ক্রীড়া ডেস্ক, ঢাকা
ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে স্পেনের মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা ইতালি। অনেক ফুটবল বিশ্লেষক এ ম্যাচে স্পেনের চেয়ে ইতালিকেই এগিয়ে রাখছেন। সেই দলে আছেন এএস রোমার কোচ জোসে মরিনিও। এই পর্তুগিজ কোচ মনে করেন, সেমিফাইনালের লড়াইয়ে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ইতালি।
মরিনিও তাঁর কোচিং ক্যারিয়ারে স্পেন ও ইতালিতে বেশির ভাগ সময় কাটিয়েছেন। এ দুটো দলকে তিনি খুব ভালো করেই চেনেন। সেই অভিজ্ঞতার নিরিখে ইতালিকে এগিয়ে রেখে মরিনিও বলেছেন, ‘স্পিনাৎসোলাকে হারানো ইতালির জন্য একটু চিন্তার বটে। তারপরও এই ইতালি অনেক আত্মবিশ্বাসী। স্পিনাৎসোলার সঙ্গে কথা বলে বুঝলাম, তারা কতটা আত্মবিশ্বাসী। ইতালি যে এই ইউরোতেই ভালো করছে তা নয়। তারা আরও আগে থেকেই ভালো খেলছে। স্পেন দলটা ইতালির মতো অত শক্তিশালী নয়।’
তারপরও ইতালি-স্পেন সেমিফাইনাল ম্যাচ জমজমাট হবে বলে আশা করছেন মরিনিও। তিনি আরও বলেছেন, ‘স্পেনে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সেমিফাইনালটা অনেক জমজমাট হবে।’
রবার্তো মানচিনির অধীনে ইতালি দল রীতিমতো উড়ছে। এখন পর্যন্ত টানা ৩২ ম্যাচ অপরাজিত আজ্জুরিরা। সর্বশেষ ২০১৮ উয়েফা ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে হেরেছিলেন মানচিনির শিষ্যরা।
ইউরোর ফাইনালে ওঠার লড়াইয়ে আজ রাতে স্পেনের মুখোমুখি হবে দারুণ ছন্দে থাকা ইতালি। অনেক ফুটবল বিশ্লেষক এ ম্যাচে স্পেনের চেয়ে ইতালিকেই এগিয়ে রাখছেন। সেই দলে আছেন এএস রোমার কোচ জোসে মরিনিও। এই পর্তুগিজ কোচ মনে করেন, সেমিফাইনালের লড়াইয়ে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ইতালি।
মরিনিও তাঁর কোচিং ক্যারিয়ারে স্পেন ও ইতালিতে বেশির ভাগ সময় কাটিয়েছেন। এ দুটো দলকে তিনি খুব ভালো করেই চেনেন। সেই অভিজ্ঞতার নিরিখে ইতালিকে এগিয়ে রেখে মরিনিও বলেছেন, ‘স্পিনাৎসোলাকে হারানো ইতালির জন্য একটু চিন্তার বটে। তারপরও এই ইতালি অনেক আত্মবিশ্বাসী। স্পিনাৎসোলার সঙ্গে কথা বলে বুঝলাম, তারা কতটা আত্মবিশ্বাসী। ইতালি যে এই ইউরোতেই ভালো করছে তা নয়। তারা আরও আগে থেকেই ভালো খেলছে। স্পেন দলটা ইতালির মতো অত শক্তিশালী নয়।’
তারপরও ইতালি-স্পেন সেমিফাইনাল ম্যাচ জমজমাট হবে বলে আশা করছেন মরিনিও। তিনি আরও বলেছেন, ‘স্পেনে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। তারা খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। এই সেমিফাইনালটা অনেক জমজমাট হবে।’
রবার্তো মানচিনির অধীনে ইতালি দল রীতিমতো উড়ছে। এখন পর্যন্ত টানা ৩২ ম্যাচ অপরাজিত আজ্জুরিরা। সর্বশেষ ২০১৮ উয়েফা ন্যাশনস লিগে পর্তুগালের বিপক্ষে হেরেছিলেন মানচিনির শিষ্যরা।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৯ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
১০ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
১০ ঘণ্টা আগে