ক্রীড়া ডেস্ক, ঢাকা
ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারের মৌসুমের শুরুটা ভালো হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে শুরুতে এগিয়ে থেকেও ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা। পর্তুগিজ ফরোয়ার্ড গোল করে দলকে জেতাতে না পারলেও একাধিক রেকর্ড গড়েছেন এই ম্যাচে।
গতকাল ম্যানইউ-ইয়াং বয়েজ ম্যাচের আগ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একমাত্র ফুটবলার ছিলেন ইকার ক্যাসিয়াস। রোনালদোর সাবেক এই সতীর্থ চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৭৭ ম্যাচ খেলেছেন। ১৭৬ ম্যাচ খেলা রোনালদো কাল মাঠে নেমেই ক্যাসিয়াসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার এই রেকর্ডে ভাগ বসিয়েছেন। পরের ম্যাচে মাঠে নামলে ক্যাসিয়াসকে টপকে যাবেন রোনালদো।
ম্যাচের ১৩ মিনিটে ইয়াং বয়েজের জালে বল জড়িয়ে এবারের মৌসুমের প্রথম গোল করেন রোনালদো। আগে থেকেই চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো এই গোলে একমাত্র ফুটবলার হিসেবে ভিন্ন দুটি মৌসুমে প্রথম গোল করার কীর্তি গড়েছেন। এর আগে ২০০৯-১০ চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের হয়ে করেছিলেন সেই মৌসুমের প্রথম গোল। এফসি জুরিখকে সেই ম্যাচে ৫-২ গোলে হারিয়েছিল রোনালদোর রিয়াল।
ইয়াং বয়েজের বিপক্ষে এই গোলে লিওনেল মেসির একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩৬ দলের বিপক্ষে গোলের রেকর্ড এককভাবে এত দিন ছিল মেসির দখলে। ইয়াং বয়েজের বিপক্ষে লিগে কাল প্রথম গোল করে মেসির পাশেই নাম লিখিয়েছেন সিআর সেভেন। রোনালদোও এখন চ্যাম্পিয়ন লিগে সর্বোচ্চ ৩৬ দলের বিপক্ষে গোলের কীর্তি গড়লেন। এবারের মৌসুমে এই ৩৬ দলের বাইরে অন্য কোনো প্রতিপক্ষের জালে বল জড়ালে মেসিকে ছাড়িয়ে যাবেন রোনালদো।
ইউরোপীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এবারের মৌসুমের শুরুটা ভালো হলো না ম্যানচেস্টার ইউনাইটেডের। ইয়াং বয়েজের বিপক্ষে ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে শুরুতে এগিয়ে থেকেও ২-১ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে রেড ডেভিলরা। পর্তুগিজ ফরোয়ার্ড গোল করে দলকে জেতাতে না পারলেও একাধিক রেকর্ড গড়েছেন এই ম্যাচে।
গতকাল ম্যানইউ-ইয়াং বয়েজ ম্যাচের আগ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি ম্যাচ খেলা একমাত্র ফুটবলার ছিলেন ইকার ক্যাসিয়াস। রোনালদোর সাবেক এই সতীর্থ চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৭৭ ম্যাচ খেলেছেন। ১৭৬ ম্যাচ খেলা রোনালদো কাল মাঠে নেমেই ক্যাসিয়াসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার এই রেকর্ডে ভাগ বসিয়েছেন। পরের ম্যাচে মাঠে নামলে ক্যাসিয়াসকে টপকে যাবেন রোনালদো।
ম্যাচের ১৩ মিনিটে ইয়াং বয়েজের জালে বল জড়িয়ে এবারের মৌসুমের প্রথম গোল করেন রোনালদো। আগে থেকেই চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলের মালিক রোনালদো এই গোলে একমাত্র ফুটবলার হিসেবে ভিন্ন দুটি মৌসুমে প্রথম গোল করার কীর্তি গড়েছেন। এর আগে ২০০৯-১০ চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের হয়ে করেছিলেন সেই মৌসুমের প্রথম গোল। এফসি জুরিখকে সেই ম্যাচে ৫-২ গোলে হারিয়েছিল রোনালদোর রিয়াল।
ইয়াং বয়েজের বিপক্ষে এই গোলে লিওনেল মেসির একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩৬ দলের বিপক্ষে গোলের রেকর্ড এককভাবে এত দিন ছিল মেসির দখলে। ইয়াং বয়েজের বিপক্ষে লিগে কাল প্রথম গোল করে মেসির পাশেই নাম লিখিয়েছেন সিআর সেভেন। রোনালদোও এখন চ্যাম্পিয়ন লিগে সর্বোচ্চ ৩৬ দলের বিপক্ষে গোলের কীর্তি গড়লেন। এবারের মৌসুমে এই ৩৬ দলের বাইরে অন্য কোনো প্রতিপক্ষের জালে বল জড়ালে মেসিকে ছাড়িয়ে যাবেন রোনালদো।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে