নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের ট্রেইনার ছিলেন মারিও লেমোস। চার বছর পর এবার সেই জাতীয় দলেরই মূল কোচের দায়িত্ব পেয়েছেন তিন মৌসুম ধরে আবাহনীকে কোচিং করানো এই পর্তুগিজ কোচ।
মূল কোচ জেমি ডেকে দুই মাসের অব্যাহতি দিয়ে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোনকে সাফের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামালদের সাফের ফাইনালে তুলতে না পারলেও খুব খারাপ করেছেন ব্রুজোন, তা বলা যাবে না।
তবে শ্রীলঙ্কায় আগামী মাসে চার জাতি টুর্নামেন্টে বাফুফে তাঁকে চাইলেও দায়িত্ব নিতে রাজি হননি ব্রুজোন। চার সপ্তাহের ছুটিতে ফিরে গেছেন স্পেনে। চার জাতি টুর্নামেন্টে তাই নতুন কোচের প্রয়োজন পড়তই। এই টুর্নেমেন্টে কোচ হিসেবে মারুফুল হকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত লেমোসকেই বেছে নিয়েছে বাফুফে।
ব্রুজোনের মতো তিন বছর ধরে বাংলাদেশে আছেন লেমোসও। আবাহনী এএফসি কাপের ইন্টার-রিজিওনাল সেমিফাইনালে উঠেছিল তাঁর হাত ধরে। লেমোস এখন ছুটিতে আছেন পর্তুগালে। ভিসা পেয়ে গেলে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন তিনি। এরপর ২৫ অক্টোবর থেকে জাতীয় ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।
আগামী মাসে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট শুরু হবে। সেখানে জামালদের কোচ হিসেবে থাকবেন লেমোস। বাংলাদেশের ম্যাচ তিনটি হবে নভেম্বরের ৮, ১১ ও ১৪ তারিখে।
২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের ট্রেইনার ছিলেন মারিও লেমোস। চার বছর পর এবার সেই জাতীয় দলেরই মূল কোচের দায়িত্ব পেয়েছেন তিন মৌসুম ধরে আবাহনীকে কোচিং করানো এই পর্তুগিজ কোচ।
মূল কোচ জেমি ডেকে দুই মাসের অব্যাহতি দিয়ে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোনকে সাফের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামালদের সাফের ফাইনালে তুলতে না পারলেও খুব খারাপ করেছেন ব্রুজোন, তা বলা যাবে না।
তবে শ্রীলঙ্কায় আগামী মাসে চার জাতি টুর্নামেন্টে বাফুফে তাঁকে চাইলেও দায়িত্ব নিতে রাজি হননি ব্রুজোন। চার সপ্তাহের ছুটিতে ফিরে গেছেন স্পেনে। চার জাতি টুর্নামেন্টে তাই নতুন কোচের প্রয়োজন পড়তই। এই টুর্নেমেন্টে কোচ হিসেবে মারুফুল হকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত লেমোসকেই বেছে নিয়েছে বাফুফে।
ব্রুজোনের মতো তিন বছর ধরে বাংলাদেশে আছেন লেমোসও। আবাহনী এএফসি কাপের ইন্টার-রিজিওনাল সেমিফাইনালে উঠেছিল তাঁর হাত ধরে। লেমোস এখন ছুটিতে আছেন পর্তুগালে। ভিসা পেয়ে গেলে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন তিনি। এরপর ২৫ অক্টোবর থেকে জাতীয় ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।
আগামী মাসে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট শুরু হবে। সেখানে জামালদের কোচ হিসেবে থাকবেন লেমোস। বাংলাদেশের ম্যাচ তিনটি হবে নভেম্বরের ৮, ১১ ও ১৪ তারিখে।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩৪ মিনিট আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
২ ঘণ্টা আগে