ক্রীড়া ডেস্ক
শিরোনাম দেখে হয়তো অনেকেই চমকে গেছেন। প্রশ্নটা শুনে চমকে গেছেন স্বয়ং ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। নামের মিল থাকায় ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গেই যে এসেছিল এমন প্রশ্ন।
ড্যারেন জেসন ওয়াটকিনস জুনিয়র অন্যতম জনপ্রিয় ইউটিউবার। সামাজিকমাধ্যমে তিনি পরিচিত আইশোস্পিড নামে। আইশোস্পিড পরশু দেখা করেছেন রোনালদো নাজারিওর সঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেডের এক জার্সি পরেন আইশোস্পিড। জার্সির পেছনে লেখা ছিল রোনালদো এবং নাম্বার ছিল ৭। সেখানে আড্ডা গল্পে মেতে ওঠেন আইশোস্পিড ও রোনালদো নাজারিও। নিজের ইউটিউব চ্যানেলে আড্ডার ভিডিও আপলোড করেন আইশোস্পিড। সেখানে এক পর্যায়ে এসেছে পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গ। দুই রোনালদোর বয়সের পার্থক্য ৯ বছর। ২০০৩ সালে সিআর সেভেন যখন আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ার শুরু করেন, ততদিনে ব্রাজিলের রোনালদো দুই বিশ্বকাপ জিতে ফেলেন।
দুই রোনালদোর নামের প্রসঙ্গে রোনালদো নাজারিওর সঙ্গে মজা করেন আইশোস্পিড। একপর্যায়ে আইশোস্পিড প্রশ্ন করেন, ‘আপনারও তো একই নাম রোনালদো। আপনি কি রোনালদোর বাবা?’ ব্রাজিলের রোনালদো প্রশ্ন শুনে অবাক রোনালদো বলেন, ‘তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি রোনালদো, প্রথম রোনালদো।’ তবু একই প্রশ্ন আবারও ঘুরিয়ে ফিরিয়ে করেন আইশোস্পিড, ‘অবশ্যই। আপনি প্রথম রোনালদো। তার মানে আপনিই তো রোনালদোর বাবা?’
আন্তর্জাতিক ফুটবলে ২০ বছরের বেশি সময় পার করলেও কোনো বিশ্বকাপ জেতা হয়নি পর্তুগালের রোনালদোর। পর্তুগালের জার্সিতে তিনি জিতেছেন ২০১৬ ইউরো ও ২০১৮-১৯ মৌসুমের নেশনস লিগ। অন্যদিকে মেসি আর্জেন্টিনার জার্সিতে ২০২২ বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা—তিনটি শিরোপা জিতেছেন। পাশাপাশি ক্লাব ফুটবলের অসংখ্য শিরোপা তো রয়েছেই। মেসি-রোনালদোর তুলনাপ্রসঙ্গে গতকাল আইশোস্পিড বলেন, ‘আমি মেসিকে পছন্দ করি না। কারণ সে খাটো। রোনালদো তুলনামূলক ভালো। আপনি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালো চেনেন।’
শিরোনাম দেখে হয়তো অনেকেই চমকে গেছেন। প্রশ্নটা শুনে চমকে গেছেন স্বয়ং ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রোনালদো নাজারিও। নামের মিল থাকায় ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গেই যে এসেছিল এমন প্রশ্ন।
ড্যারেন জেসন ওয়াটকিনস জুনিয়র অন্যতম জনপ্রিয় ইউটিউবার। সামাজিকমাধ্যমে তিনি পরিচিত আইশোস্পিড নামে। আইশোস্পিড পরশু দেখা করেছেন রোনালদো নাজারিওর সঙ্গে। ম্যানচেস্টার ইউনাইটেডের এক জার্সি পরেন আইশোস্পিড। জার্সির পেছনে লেখা ছিল রোনালদো এবং নাম্বার ছিল ৭। সেখানে আড্ডা গল্পে মেতে ওঠেন আইশোস্পিড ও রোনালদো নাজারিও। নিজের ইউটিউব চ্যানেলে আড্ডার ভিডিও আপলোড করেন আইশোস্পিড। সেখানে এক পর্যায়ে এসেছে পর্তুগালের তারকা ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদোর প্রসঙ্গ। দুই রোনালদোর বয়সের পার্থক্য ৯ বছর। ২০০৩ সালে সিআর সেভেন যখন আন্তর্জাতিক ফুটবলে ক্যারিয়ার শুরু করেন, ততদিনে ব্রাজিলের রোনালদো দুই বিশ্বকাপ জিতে ফেলেন।
দুই রোনালদোর নামের প্রসঙ্গে রোনালদো নাজারিওর সঙ্গে মজা করেন আইশোস্পিড। একপর্যায়ে আইশোস্পিড প্রশ্ন করেন, ‘আপনারও তো একই নাম রোনালদো। আপনি কি রোনালদোর বাবা?’ ব্রাজিলের রোনালদো প্রশ্ন শুনে অবাক রোনালদো বলেন, ‘তুমি কি বোঝাতে চাচ্ছ? আমি রোনালদো, প্রথম রোনালদো।’ তবু একই প্রশ্ন আবারও ঘুরিয়ে ফিরিয়ে করেন আইশোস্পিড, ‘অবশ্যই। আপনি প্রথম রোনালদো। তার মানে আপনিই তো রোনালদোর বাবা?’
আন্তর্জাতিক ফুটবলে ২০ বছরের বেশি সময় পার করলেও কোনো বিশ্বকাপ জেতা হয়নি পর্তুগালের রোনালদোর। পর্তুগালের জার্সিতে তিনি জিতেছেন ২০১৬ ইউরো ও ২০১৮-১৯ মৌসুমের নেশনস লিগ। অন্যদিকে মেসি আর্জেন্টিনার জার্সিতে ২০২২ বিশ্বকাপ, ২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা—তিনটি শিরোপা জিতেছেন। পাশাপাশি ক্লাব ফুটবলের অসংখ্য শিরোপা তো রয়েছেই। মেসি-রোনালদোর তুলনাপ্রসঙ্গে গতকাল আইশোস্পিড বলেন, ‘আমি মেসিকে পছন্দ করি না। কারণ সে খাটো। রোনালদো তুলনামূলক ভালো। আপনি ক্রিস্টিয়ানো রোনালদোকে ভালো চেনেন।’
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২৭ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে