ক্রীড়া ডেস্ক
খেলার মাঠে খেলোয়াড়দের কান্নাকাটির ঘটনা যে নতুন কিছু নয়। বড় মঞ্চে তারকাদের কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে দেখা যায় প্রায়ই। প্যারিস অলিম্পিকে এবার কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের মার্তা ভিয়েইরা দা সিলভা।
মার্তার কান্নার ঘটনা ঘটেছে গত রাতে বোর্দোতে স্পেনের বিপক্ষে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে লাল কার্ড দেখানো হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। বক্সের বাইরে নিচু হয়ে হেড করতে যান স্পেনের ডিফেন্ডার ওলগা কার্মোনা। বল ক্লিয়ার করতে গিয়ে কারমোনাকে বুট দিয়ে বিপজ্জনক চ্যালেঞ্জ করেন মার্তা। আঘাত পেয়ে কারমোনা মাঠে লুটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে মার্তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রেফারির সিদ্ধান্তে রাগান্বিত হয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি মার্তা। বিপরীতে কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন।
কয়েক মাস আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মার্তা। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড জানিয়েছিলেন, ২০২৪ সালটাই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বছর হতে যাচ্ছে। এমনকি গত রাতে এটা মার্তার অলিম্পিকে শেষ ম্যাচও হয়ে যেতে পারত। কারণ ব্রাজিল নারী ফুটবল দল এবারের অলিম্পিকে প্রথম পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল। স্পেনের কাছে ২-০ গোলে হেরে বসে ব্রাজিল। তাতে ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে ৩ পয়েন্ট হয়ে যায় ব্রাজিলের। বিজো স্টেডিয়ামে অনুষ্ঠিত জাপা-নাইজেরিয়া ম্যাচের ফলই ব্রাজিলকে বাঁচিয়ে দিয়েছে। নাইজেরিয়াকে ৩-১ গোলে হারায় জাপান। তাতে ‘সি’ গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন, জাপান ও ব্রাজিল।
অলিম্পিক নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের লাইন আপ ঠিক হয়ে গেছে গত রাতেই। ব্রাজিল খেলবে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে। বাংলাদেশ সময় ৩ আগস্ট রাত ১টায় হবে ব্রাজিল-ফ্রান্স নারী অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের বাকি তিন ম্যাচ জাপান-যুক্তরাষ্ট্র, স্পেন-কলম্বিয়া, কানাডা-জার্মানি—সবই হবে ৩ আগস্ট
২০২৪ অলিম্পিক ফুটবলের (নারী) কোয়ার্টার ফাইনাল
ম্যাচ তারিখ বাংলাদেশ সময়
জাপান–যুক্তরাষ্ট্র ৩ আগস্ট সন্ধ্যা ৭টা
স্পেন-কলম্বিয়া ৩ আগস্ট রাত ৯টা
কানাডা–জার্মানি ৩ আগস্ট রাত ১১টা
ফ্রান্স-ব্রাজিল ৩ আগস্ট রাত ১টা
খেলার মাঠে খেলোয়াড়দের কান্নাকাটির ঘটনা যে নতুন কিছু নয়। বড় মঞ্চে তারকাদের কান্নাভেজা চোখে মাঠ ছাড়তে দেখা যায় প্রায়ই। প্যারিস অলিম্পিকে এবার কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছেন ব্রাজিলের মার্তা ভিয়েইরা দা সিলভা।
মার্তার কান্নার ঘটনা ঘটেছে গত রাতে বোর্দোতে স্পেনের বিপক্ষে। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে লাল কার্ড দেখানো হয় ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। বক্সের বাইরে নিচু হয়ে হেড করতে যান স্পেনের ডিফেন্ডার ওলগা কার্মোনা। বল ক্লিয়ার করতে গিয়ে কারমোনাকে বুট দিয়ে বিপজ্জনক চ্যালেঞ্জ করেন মার্তা। আঘাত পেয়ে কারমোনা মাঠে লুটিয়ে পড়লে সঙ্গে সঙ্গে মার্তাকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। রেফারির সিদ্ধান্তে রাগান্বিত হয়ে কোনো প্রতিক্রিয়া দেখাননি মার্তা। বিপরীতে কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন।
কয়েক মাস আগেই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন মার্তা। ব্রাজিলের তারকা ফরোয়ার্ড জানিয়েছিলেন, ২০২৪ সালটাই তাঁর আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ বছর হতে যাচ্ছে। এমনকি গত রাতে এটা মার্তার অলিম্পিকে শেষ ম্যাচও হয়ে যেতে পারত। কারণ ব্রাজিল নারী ফুটবল দল এবারের অলিম্পিকে প্রথম পর্ব থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় ছিল। স্পেনের কাছে ২-০ গোলে হেরে বসে ব্রাজিল। তাতে ৩ ম্যাচে ১ জয় ও ২ পরাজয়ে ৩ পয়েন্ট হয়ে যায় ব্রাজিলের। বিজো স্টেডিয়ামে অনুষ্ঠিত জাপা-নাইজেরিয়া ম্যাচের ফলই ব্রাজিলকে বাঁচিয়ে দিয়েছে। নাইজেরিয়াকে ৩-১ গোলে হারায় জাপান। তাতে ‘সি’ গ্রুপের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে স্পেন, জাপান ও ব্রাজিল।
অলিম্পিক নারী ফুটবলের কোয়ার্টার ফাইনালের লাইন আপ ঠিক হয়ে গেছে গত রাতেই। ব্রাজিল খেলবে স্বাগতিক ফ্রান্সের বিপক্ষে। বাংলাদেশ সময় ৩ আগস্ট রাত ১টায় হবে ব্রাজিল-ফ্রান্স নারী অলিম্পিকের কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালের বাকি তিন ম্যাচ জাপান-যুক্তরাষ্ট্র, স্পেন-কলম্বিয়া, কানাডা-জার্মানি—সবই হবে ৩ আগস্ট
২০২৪ অলিম্পিক ফুটবলের (নারী) কোয়ার্টার ফাইনাল
ম্যাচ তারিখ বাংলাদেশ সময়
জাপান–যুক্তরাষ্ট্র ৩ আগস্ট সন্ধ্যা ৭টা
স্পেন-কলম্বিয়া ৩ আগস্ট রাত ৯টা
কানাডা–জার্মানি ৩ আগস্ট রাত ১১টা
ফ্রান্স-ব্রাজিল ৩ আগস্ট রাত ১টা
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
১ ঘণ্টা আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৫ ঘণ্টা আগে