নিজস্ব প্রতিবেদক, ঢাকা
অধিনায়কের পদ হারিয়েছেন জামাল ভূঁইয়া, বিষয়টি জানা থাকলেও অপেক্ষা ছিল সাইফ স্পোর্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণার। আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সাইফ স্পোর্টিং জবাবটা দিয়েছে মাঠেই। নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয়ের বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি।
প্রথম লেগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারেননি জামাল ভূঁইয়া। সেই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির হাতে। আজ পুলিশের বিপক্ষে ম্যাচে জামালের বদলে রাফির হাতেই অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে সাইফ। দলও জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
মুক্তিযোদ্ধা ম্যাচে জামালের না খেলা নিয়ে আছে বিতর্ক। অভিযোগ আছে আগের ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ইচ্ছে করে হলুদ কার্ড দেখেছিলেন যেন পরে ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হয়। মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ না খেলেই ডেনমার্কে ছুটি কাঁটাতে চলে যান জামাল। তার এসব কাণ্ডে ক্ষুব্ধ সাইফ শেষ পর্যন্ত পাল্টেই ফেলেছে নেতৃত্ব।
নতুন অধিনায়কের নেতৃত্বে আজ পুলিশকে তাদের মাঠে দাঁড়াতেই দেয়নি সাইফ। জোড়া গোল করেছেন উজবেক মিডফিল্ডার আসরোর গফুরোভ। গোল করেছেন বাকি দুই বিদেশি এমফোন সানডে ও এমেকা ওগবাঘ। খালি হাতে ফিরতে হয়নি দেশিদেরও। ৭৮ মিনিটে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। ৮২ মিনিটে গোল এসেছে সাজ্জাদ হোসেনের কাছ থেকেও।
লিগে তৃতীয় জয়ে সাত থেকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে সাইফ। এক সময় চারে থাকা পুলিশ এখন সাতে। ১২ ম্যাচে সাইফের পয়েন্ট ১৮। সমান ম্যাচে পুলিশের পয়েন্ট এখন ১৬।
অধিনায়কের পদ হারিয়েছেন জামাল ভূঁইয়া, বিষয়টি জানা থাকলেও অপেক্ষা ছিল সাইফ স্পোর্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণার। আনুষ্ঠানিক কোনো বিবৃতি না দিলেও সাইফ স্পোর্টিং জবাবটা দিয়েছে মাঠেই। নতুন অধিনায়কের নেতৃত্বে বাংলাদেশ পুলিশের বিপক্ষে জয়ের বড় ব্যবধানে জয় পেয়েছে দলটি।
প্রথম লেগের শেষ ম্যাচে মুক্তিযোদ্ধার বিপক্ষে কার্ড নিষেধাজ্ঞায় খেলতে পারেননি জামাল ভূঁইয়া। সেই ম্যাচে অধিনায়কের আর্মব্যান্ড ছিল ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফির হাতে। আজ পুলিশের বিপক্ষে ম্যাচে জামালের বদলে রাফির হাতেই অধিনায়কত্বের ভার তুলে দিয়েছে সাইফ। দলও জিতেছে ৬-১ গোলের বিশাল ব্যবধানে।
মুক্তিযোদ্ধা ম্যাচে জামালের না খেলা নিয়ে আছে বিতর্ক। অভিযোগ আছে আগের ম্যাচে উত্তর বারিধারার বিপক্ষে ইচ্ছে করে হলুদ কার্ড দেখেছিলেন যেন পরে ম্যাচে তাঁকে নিষিদ্ধ করা হয়। মুক্তিযোদ্ধার বিপক্ষে ম্যাচ না খেলেই ডেনমার্কে ছুটি কাঁটাতে চলে যান জামাল। তার এসব কাণ্ডে ক্ষুব্ধ সাইফ শেষ পর্যন্ত পাল্টেই ফেলেছে নেতৃত্ব।
নতুন অধিনায়কের নেতৃত্বে আজ পুলিশকে তাদের মাঠে দাঁড়াতেই দেয়নি সাইফ। জোড়া গোল করেছেন উজবেক মিডফিল্ডার আসরোর গফুরোভ। গোল করেছেন বাকি দুই বিদেশি এমফোন সানডে ও এমেকা ওগবাঘ। খালি হাতে ফিরতে হয়নি দেশিদেরও। ৭৮ মিনিটে গোল করেছেন ফয়সাল আহমেদ ফাহিম। ৮২ মিনিটে গোল এসেছে সাজ্জাদ হোসেনের কাছ থেকেও।
লিগে তৃতীয় জয়ে সাত থেকে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে সাইফ। এক সময় চারে থাকা পুলিশ এখন সাতে। ১২ ম্যাচে সাইফের পয়েন্ট ১৮। সমান ম্যাচে পুলিশের পয়েন্ট এখন ১৬।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে