নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তাঁর অপেক্ষায় সকাল থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হাজির গণমাধ্যমকর্মীরা। সেই কাজী সালাউদ্দিন বাফুফে ভবনে এলেন বেলা আড়াইটায়। পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্য সারলেন সংক্ষিপ্ত ব্রিফিং। এড়িয়ে গেলেন অনিয়মের দায়ে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়া তাঁর এক দশকের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিয়ে করা যত প্রশ্ন।
আর্থিক অনিয়ম ও জালিয়াতির দায়ে দুই বছরের জন্য বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সব রকম ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা। সোহাগ এই নিষেধাজ্ঞা পেয়েছেন গতকাল। তাঁর বিরুদ্ধে তিনটি ধারায় অনিয়মের অভিযোগ এনেছে ফিফা।
সোহাগের নিষেধাজ্ঞার বিষয়টি গতকালই এড়িয়ে গিয়েছিলেন কাজী সালাউদ্দিন। বলেছিলেন, ফেডারেশনে এসে যা বলার বলবেন। বাফুফে সভাপতি কথা রেখেছেন। তবে সাংবাদিকদের প্রশ্ন করার তেমন সুযোগই দিলেন না। অধিকাংশ কথাই বলে গেলেন নিজের মতো করে।
শুরুতে সালাউদ্দিন নিজের মতো করে বলেছেন, ‘আপনারা যেমন গতকাল ডকুমেন্ট পেয়েছেন। আমিও গতকালই জানতে পেরেছি। গতকাল, আজকেও ডকুমেন্টস পড়েছি, তবে শেষ করতে পারি নাই। তাঁর বিরুদ্ধে যা যা করার ছিল যেমন ব্যান করা, এটা আপনারা দেখেছেন—সেটা হয়ে গেছে।’
ফিফার নিষেধাজ্ঞা অনুযায়ী আপাতত সোহাগ নিষিদ্ধ থাকবেন বলেই জানালেন সালাউদ্দিন। তবে চূড়ান্ত আসবে জরুরি সভার পর। বাফুফে সভাপতি বলেছেন, ‘আমি একটা জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। তবে আমাদের ভাইস প্রেসিডেন্টদের মধ্যে দুজন ভাইস প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন। তাই আমি বৈঠক ডাকতে পারিনি। ওনারা কাল-পরশু দেশে এসে পৌঁছাবেন। সকলে এসে পৌঁছালে পরশু দিন আমরা বৈঠক ডেকে সিদ্ধান্ত নেব। এরপর আপনাদের জানিয়ে দেব পরবর্তী পদক্ষেপ কী হবে।
‘আপাতত ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেখানেই আছি। বাদবাকি বাফুফে কী সিদ্ধান্ত নেবে, তার জন্য সকলকে দুদিন অপেক্ষা করতে হবে। সোমবার দিন ফিফা খুলবে। এরপর আমি ফিফার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। এরপর আমরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেব, আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে।’
গতকালই ফিফার চিঠিতে চাউর হয়ে যায়, নিষেধাজ্ঞা পেয়েছেন সোহাগ। তাঁর আগে কিছুই জানতেন না বলে মন্তব্য সালাউদ্দিনের, ‘ওরা যখন জুরিখে গেছিল। তখন জানি যে একটা ইয়ে চলছে....। তখনো অফিশিয়ালি আমাকে কেউ জানায়নি। এখনো অফিশিয়ালি আমি ফিফা থেকে কোনো চিঠি পাই নাই। এথিক্স কমিটির যে সিদ্ধান্ত, এটা আপনার জন্য সারপ্রাইজিং ছিল কি না? এথিক্স কমিটির যে সিদ্ধান্ত নেয় হয়েছে, এটা নিয়ে আমি সোহগের সঙ্গে কথা বলেছি গতকাল রাতে। সে আমাকে বলেছে, এথিক্স কমিটির যে সিদ্ধান্ত সেটা তার ওপর অবিচার করা হয়েছে বলে সে (সোহাগ) মনে করে। এটা নিয়ে কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে যাবে বলে আমাকে জানিয়েছেন।’
সোহাগের সব অনিয়মের তথ্যাদি নিজেদের চিঠিতে প্রকাশ করেছে ফিফা। সাধারণ সম্পাদকের এসব কুকর্মকে অনিয়ম বলে নারাজ সালাউদ্দিন, ‘ওরা (ফিফা) কিন্তু বলে নাই আর্থিক অনিয়ম। ফিফার রিপোর্টে আর্থিক অনিয়ম বলা হয়নি। ওরা কোড অব এথিক্স এবং রেসপনসিবিলিটি নিয়ে বলেছে। যা-ই বলা হয়েছে, সবই এখানে আসবে এখানে লুকানোর কিছু নাই। তবে কিছু বলার আগে আমার সকলের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। আমার সব ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র মেম্বারদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত যেটা হবে সেটাই আমি সকলকে জানাব।’
সোহাগের অনিয়ম বাংলাদেশের ফুটবলের অনিয়ম কি না, সেই প্রশ্নের জবাব সোজাসাপ্টা এড়িয়ে গেছেন সালাউদ্দিন। ‘ধন্যবাদ’ বলে চলে যান নিজের কক্ষে।
এদিকে নিজের নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবেন বলে জানিয়েছেন আবু নাঈম সোহাগ। তাঁর আইনজীবী আজমালুল হোসেনের প্যাডে একটি বিবৃতিতে বলা হয়েছে ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করবেন তিনি। এ ছাড়া সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, ‘দ্রুতই সত্য সকলের সামনে আসবে।’
আইনজীবীর প্যাডে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ফিফা আরেকটু কথা বলে ব্যাপারটি মেটাতে পারত। এমন নিষেধাজ্ঞা কে তিনি উদ্দেশ্যপ্রণোদিত মনে করেন। ফিফার যে অর্থসংক্রান্ত লেনদেন নিয়ে অভিযোগ করেছে, সেটা ফিফা আগে জেনেছে, চিঠি নিয়েছে, দ্রব্যাদির দাম সবকিছু জেনে চিঠি ইস্যু করেছে। ফিফার অনুমতি ছাড়া কোনো কিছুই করেননি সোহাগ—এমন দাবি করেছেন তাঁর আইনজীবী।
তাঁর অপেক্ষায় সকাল থেকেই বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে হাজির গণমাধ্যমকর্মীরা। সেই কাজী সালাউদ্দিন বাফুফে ভবনে এলেন বেলা আড়াইটায়। পাঁচ মিনিটেরও কম সময়ের মধ্য সারলেন সংক্ষিপ্ত ব্রিফিং। এড়িয়ে গেলেন অনিয়মের দায়ে দুই বছরের জন্য নিষেধাজ্ঞা পাওয়া তাঁর এক দশকের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে নিয়ে করা যত প্রশ্ন।
আর্থিক অনিয়ম ও জালিয়াতির দায়ে দুই বছরের জন্য বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগকে সব রকম ফুটবল কার্যক্রম থেকে নিষিদ্ধ করেছে ফিফা। সোহাগ এই নিষেধাজ্ঞা পেয়েছেন গতকাল। তাঁর বিরুদ্ধে তিনটি ধারায় অনিয়মের অভিযোগ এনেছে ফিফা।
সোহাগের নিষেধাজ্ঞার বিষয়টি গতকালই এড়িয়ে গিয়েছিলেন কাজী সালাউদ্দিন। বলেছিলেন, ফেডারেশনে এসে যা বলার বলবেন। বাফুফে সভাপতি কথা রেখেছেন। তবে সাংবাদিকদের প্রশ্ন করার তেমন সুযোগই দিলেন না। অধিকাংশ কথাই বলে গেলেন নিজের মতো করে।
শুরুতে সালাউদ্দিন নিজের মতো করে বলেছেন, ‘আপনারা যেমন গতকাল ডকুমেন্ট পেয়েছেন। আমিও গতকালই জানতে পেরেছি। গতকাল, আজকেও ডকুমেন্টস পড়েছি, তবে শেষ করতে পারি নাই। তাঁর বিরুদ্ধে যা যা করার ছিল যেমন ব্যান করা, এটা আপনারা দেখেছেন—সেটা হয়ে গেছে।’
ফিফার নিষেধাজ্ঞা অনুযায়ী আপাতত সোহাগ নিষিদ্ধ থাকবেন বলেই জানালেন সালাউদ্দিন। তবে চূড়ান্ত আসবে জরুরি সভার পর। বাফুফে সভাপতি বলেছেন, ‘আমি একটা জরুরি সভা ডেকে সিদ্ধান্ত নিতে চেয়েছিলাম। তবে আমাদের ভাইস প্রেসিডেন্টদের মধ্যে দুজন ভাইস প্রেসিডেন্ট দেশের বাইরে আছেন। তাই আমি বৈঠক ডাকতে পারিনি। ওনারা কাল-পরশু দেশে এসে পৌঁছাবেন। সকলে এসে পৌঁছালে পরশু দিন আমরা বৈঠক ডেকে সিদ্ধান্ত নেব। এরপর আপনাদের জানিয়ে দেব পরবর্তী পদক্ষেপ কী হবে।
‘আপাতত ফিফা যে সিদ্ধান্ত নিয়েছে, আমরা সেখানেই আছি। বাদবাকি বাফুফে কী সিদ্ধান্ত নেবে, তার জন্য সকলকে দুদিন অপেক্ষা করতে হবে। সোমবার দিন ফিফা খুলবে। এরপর আমি ফিফার প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব। এরপর আমরা নিজেদের মধ্যে বৈঠক করে সিদ্ধান্ত নেব, আমাদের পরবর্তী পদক্ষেপ কী হবে।’
গতকালই ফিফার চিঠিতে চাউর হয়ে যায়, নিষেধাজ্ঞা পেয়েছেন সোহাগ। তাঁর আগে কিছুই জানতেন না বলে মন্তব্য সালাউদ্দিনের, ‘ওরা যখন জুরিখে গেছিল। তখন জানি যে একটা ইয়ে চলছে....। তখনো অফিশিয়ালি আমাকে কেউ জানায়নি। এখনো অফিশিয়ালি আমি ফিফা থেকে কোনো চিঠি পাই নাই। এথিক্স কমিটির যে সিদ্ধান্ত, এটা আপনার জন্য সারপ্রাইজিং ছিল কি না? এথিক্স কমিটির যে সিদ্ধান্ত নেয় হয়েছে, এটা নিয়ে আমি সোহগের সঙ্গে কথা বলেছি গতকাল রাতে। সে আমাকে বলেছে, এথিক্স কমিটির যে সিদ্ধান্ত সেটা তার ওপর অবিচার করা হয়েছে বলে সে (সোহাগ) মনে করে। এটা নিয়ে কোর্ট অব অরবিট্রেশন ফর স্পোর্টসে যাবে বলে আমাকে জানিয়েছেন।’
সোহাগের সব অনিয়মের তথ্যাদি নিজেদের চিঠিতে প্রকাশ করেছে ফিফা। সাধারণ সম্পাদকের এসব কুকর্মকে অনিয়ম বলে নারাজ সালাউদ্দিন, ‘ওরা (ফিফা) কিন্তু বলে নাই আর্থিক অনিয়ম। ফিফার রিপোর্টে আর্থিক অনিয়ম বলা হয়নি। ওরা কোড অব এথিক্স এবং রেসপনসিবিলিটি নিয়ে বলেছে। যা-ই বলা হয়েছে, সবই এখানে আসবে এখানে লুকানোর কিছু নাই। তবে কিছু বলার আগে আমার সকলের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। আমার সব ভাইস প্রেসিডেন্ট এবং সিনিয়র মেম্বারদের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে এবং সিদ্ধান্ত যেটা হবে সেটাই আমি সকলকে জানাব।’
সোহাগের অনিয়ম বাংলাদেশের ফুটবলের অনিয়ম কি না, সেই প্রশ্নের জবাব সোজাসাপ্টা এড়িয়ে গেছেন সালাউদ্দিন। ‘ধন্যবাদ’ বলে চলে যান নিজের কক্ষে।
এদিকে নিজের নিষেধাজ্ঞার বিপক্ষে আপিল করবেন বলে জানিয়েছেন আবু নাঈম সোহাগ। তাঁর আইনজীবী আজমালুল হোসেনের প্যাডে একটি বিবৃতিতে বলা হয়েছে ফিফার নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টসে আপিল করবেন তিনি। এ ছাড়া সোহাগের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বলেন, ‘দ্রুতই সত্য সকলের সামনে আসবে।’
আইনজীবীর প্যাডে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ফিফা আরেকটু কথা বলে ব্যাপারটি মেটাতে পারত। এমন নিষেধাজ্ঞা কে তিনি উদ্দেশ্যপ্রণোদিত মনে করেন। ফিফার যে অর্থসংক্রান্ত লেনদেন নিয়ে অভিযোগ করেছে, সেটা ফিফা আগে জেনেছে, চিঠি নিয়েছে, দ্রব্যাদির দাম সবকিছু জেনে চিঠি ইস্যু করেছে। ফিফার অনুমতি ছাড়া কোনো কিছুই করেননি সোহাগ—এমন দাবি করেছেন তাঁর আইনজীবী।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
২৫ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে