ফুটবল ভক্তদেরই বিশ্বাস হচ্ছে না। অক্টোবর মাসের শেষেও প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল এ তথ্যের জন্য কম করে হলেও দশ বছরের পরিসংখ্যান নিয়ে বসতে হবে ভক্তদের। কিন্তু পরিসংখ্যাট ঘাঁটাঘাটি পরে, মিকেল আরতেতার আর্সেনাল তা আবারও করে দেখিয়েছে। তাও আবার যেখানে গুরু পেপ গার্দিওলার ম্যান সিটিই পারছেন না লিগের শীর্ষস্থান ধরে রাখতে। অনেকটা অবিশ্বাস্যই লাগে।
আরও অবিশ্বাস্য লাগে যখন জানা যায়, গত ২০২০ সালের নভেম্বর মাসের পর যে খেলোয়াড় গোল করেনি, মাঠে নামার তিন মিনিটের মাথায় সেই রেইস নেলসন একাই করলেন দুই গোল। আর্সেনালের জয় অবশ্য আরও বড়। চলতি মৌসুমের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়টাই পেয়েছ গানার্সরা। লিগে নতুন আসা নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।
গোলের শুরুটা অবশ্য করে দিয়ে যান বাকায়েকো সাকা। তার বাড়ানো পাস থেকেই ৫ মিনিটে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২৭ মিনিটে চোঁটে পড়ে মাঠ ছাড়েন সাকা। বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধের ৪৯ থেকে তিন মিনিটেই স্কোরকার্ডে জোড়া গোলের নাম লেখান রেইস নেলসন। শুধু গোল করাই নয়, করিয়েছেনও। ৫৭ মিনিটে দলের চতুর্থ ও থমাস পার্টের গোলটাও নেলসনেরই বাড়ানো বল থেকে করা। ম্যাচের ৭৮ মিনিটে পঞ্চম ও শেষ গোলটি করেন মার্টিন ওডেগার্ড।
লিগের তলানিতে থাকা দলের সাথে শক্তির প্রদর্শণ শেষে একদিনের বিরতিতে আবারও লিগের শীর্ষে ফিরেছে মিকেল আরতেতার দল। দুইয়ে থাকা ম্যান সিটির থেকে ২ পয়েন্ট এগিয়ে গানার্সরা।
ফুটবল ভক্তদেরই বিশ্বাস হচ্ছে না। অক্টোবর মাসের শেষেও প্রিমিয়ার লিগের শীর্ষে আর্সেনাল এ তথ্যের জন্য কম করে হলেও দশ বছরের পরিসংখ্যান নিয়ে বসতে হবে ভক্তদের। কিন্তু পরিসংখ্যাট ঘাঁটাঘাটি পরে, মিকেল আরতেতার আর্সেনাল তা আবারও করে দেখিয়েছে। তাও আবার যেখানে গুরু পেপ গার্দিওলার ম্যান সিটিই পারছেন না লিগের শীর্ষস্থান ধরে রাখতে। অনেকটা অবিশ্বাস্যই লাগে।
আরও অবিশ্বাস্য লাগে যখন জানা যায়, গত ২০২০ সালের নভেম্বর মাসের পর যে খেলোয়াড় গোল করেনি, মাঠে নামার তিন মিনিটের মাথায় সেই রেইস নেলসন একাই করলেন দুই গোল। আর্সেনালের জয় অবশ্য আরও বড়। চলতি মৌসুমের এখন পর্যন্ত সবচেয়ে বড় জয়টাই পেয়েছ গানার্সরা। লিগে নতুন আসা নটিংহ্যাম ফরেস্টকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে তারা।
গোলের শুরুটা অবশ্য করে দিয়ে যান বাকায়েকো সাকা। তার বাড়ানো পাস থেকেই ৫ মিনিটে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল মার্টিনেল্লি। ২৭ মিনিটে চোঁটে পড়ে মাঠ ছাড়েন সাকা। বদলি হিসেবে নেমে দ্বিতীয়ার্ধের ৪৯ থেকে তিন মিনিটেই স্কোরকার্ডে জোড়া গোলের নাম লেখান রেইস নেলসন। শুধু গোল করাই নয়, করিয়েছেনও। ৫৭ মিনিটে দলের চতুর্থ ও থমাস পার্টের গোলটাও নেলসনেরই বাড়ানো বল থেকে করা। ম্যাচের ৭৮ মিনিটে পঞ্চম ও শেষ গোলটি করেন মার্টিন ওডেগার্ড।
লিগের তলানিতে থাকা দলের সাথে শক্তির প্রদর্শণ শেষে একদিনের বিরতিতে আবারও লিগের শীর্ষে ফিরেছে মিকেল আরতেতার দল। দুইয়ে থাকা ম্যান সিটির থেকে ২ পয়েন্ট এগিয়ে গানার্সরা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৪ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৪ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৫ ঘণ্টা আগে