ক্রীড়া ডেস্ক
ইউরো ২০২৪ বাছাইপর্বের ড্র ঘোষণা হতেই যেন গ্যারেথ সাউথগেটের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেননা আগামী ইউরোর বাছাইপর্বে ইংল্যান্ড এবং ইতালি খেলবে একই গ্রুপে। ইতালির কাছে হেরে গত ইউরোতে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড। সাউথগেট মনে করছেন, ইংল্যান্ড কঠিন গ্রুপে পড়েছে।
রোববার হয়েছে ২০২৪ ইউরো বাছাইপর্বের ড্র। গ্রুপ ‘সি’ তে পড়েছে ইংল্যান্ড, ইতালি, ইউক্রেন, নর্থ মেসিডোনিয়া, মাল্টা। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতালিকে নিয়েই যেন যত চিন্তা সাউথগেটের। কেননা আজ্জুরিদের বিপক্ষে সর্বশেষ ২০১২ তে জিতেছিল ইংলিশরা। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ কোচ বলেন, ‘প্রতিপক্ষের গুণাগুণ বিচারে এটা কঠিন ড্র-ই হয়েছে। দলটা (ইতালি) কেমন, তা আমরা জানি। ইতালির বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ড ভালো না। তাই আমাদেরকে উন্নতি করতে হবে।’
২০২৪ ইউরো বাছাইপর্বে খেলবে ৫৩ দল। গ্রুপ হচ্ছে ১০টি।
দল:
গ্রুপ এ: স্পেন, স্কটল্যান্ড, নরওয়ে, জর্জিয়া, সাইপ্রাস
গ্রুপ বি: নেদারল্যান্ডস, ফ্রান্স, রিপাবলিক অব আয়ারল্যান্ড, গ্রিস, জিব্রাল্টার
গ্রুপ সি: ইতালি, ইংল্যান্ড, ইউক্রেন, নর্থ মেসিডোনিয়া, মাল্টা
গ্রুপ ডি: ক্রোয়েশিয়া, ওয়েলস, আর্মেনিয়া, তুরস্ক, লাটভিয়া
গ্রুপ ই: পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, আলবেনিয়া, ফারো দ্বীপপুঞ্জ, মলদোভা
গ্রুপ এফ: বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইডেন, আজারবাইজান, এস্তোনিয়া
গ্রুপ জি: হাঙ্গেরি, সার্বিয়া, মন্টেনেগ্রো, বুলগেরিয়া, লিথুয়ানিয়া
গ্রুপ এইচ: ডেনমার্ক, ফিনল্যান্ড, স্লোভেনিয়া, কাজাখস্তান, নর্দার্ন দ্বীপপুঞ্জ, সানমারিনো
গ্রুপ আই: সুইজারল্যান্ড, ইসরায়েল, রোমানিয়া,
গ্রুপ জে: পর্তুগাল, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, আইসল্যান্ড, লুক্সেমবার্গ, স্লোভাকিয়া, লিচটেনস্টাইন
ইউরো ২০২৪ বাছাইপর্বের ড্র ঘোষণা হতেই যেন গ্যারেথ সাউথগেটের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। কেননা আগামী ইউরোর বাছাইপর্বে ইংল্যান্ড এবং ইতালি খেলবে একই গ্রুপে। ইতালির কাছে হেরে গত ইউরোতে রানার্সআপ হয়েছিল ইংল্যান্ড। সাউথগেট মনে করছেন, ইংল্যান্ড কঠিন গ্রুপে পড়েছে।
রোববার হয়েছে ২০২৪ ইউরো বাছাইপর্বের ড্র। গ্রুপ ‘সি’ তে পড়েছে ইংল্যান্ড, ইতালি, ইউক্রেন, নর্থ মেসিডোনিয়া, মাল্টা। গ্রুপ পর্বের সেরা দুই দল মূল টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতালিকে নিয়েই যেন যত চিন্তা সাউথগেটের। কেননা আজ্জুরিদের বিপক্ষে সর্বশেষ ২০১২ তে জিতেছিল ইংলিশরা। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ইংলিশ কোচ বলেন, ‘প্রতিপক্ষের গুণাগুণ বিচারে এটা কঠিন ড্র-ই হয়েছে। দলটা (ইতালি) কেমন, তা আমরা জানি। ইতালির বিপক্ষে ইংল্যান্ডের রেকর্ড ভালো না। তাই আমাদেরকে উন্নতি করতে হবে।’
২০২৪ ইউরো বাছাইপর্বে খেলবে ৫৩ দল। গ্রুপ হচ্ছে ১০টি।
দল:
গ্রুপ এ: স্পেন, স্কটল্যান্ড, নরওয়ে, জর্জিয়া, সাইপ্রাস
গ্রুপ বি: নেদারল্যান্ডস, ফ্রান্স, রিপাবলিক অব আয়ারল্যান্ড, গ্রিস, জিব্রাল্টার
গ্রুপ সি: ইতালি, ইংল্যান্ড, ইউক্রেন, নর্থ মেসিডোনিয়া, মাল্টা
গ্রুপ ডি: ক্রোয়েশিয়া, ওয়েলস, আর্মেনিয়া, তুরস্ক, লাটভিয়া
গ্রুপ ই: পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, আলবেনিয়া, ফারো দ্বীপপুঞ্জ, মলদোভা
গ্রুপ এফ: বেলজিয়াম, অস্ট্রিয়া, সুইডেন, আজারবাইজান, এস্তোনিয়া
গ্রুপ জি: হাঙ্গেরি, সার্বিয়া, মন্টেনেগ্রো, বুলগেরিয়া, লিথুয়ানিয়া
গ্রুপ এইচ: ডেনমার্ক, ফিনল্যান্ড, স্লোভেনিয়া, কাজাখস্তান, নর্দার্ন দ্বীপপুঞ্জ, সানমারিনো
গ্রুপ আই: সুইজারল্যান্ড, ইসরায়েল, রোমানিয়া,
গ্রুপ জে: পর্তুগাল, বসনিয়া এন্ড হার্জেগোভিনা, আইসল্যান্ড, লুক্সেমবার্গ, স্লোভাকিয়া, লিচটেনস্টাইন
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
৪৪ মিনিট আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
২ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
২ ঘণ্টা আগে