ক্রীড়া ডেস্ক
এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে হারের পর মাঠের বাইরের এক ঘটনা দিয়ে আলোচনায় আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। ড্রেসিং রুমে ফেরার পথে এক প্রতিবন্ধী সমর্থক মোবাইলে তাঁর ছবি তুলতে চাইলে রোনালদো সেই সমর্থকের মোবাইল আছাড় মেরে ভেঙে ফেলেন। ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই ঘটনার পর সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন রোনালদো। পাশাপাশি সেই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখার আমন্ত্রণও জানিয়েছেন। তবে রোনালদোর এই আমন্ত্রণে আরও ক্ষুব্ধ ১৪ বছর বয়সী কিশোর জ্যাক হার্ডিংয়ের মা সারাহ কেইলিও।
সেদিন পোস্টে রোনালদো লিখেছিলেন, ‘আমি আমার ক্ষোভের জন্য ক্ষমা চাই এবং যদি সম্ভব হয়, আমি ওই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যাতে ফেয়ার-প্লে ও স্পোর্টসম্যানশিপ হয়।’
এরপর রোনালদোর এজেন্টও যোগাযোগ করেন সারাহর সঙ্গে। তবে সিআর সেভেনের আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছেন সারাহ। বলেছেন, 'তাকে আমার কিছুই বলার নেই। কেন আমি ওল্ড ট্রাফোর্ডে যাব? কেন একজন ব্লু (এভারটন) সমর্থক রেডে (ম্যানইউ) যেতে চাইবে? যদি সে আসলেই সৎ হয়ে থাকে, তবে সে কেন জ্যাককে ফোন করে দুঃখ প্রকাশ করল না? যেটা সবচেয়ে বড় হাসির ব্যাপার ছিল আমার জন্য-‘স্পোটর্সম্যানশিপ’। ১৪ বছর বয়সী এক বালকের জন্য আপনি এটা করতে না পারলে সেটাকে স্পোর্টসম্যানশিপ বলে না।'
এভারটনের বিপক্ষে প্রিমিয়ার লিগ ম্যাচে হারের পর মাঠের বাইরের এক ঘটনা দিয়ে আলোচনায় আসেন ক্রিস্টিয়ানো রোনালদো। ড্রেসিং রুমে ফেরার পথে এক প্রতিবন্ধী সমর্থক মোবাইলে তাঁর ছবি তুলতে চাইলে রোনালদো সেই সমর্থকের মোবাইল আছাড় মেরে ভেঙে ফেলেন। ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।
এই ঘটনার পর সমালোচনার মুখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন রোনালদো। পাশাপাশি সেই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে খেলা দেখার আমন্ত্রণও জানিয়েছেন। তবে রোনালদোর এই আমন্ত্রণে আরও ক্ষুব্ধ ১৪ বছর বয়সী কিশোর জ্যাক হার্ডিংয়ের মা সারাহ কেইলিও।
সেদিন পোস্টে রোনালদো লিখেছিলেন, ‘আমি আমার ক্ষোভের জন্য ক্ষমা চাই এবং যদি সম্ভব হয়, আমি ওই সমর্থককে ওল্ড ট্রাফোর্ডে একটি ম্যাচ দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি, যাতে ফেয়ার-প্লে ও স্পোর্টসম্যানশিপ হয়।’
এরপর রোনালদোর এজেন্টও যোগাযোগ করেন সারাহর সঙ্গে। তবে সিআর সেভেনের আমন্ত্রণ সরাসরি প্রত্যাখ্যান করেছেন সারাহ। বলেছেন, 'তাকে আমার কিছুই বলার নেই। কেন আমি ওল্ড ট্রাফোর্ডে যাব? কেন একজন ব্লু (এভারটন) সমর্থক রেডে (ম্যানইউ) যেতে চাইবে? যদি সে আসলেই সৎ হয়ে থাকে, তবে সে কেন জ্যাককে ফোন করে দুঃখ প্রকাশ করল না? যেটা সবচেয়ে বড় হাসির ব্যাপার ছিল আমার জন্য-‘স্পোটর্সম্যানশিপ’। ১৪ বছর বয়সী এক বালকের জন্য আপনি এটা করতে না পারলে সেটাকে স্পোর্টসম্যানশিপ বলে না।'
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১০ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১১ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১১ ঘণ্টা আগে