ক্রীড়া ডেস্ক
নিজেদের সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত। এর মধ্যে কদিন আগে চ্যাম্পিয়নস লিগের রুদ্ধদ্বার ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানোর সুখস্মৃতি তো এখনো তরতাজা পিএসজির জন্য। তবে এসবকে অতীত বানিয়ে গত রাতে হার সঙ্গী হয়েছে ফরাসি জায়ান্টদের। লিগ ওয়ান টেবিলের পাঁচে থাকা নঁতের কাছে ৩-১ গোলে হেরেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।
এদিন একাদশে ফেরেন নেইমার। দলের সেরা তারকাদের একসঙ্গে পেয়েও হার এড়াতে পারেনি পিএসজি। এই হারে ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা থেমেছে মেসি-এমবাপ্পেদের। নঁতের মাঠে অতিথিরা প্রথম গোল হজম করে ম্যাচের চতুর্থ মিনিটেই। ফরাসি স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।
ম্যাচের সময় ২০ মিনিট ছাড়ানোর আগে পিএসজিকে দ্বিতীয় ধাক্কা দেয় নঁতে। ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি লেফটব্যাক কুয়েন্টিন মারলিনের। নঁতের একের পর এক আক্রমণে ভালোই খাবি খেয়েছে পিএসজির রক্ষণ। তবে বারবার রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হন গোলরক্ষক কেইলর নাভাস। গোলের সুযোগ পেয়েছিল পিএসজিও। তবে যেন গোল মিস করবেন বলে পণ করে নামেন তাদের আক্রমণভাগের খেলোয়াড়েরা।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ৩-০ করেন লুদোভিচ ব্লাসে। ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেওয়া হয় পিএসজির বিপক্ষে। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ব্লাসে। বিরতির পর মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই একটা গোল শোধ করে পিএসজি। বক্সের ভেতরে পাওয়া মেসির পাস থেকে ডান পায়ের শটে ৩-১ করেন নেইমার। কিন্তু এই গোলের মিনিট দশেক পরে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
নিজেদের সর্বশেষ ১৫ ম্যাচ অপরাজিত। এর মধ্যে কদিন আগে চ্যাম্পিয়নস লিগের রুদ্ধদ্বার ম্যাচে রিয়াল মাদ্রিদকে হারানোর সুখস্মৃতি তো এখনো তরতাজা পিএসজির জন্য। তবে এসবকে অতীত বানিয়ে গত রাতে হার সঙ্গী হয়েছে ফরাসি জায়ান্টদের। লিগ ওয়ান টেবিলের পাঁচে থাকা নঁতের কাছে ৩-১ গোলে হেরেছেন লিওনেল মেসি-কিলিয়ান এমবাপ্পেরা।
এদিন একাদশে ফেরেন নেইমার। দলের সেরা তারকাদের একসঙ্গে পেয়েও হার এড়াতে পারেনি পিএসজি। এই হারে ১৫ ম্যাচের অপরাজিত যাত্রা থেমেছে মেসি-এমবাপ্পেদের। নঁতের মাঠে অতিথিরা প্রথম গোল হজম করে ম্যাচের চতুর্থ মিনিটেই। ফরাসি স্ট্রাইকার র্যান্ডাল কোলো মুয়ানির গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা।
ম্যাচের সময় ২০ মিনিট ছাড়ানোর আগে পিএসজিকে দ্বিতীয় ধাক্কা দেয় নঁতে। ব্যবধান দ্বিগুণ করেন ফরাসি লেফটব্যাক কুয়েন্টিন মারলিনের। নঁতের একের পর এক আক্রমণে ভালোই খাবি খেয়েছে পিএসজির রক্ষণ। তবে বারবার রক্ষাকর্তার ভূমিকায় অবতীর্ণ হন গোলরক্ষক কেইলর নাভাস। গোলের সুযোগ পেয়েছিল পিএসজিও। তবে যেন গোল মিস করবেন বলে পণ করে নামেন তাদের আক্রমণভাগের খেলোয়াড়েরা।
প্রথমার্ধের শেষ দিকে ব্যবধান ৩-০ করেন লুদোভিচ ব্লাসে। ডি-বক্সে হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেওয়া হয় পিএসজির বিপক্ষে। পেনাল্টি থেকে গোল করে স্বাগতিক দর্শকদের উচ্ছ্বাসে ভাসান ব্লাসে। বিরতির পর মাঠে নেমে দুই মিনিটের মধ্যেই একটা গোল শোধ করে পিএসজি। বক্সের ভেতরে পাওয়া মেসির পাস থেকে ডান পায়ের শটে ৩-১ করেন নেইমার। কিন্তু এই গোলের মিনিট দশেক পরে পেনাল্টি থেকে গোল করার সুযোগ নষ্ট করেন তিনি। শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়ে পিএসজি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
১১ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১২ ঘণ্টা আগে