ক্রীড়া ডেস্ক
ক্ষমা চাওয়ার পর থেকেই আলোচনা হচ্ছিল লিওনেল মেসির নিষেধাজ্ঞা কমবে কিনা। সেই আলোচনার আজ ইতি টানলেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়কের নিষেধাজ্ঞা কমানো হয়েছে। সঙ্গে আরও জানিয়েছেন যে আগামীকাল আজাচ্চিওর বিপক্ষে তাঁকে শুরুর একাদশেও নামাতে পারেন তিনি।
আজ পার্ক দ্য প্রিন্সেসে সংবাদমাধ্যমকে গালতিয়ের বলেছেন, ‘মেসির সঙ্গে গত বৃহস্পতিবার কথা বলেছি। সে অনুপ্রাণিত, দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। দলের সঙ্গে আরও একটি শিরোপা জিততে চায় সে। আগামীকাল তাকে শুরুর একাদশেও দেখা যেতে পারে।’
পিএসজির অনুমতি না নিয়ে সৌদি আরবে সফরে যাওয়ায় গত সপ্তাহে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মেসি। পরে নিষেধাজ্ঞার দুই দিন পর নিজের ভুলের জন্য ক্ষমা চান ৭ বারের ব্যালন ডি অরজয়ী। সৌদি সফর শেষে গত ৮ মে পিএসজির ট্রেনিং গ্রাউন্ডে একাই অনুশীলনও করেন পিএসজি তারকা।
আর আজ তো দলের সঙ্গে অনুশীলনের বিষয়টা নিশ্চিতই করলেন গালতিয়ের। মৌসুম শেষ দিকে আসায় মেসির দক্ষতা কাজে লাগাতে চাচ্ছেন পিএসজি কোচ। কেননা এই মুহূর্তে পিএসজি ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্টে তালিকায় শীর্ষে থাকলেও দুইয়ে থাকা লেসেঁর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন ৬। সমান ম্যাচে লেসেঁর পয়েন্ট ৭২। শেষ ৪ ম্যাচে যেন পিএসজি কোনো রকম পা না হড়কায় সে হিসেবে মেসির নিষেধাজ্ঞা কমিয়েছে দল।
ক্ষমা চাওয়ার পর থেকেই আলোচনা হচ্ছিল লিওনেল মেসির নিষেধাজ্ঞা কমবে কিনা। সেই আলোচনার আজ ইতি টানলেন ক্রিস্তফ গালতিয়ের। পিএসজি কোচ জানিয়েছেন আর্জেন্টাইন অধিনায়কের নিষেধাজ্ঞা কমানো হয়েছে। সঙ্গে আরও জানিয়েছেন যে আগামীকাল আজাচ্চিওর বিপক্ষে তাঁকে শুরুর একাদশেও নামাতে পারেন তিনি।
আজ পার্ক দ্য প্রিন্সেসে সংবাদমাধ্যমকে গালতিয়ের বলেছেন, ‘মেসির সঙ্গে গত বৃহস্পতিবার কথা বলেছি। সে অনুপ্রাণিত, দৃঢ়প্রতিজ্ঞ হয়েছে। দলের সঙ্গে আরও একটি শিরোপা জিততে চায় সে। আগামীকাল তাকে শুরুর একাদশেও দেখা যেতে পারে।’
পিএসজির অনুমতি না নিয়ে সৌদি আরবে সফরে যাওয়ায় গত সপ্তাহে দুই সপ্তাহের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মেসি। পরে নিষেধাজ্ঞার দুই দিন পর নিজের ভুলের জন্য ক্ষমা চান ৭ বারের ব্যালন ডি অরজয়ী। সৌদি সফর শেষে গত ৮ মে পিএসজির ট্রেনিং গ্রাউন্ডে একাই অনুশীলনও করেন পিএসজি তারকা।
আর আজ তো দলের সঙ্গে অনুশীলনের বিষয়টা নিশ্চিতই করলেন গালতিয়ের। মৌসুম শেষ দিকে আসায় মেসির দক্ষতা কাজে লাগাতে চাচ্ছেন পিএসজি কোচ। কেননা এই মুহূর্তে পিএসজি ৩৪ ম্যাচে ৭৮ পয়েন্টে তালিকায় শীর্ষে থাকলেও দুইয়ে থাকা লেসেঁর সঙ্গে তাদের পয়েন্টের ব্যবধান এখন ৬। সমান ম্যাচে লেসেঁর পয়েন্ট ৭২। শেষ ৪ ম্যাচে যেন পিএসজি কোনো রকম পা না হড়কায় সে হিসেবে মেসির নিষেধাজ্ঞা কমিয়েছে দল।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৫ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৫ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৬ ঘণ্টা আগে