিরেই আর্সেনালের হয়ে ব্যবধান বাড়ান জেসুস। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে ব্রাজিলিয়ান স্ট্রাইকারের পঞ্চম গোল এটি। ৬২ মিনিটে জাকাকে বাজেভাবে ট্যাকেল করে লালকার্ড দেখেন টটেনহ্যামের ব্রাজিলিয়ান ডিফেন্ডার এমারসন। তখন প্রতিপক্ষের মাঠে আরও কোণঠাসায় পড়ে যায় আন্তনিও কন্তের দল। আর এই সুযোগ ভালোভাবেই কাজে লাগায় স্বাগতিকরা। যার সুবাদে ৬৭ মিনিটে সুইডিশ মিডফিল্ডার জাকা আর্সেনালকে আরও একবার এগিয়ে নেন।
পরে গোল করার উদ্দেশ্য বাদ দিয়ে ১০ জনের টটেনহ্যামকে নিজেদের রক্ষণ নিয়েই ব্যস্ত থাকতে হয়। তাতে মৌসুমের প্রথম উত্তর লন্ডন ডার্বিতে ৩–১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গানাররা। এ জয়ে লিগে আট ম্যাচে সাত জয় ও এক পরাজয়ে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থাকল আর্সেনাল। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে তিনে টটেনহ্যাম। এক ম্যাচ কম খেলে ১৭ পয়েন্টে দুইয়ে ম্যানেচেস্টার সিটি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৭ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৭ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৮ ঘণ্টা আগে