নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘মাস্ট উইন’ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করতে পারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তাতে সাফের এই লড়াইয়ে সাইফুল বারী টিটুর দলের সেমিফাইনালের আশাও এখন নির্ভর করছে যদি-কিন্তুর ওপর।
আজ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে মালদ্বীপ-বাংলাদেশ সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ২৪ সেপ্টেম্বর তারা খেলবে মালদ্বীপের বিপক্ষে। ওই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। যদি সেই ম্যাচে মালদ্বীপ হেরে যায়, তখন বাংলাদেশের সঙ্গে তাদের গোলব্যবধান হিসেব করেই দেওয়া হবে সেমির টিকিট। মালদ্বীপ যদি ভারতের সঙ্গে ড্রও করে, তাহলেও বাংলাদেশের বিদায়।
গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে একেবারে অগোছালো ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যয়। দ্বিতীয়ার্ধে সেই খোলস ছেড়ে ছন্দে ফেরে তারা। ৪৭তম মিনিটে বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বাংলাদেশ। তবে ডি-বক্সে যেতেই সেই আক্রমণ আটকে দেন মালদ্বীপের ডিফেন্ডাররা।
তারপর বল ফাঁকায় পেয়ে নতুন করে আক্রমণ শানায় বাংলাদেশ। এবার ডি বক্সের ডানপাশ দিয়ে লক্ষ্যভেদের চেষ্টা। দারুণ ড্রিবলিং করে দলনেতা নাজমুল হুদা নেন শট। কিন্তু সেই শট বিপদমুক্ত করেন প্রতিপক্ষ দলের একজন।
এক মিনিট পর পাল্টা আক্রমণে উঠে বাংলাদেশ। এবার ডানদিক দিয়ে সুযোগ তৈরির চেষ্টা। ডি বক্সের বাইরে প্রতিপক্ষ দলের কয়েকজনকে কাটিয়ে খানিকটা জায়গা করে নেন মুরশেদ আলী। এরপর বুলেট গতির শটে কাঁপিয়ে দেন মালদ্বীপের জাল। ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। এই লিড অবশ্য ধরে রাখা যায়নি। ৭৯তম মিনিট রক্ষণভাগের ভুলের মাশুল গুনতে হয় বাংলাদেশকে। গোলকিপারকে একা পেয়ে ম্যাচে সমতায় ফেরে মালদ্বীপ।
‘মাস্ট উইন’ ম্যাচে মালদ্বীপের বিপক্ষে ১-১ গোলে ড্র করতে পারল বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দল। তাতে সাফের এই লড়াইয়ে সাইফুল বারী টিটুর দলের সেমিফাইনালের আশাও এখন নির্ভর করছে যদি-কিন্তুর ওপর।
আজ থিম্পুর চাংলিমিথান স্টেডিয়ামে মালদ্বীপ-বাংলাদেশ সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করায় ‘এ’ গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। ২৪ সেপ্টেম্বর তারা খেলবে মালদ্বীপের বিপক্ষে। ওই ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে বাংলাদেশকে। যদি সেই ম্যাচে মালদ্বীপ হেরে যায়, তখন বাংলাদেশের সঙ্গে তাদের গোলব্যবধান হিসেব করেই দেওয়া হবে সেমির টিকিট। মালদ্বীপ যদি ভারতের সঙ্গে ড্রও করে, তাহলেও বাংলাদেশের বিদায়।
গুরুত্বপূর্ণ ম্যাচে প্রথমার্ধে একেবারে অগোছালো ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হয়েছে গোলশূন্যয়। দ্বিতীয়ার্ধে সেই খোলস ছেড়ে ছন্দে ফেরে তারা। ৪৭তম মিনিটে বাম প্রান্ত দিয়ে আক্রমণে উঠে বাংলাদেশ। তবে ডি-বক্সে যেতেই সেই আক্রমণ আটকে দেন মালদ্বীপের ডিফেন্ডাররা।
তারপর বল ফাঁকায় পেয়ে নতুন করে আক্রমণ শানায় বাংলাদেশ। এবার ডি বক্সের ডানপাশ দিয়ে লক্ষ্যভেদের চেষ্টা। দারুণ ড্রিবলিং করে দলনেতা নাজমুল হুদা নেন শট। কিন্তু সেই শট বিপদমুক্ত করেন প্রতিপক্ষ দলের একজন।
এক মিনিট পর পাল্টা আক্রমণে উঠে বাংলাদেশ। এবার ডানদিক দিয়ে সুযোগ তৈরির চেষ্টা। ডি বক্সের বাইরে প্রতিপক্ষ দলের কয়েকজনকে কাটিয়ে খানিকটা জায়গা করে নেন মুরশেদ আলী। এরপর বুলেট গতির শটে কাঁপিয়ে দেন মালদ্বীপের জাল। ম্যাচে এগিয়ে যায় বাংলাদেশ। এই লিড অবশ্য ধরে রাখা যায়নি। ৭৯তম মিনিট রক্ষণভাগের ভুলের মাশুল গুনতে হয় বাংলাদেশকে। গোলকিপারকে একা পেয়ে ম্যাচে সমতায় ফেরে মালদ্বীপ।
বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। চোটের কারণে ১৫ সদস্যের দলে সুযোগ হয়নি অভিজ্ঞ জেসন হোল্ডারের। তবু নিজেদের মাঠে বিপজ্জনক পেস আক্রমণ নিয়েই বাংলাদেশকে মোকাবিলা করবে স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেফিফার প্রথম প্রীতি ম্যাচ মালদ্বীপের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। আজ সন্ধ্যায় বসুন্ধরা কিংস অ্যারেনায় ফিরতি দেখা হচ্ছে দল দুটির। জিততে আত্মবিশ্বাসী বাংলাদেশ। দলের মাঝমাঠের তারকা সোহেল রানার কণ্ঠে জয়েরই সুর, ‘প্রথম ম্যাচটা আমরা ভালো খেলেও জিততে পারিনি। অনেকগুলো আক্রমণ করেছি, কিন্তু গোল পাইনি। এই ম্য
১ ঘণ্টা আগেনভেম্বর চলে যাচ্ছে। কিন্তু রাজশাহীর অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সে টুর্নামেন্ট আয়োজনের কোনো প্রস্তুতি নেই। বিদেশি খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা নাকি ছিল বড় চ্যালেঞ্জ। এখন টেনিস কমপ্লেক্সের দায়িত্বে থাকা আহ্বায়ক কমিটির লক্ষ্য শুধু নির্বাচন আয়োজন। টুর্নামেন্ট আয়োজনের মতো ‘বড়’ সিদ্ধান্ত তা
২ ঘণ্টা আগেকথায় আছে, শেষ ভালো যার, সব ভালো তার। কিন্তু হাভিয়ের কাবরেরার ভাগ্যে সেই ভালো কিছু জুটবে কি না, কে জানে। আজ এ বছরের শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। যেটা একদিক থেকে কোচ কাবরেরারও শেষ। কারণ, এই ম্যাচের হারজিতের ওপর নির্ভর করছে তাঁর থাকা না থাকা।
২ ঘণ্টা আগে