ক্রীড়া ডেস্ক
গোল করা দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেছেন আর্লিং হালান্ড। মাঠে নামলেই হালান্ডের গোল-এটা যেন একরকম নিয়ম হয়ে গেছে। দুরন্ত গতিতে ছুটে চলা হালান্ডকে দেখে কেভিন ডি ব্রুইন মনে করেন, তাঁর (হালান্ড) ৮০০ গোল করার সামর্থ্য রয়েছে।
চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। ১৯ ম্যাচে করেছেন ২৪ গোল, করেছেন ৩টা হ্যাটট্রিক। যার মধ্যে প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে করেন ১৮ গোল, হ্যাটট্রিক ৩টি এসেছে প্রিমিয়ার লিগেই। সিটিতে এই বিস্ফোরক ফর্ম দেখে হালান্ডকে প্রশংসায় ভাসান ডি ব্রুইন। সতীর্থকে নিয়ে বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘সে প্রায় ২০০ গোল করে ফেলেছে। যদি সে ফিট থাকে এবং তার কাজটা করতে পারে ঠিকমতো, তাহলে ৬০০,৭০০ এমনকি ৮০০ গোলও করতে পারে।’
ডি ব্রুইন আরও বলেন, ‘সে (হালান্ড) এখনো তরুণ। ফুটবল খুব উপভোগ করছে। সে গোল করতে পছন্দ করে। আমার কাছে মনে হয়, এখানেই সে সবার থেকে আলাদা।’
সার্জিও আগুয়োরো, রোমেলু লুকাকু, গ্যাব্রিয়েল জেসুস-এসব তারকা ফুটবলারদের নামও কথা প্রসঙ্গে উল্লেখ করেছেন ডি ব্রুইন। হালান্ডের সঙ্গে তাঁদের তুলনা করে ডি ব্রুইন বলেন, ‘তাদের সঙ্গে তুলনা করা খুবই কঠিন। কারণ তারা পুরোপুরি ভিন্ন। তারা সবাই ৩০০,৪০০ গোল করে ফেলেছে। সে (হালান্ড) গোলের ব্যাপারে খুবই সিরিয়াস। তাদেরকে ছাড়িয়েও যেতে পারে।’
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত ১৮০ গোল করেছেন হালান্ড। ক্লাব ফুটবলে ২০২ ম্যাচে ১৫৯ গোল করেন। আর নরওয়ের জার্সিতে ২৩ ম্যাচে ২১ গোল করেন এই সেন্টার ফরোয়ার্ড।
গোল করা দারুণ এক অভ্যাস বানিয়ে ফেলেছেন আর্লিং হালান্ড। মাঠে নামলেই হালান্ডের গোল-এটা যেন একরকম নিয়ম হয়ে গেছে। দুরন্ত গতিতে ছুটে চলা হালান্ডকে দেখে কেভিন ডি ব্রুইন মনে করেন, তাঁর (হালান্ড) ৮০০ গোল করার সামর্থ্য রয়েছে।
চলতি মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানচেস্টার সিটিতে এসেছেন আর্লিং হালান্ড। ১৯ ম্যাচে করেছেন ২৪ গোল, করেছেন ৩টা হ্যাটট্রিক। যার মধ্যে প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে করেন ১৮ গোল, হ্যাটট্রিক ৩টি এসেছে প্রিমিয়ার লিগেই। সিটিতে এই বিস্ফোরক ফর্ম দেখে হালান্ডকে প্রশংসায় ভাসান ডি ব্রুইন। সতীর্থকে নিয়ে বেলজিয়ান এই মিডফিল্ডার বলেন, ‘সে প্রায় ২০০ গোল করে ফেলেছে। যদি সে ফিট থাকে এবং তার কাজটা করতে পারে ঠিকমতো, তাহলে ৬০০,৭০০ এমনকি ৮০০ গোলও করতে পারে।’
ডি ব্রুইন আরও বলেন, ‘সে (হালান্ড) এখনো তরুণ। ফুটবল খুব উপভোগ করছে। সে গোল করতে পছন্দ করে। আমার কাছে মনে হয়, এখানেই সে সবার থেকে আলাদা।’
সার্জিও আগুয়োরো, রোমেলু লুকাকু, গ্যাব্রিয়েল জেসুস-এসব তারকা ফুটবলারদের নামও কথা প্রসঙ্গে উল্লেখ করেছেন ডি ব্রুইন। হালান্ডের সঙ্গে তাঁদের তুলনা করে ডি ব্রুইন বলেন, ‘তাদের সঙ্গে তুলনা করা খুবই কঠিন। কারণ তারা পুরোপুরি ভিন্ন। তারা সবাই ৩০০,৪০০ গোল করে ফেলেছে। সে (হালান্ড) গোলের ব্যাপারে খুবই সিরিয়াস। তাদেরকে ছাড়িয়েও যেতে পারে।’
ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলিয়ে এখন পর্যন্ত ১৮০ গোল করেছেন হালান্ড। ক্লাব ফুটবলে ২০২ ম্যাচে ১৫৯ গোল করেন। আর নরওয়ের জার্সিতে ২৩ ম্যাচে ২১ গোল করেন এই সেন্টার ফরোয়ার্ড।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৬ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৭ ঘণ্টা আগে