ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ গোল-দুটি রেকর্ডই লিওনেল মেসির। প্রায় ২ দশকের ক্যারিয়ারে আর্জেন্টিনাকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। তবে দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, আর্জেন্টিনা শুধুই ‘মেসিনির্ভর’ দল নয়।
এ বছরের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়া মেসিকে পেশাদার ফুটবল থেকে দূরে থাকতে হয় দুই মাস। ইন্টার মায়ামির হয়ে ফিরলেও আন্তর্জাতিক ফুটবলে মেসি ফিরেছেন ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে। এক সপ্তাহ যেতে না যেতেই আর্জেন্টিনাকে আবার মাঠে নামতে হচ্ছে আগামীকাল ভোরে। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বলিভিয়া। এস্তাদিও মাস মনুমেন্তালে নামার আগে আজ স্কালোনি বলেন, ‘ম্যাচের জন্য মেসি অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ সকল দলের আক্রমণ তাকে ঘিরে তৈরি হয়। ম্যাচে গোল করার ব্যাপার যখন চলে আসে, প্রায় সব জায়গাতেই সে থাকে। তবে সে (মেসি) থাকুক বা না-ই থাকুক, ম্যাচ নিয়ে আইডিয়া সব সময় একই।’
বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা ও প্রীতি ফুটবল—সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের পর ১০ সেপ্টেম্বর জয়রথ থেমে যায় আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই হারের ঠিক এক মাস পর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেন মেসিরা। আর্জেন্টিনার ‘প্রাণভোমরা’ মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘তাকে (মেসি) আমরা মাঠে দেখতে পছন্দ করি। সেটা যৌক্তিক। তবে আমাদের ফুটবল নিয়ে ধারণা কখনোই পরিবর্তন হবে না। খেলা নিয়ে আমাদের একটা ধারণা আছে।’
২০২১ কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার জার্সিতে প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান মেসি। পরবর্তীতে তাঁর নেতৃত্বে ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষা ফুরোয় আর্জেন্টিনা। পাশাপাশি ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে চার শিরোপা জয়ী মেসি আর্জেন্টিনার জার্সিতে ১৮৮ ম্যাচে করেন ১০৯ গোল। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আকাশী-নীলরা আছে শীর্ষে। ৯ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৯।
আর্জেন্টিনার ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ম্যাচ, সর্বোচ্চ গোল-দুটি রেকর্ডই লিওনেল মেসির। প্রায় ২ দশকের ক্যারিয়ারে আর্জেন্টিনাকে জিতিয়েছেন অসংখ্য ম্যাচ। তবে দলটির প্রধান কোচ লিওনেল স্কালোনি জানিয়েছেন, আর্জেন্টিনা শুধুই ‘মেসিনির্ভর’ দল নয়।
এ বছরের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে গোড়ালির চোটে পড়া মেসিকে পেশাদার ফুটবল থেকে দূরে থাকতে হয় দুই মাস। ইন্টার মায়ামির হয়ে ফিরলেও আন্তর্জাতিক ফুটবলে মেসি ফিরেছেন ১০ অক্টোবর ভেনেজুয়েলার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে। এক সপ্তাহ যেতে না যেতেই আর্জেন্টিনাকে আবার মাঠে নামতে হচ্ছে আগামীকাল ভোরে। বিশ্বকাপ বাছাইপর্বের এই ম্যাচে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ বলিভিয়া। এস্তাদিও মাস মনুমেন্তালে নামার আগে আজ স্কালোনি বলেন, ‘ম্যাচের জন্য মেসি অবশ্যই গুরুত্বপূর্ণ। কারণ সকল দলের আক্রমণ তাকে ঘিরে তৈরি হয়। ম্যাচে গোল করার ব্যাপার যখন চলে আসে, প্রায় সব জায়গাতেই সে থাকে। তবে সে (মেসি) থাকুক বা না-ই থাকুক, ম্যাচ নিয়ে আইডিয়া সব সময় একই।’
বিশ্বকাপ বাছাইপর্ব, কোপা আমেরিকা ও প্রীতি ফুটবল—সব মিলিয়ে টানা ১২ ম্যাচ জয়ের পর ১০ সেপ্টেম্বর জয়রথ থেমে যায় আর্জেন্টিনার। কলম্বিয়ার বিপক্ষে গত মাসে আর্জেন্টিনা হেরেছিল ১-০ ব্যবধানে। বিশ্বকাপ বাছাইপর্বের সেই হারের ঠিক এক মাস পর ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করেন মেসিরা। আর্জেন্টিনার ‘প্রাণভোমরা’ মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘তাকে (মেসি) আমরা মাঠে দেখতে পছন্দ করি। সেটা যৌক্তিক। তবে আমাদের ফুটবল নিয়ে ধারণা কখনোই পরিবর্তন হবে না। খেলা নিয়ে আমাদের একটা ধারণা আছে।’
২০২১ কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনার জার্সিতে প্রথম মেজর শিরোপা জয়ের স্বাদ পান মেসি। পরবর্তীতে তাঁর নেতৃত্বে ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে ৩৬ বছরের অপেক্ষা ফুরোয় আর্জেন্টিনা। পাশাপাশি ২০২২ ফিনালিসিমা, ২০২৪ কোপা আমেরিকা জিতেছেন মেসি। আন্তর্জাতিক ফুটবলে চার শিরোপা জয়ী মেসি আর্জেন্টিনার জার্সিতে ১৮৮ ম্যাচে করেন ১০৯ গোল। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে আকাশী-নীলরা আছে শীর্ষে। ৯ ম্যাচে আর্জেন্টিনার পয়েন্ট ১৯।
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১৬ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে