ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো—সময়ের দুই তারকা ফুটবলার ইউরোপীয় ফুটবল ছেড়ে চলে গেছেন। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। রোনালদো খেলছেন সৌদি আরবের আল নাসরে। মেসি-রোনালদোর পুরোনো দ্বৈরথ দেখা যাবে আবারও।
এক বিবৃতিতে ইন্টার মায়ামি আজ বাংলাদেশ সময় ভোরবেলা তাদের ২০২৪ প্রাক মৌসুম সফরের সূচি ঘোষণা করেছে। ২০২৪ রিয়াদ সিজন কাপে খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি, যা ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক সফর। রাউন্ড রবিন ফরম্যাটে আল হিলাল, আল নাসর—দুই দলের বিপক্ষে খেলবে মায়ামি। ২৯ জানুয়ারি রিয়াদের কিংডম অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে আল হিলাল-ইন্টার মায়ামি ম্যাচ। ২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগে আল হিলাল রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। সৌদি ক্লাবটি এশিয়ার ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ ৬৬টি শিরোপা জিতেছে। চোটের কারণে আল হিলালে যাওয়া নেইমারের খেলা ইন্টার মায়ামির বিপক্ষে এখনো অনিশ্চিত। ব্রাজিলিয়ান তারকা না থাকলেও আল হিলালে রয়েছে ম্যালকম, রুবেন নেভেস, আলেকজান্ডার মিত্রোভিচ, কালিদু কুলিবালির মতো তারকারা।
আল হিলালের পর ইন্টার মায়ামির পরবর্তী প্রতিপক্ষ আল নাসর। ১ ফেব্রুয়ারি রিয়াদের কিংডম অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে আল নাসর-ইন্টার মায়ামি। ২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল নাসর রয়েছে দ্বিতীয় স্থানে। মেসি, রোনালদো দুজনেই এ বছর দুর্দান্ত পারফরম্যান্স করছেন। আল নাসরের হয়ে চলতি মৌসুমে ২২ ম্যাচে রোনালদো করেছেন ২০ গোল এবং অ্যাসিস্ট করেন ১০ গোলে। ১৬ গোল করে এবারের সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ ফরোয়ার্ড। এ বছর পেশাদার ফুটবলে গোলের ফিফটি পূর্ণ করেছেন তিনি। অন্যদিকে মায়ামির জার্সিতে ১৪ ম্যাচে মেসি করেছেন ১১ গোল এবং অ্যাসিস্ট করেন ৫ গোলে। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো মেজর কোনো শিরোপা জেতে মায়ামি। সবকিছু ঠিকঠাক থাকলে দেখা যেতে পারে মেসি-রোনালদো পুরোনো দ্বৈরথ।
মেসি-রোনালদো দ্বৈরথ দেখা ভক্ত-সমর্থকদের জন্য স্বপ্নের বিষয় মনে করেন মায়ামির প্রধান বিজনেস অফিসার হাভিয়ের আসানসি। আসানসি বলেন, ‘ফুটবলপ্রেমীদের সঙ্গে সম্পর্ক স্থায়ী করার এটা সবচেয়ে ভালো সুযোগ। সৌদিতে নতুন সমর্থকদের সঙ্গে পরিচিত হতে পারব বলে রোমাঞ্চিত। আশা করি বিশ্বের সব ভক্ত-সমর্থক এই জোড়ার (মেসি-রোনালদো) দ্বৈরথ দেখার স্বপ্ন দেখেন।’
কিং ফাহাদ স্টেডিয়ামে এ বছরের জানুয়ারিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রিয়াদ অল স্টার একাদশ ও পিএসজি। সেই ম্যাচে মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে—তিন তারকা ফুটবলার খেলেছেন পিএসজিতে। আর রোনালদো ছিলেন রিয়াদ অল স্টার একাদশে। তারকায় ঠাসা ম্যাচে হয়েছিল গোলের বন্যা। পিএসজি ৫-৪ গোলে হারিয়েছিল রিয়াদ অল স্টার একাদশকে। রোনালদো জোড়া গোল করেছেন। পিএসজির হয়ে তখন ১ গোল করেন মেসি।
লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো—সময়ের দুই তারকা ফুটবলার ইউরোপীয় ফুটবল ছেড়ে চলে গেছেন। যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে খেলছেন মেসি। রোনালদো খেলছেন সৌদি আরবের আল নাসরে। মেসি-রোনালদোর পুরোনো দ্বৈরথ দেখা যাবে আবারও।
এক বিবৃতিতে ইন্টার মায়ামি আজ বাংলাদেশ সময় ভোরবেলা তাদের ২০২৪ প্রাক মৌসুম সফরের সূচি ঘোষণা করেছে। ২০২৪ রিয়াদ সিজন কাপে খেলতে যাচ্ছে ইন্টার মায়ামি, যা ক্লাবটির ইতিহাসে প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক সফর। রাউন্ড রবিন ফরম্যাটে আল হিলাল, আল নাসর—দুই দলের বিপক্ষে খেলবে মায়ামি। ২৯ জানুয়ারি রিয়াদের কিংডম অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হবে আল হিলাল-ইন্টার মায়ামি ম্যাচ। ২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগে আল হিলাল রয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে। সৌদি ক্লাবটি এশিয়ার ক্লাবগুলোর মধ্যে সর্বোচ্চ ৬৬টি শিরোপা জিতেছে। চোটের কারণে আল হিলালে যাওয়া নেইমারের খেলা ইন্টার মায়ামির বিপক্ষে এখনো অনিশ্চিত। ব্রাজিলিয়ান তারকা না থাকলেও আল হিলালে রয়েছে ম্যালকম, রুবেন নেভেস, আলেকজান্ডার মিত্রোভিচ, কালিদু কুলিবালির মতো তারকারা।
আল হিলালের পর ইন্টার মায়ামির পরবর্তী প্রতিপক্ষ আল নাসর। ১ ফেব্রুয়ারি রিয়াদের কিংডম অ্যারেনায় বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে আল নাসর-ইন্টার মায়ামি। ২০২৩-২৪ মৌসুমের সৌদি প্রো লিগের পয়েন্ট তালিকায় আল নাসর রয়েছে দ্বিতীয় স্থানে। মেসি, রোনালদো দুজনেই এ বছর দুর্দান্ত পারফরম্যান্স করছেন। আল নাসরের হয়ে চলতি মৌসুমে ২২ ম্যাচে রোনালদো করেছেন ২০ গোল এবং অ্যাসিস্ট করেন ১০ গোলে। ১৬ গোল করে এবারের সৌদি প্রো লিগে সর্বোচ্চ গোলদাতা পর্তুগিজ ফরোয়ার্ড। এ বছর পেশাদার ফুটবলে গোলের ফিফটি পূর্ণ করেছেন তিনি। অন্যদিকে মায়ামির জার্সিতে ১৪ ম্যাচে মেসি করেছেন ১১ গোল এবং অ্যাসিস্ট করেন ৫ গোলে। মেসি জাদুতে লিগস কাপ জিতে প্রথমবারের মতো মেজর কোনো শিরোপা জেতে মায়ামি। সবকিছু ঠিকঠাক থাকলে দেখা যেতে পারে মেসি-রোনালদো পুরোনো দ্বৈরথ।
মেসি-রোনালদো দ্বৈরথ দেখা ভক্ত-সমর্থকদের জন্য স্বপ্নের বিষয় মনে করেন মায়ামির প্রধান বিজনেস অফিসার হাভিয়ের আসানসি। আসানসি বলেন, ‘ফুটবলপ্রেমীদের সঙ্গে সম্পর্ক স্থায়ী করার এটা সবচেয়ে ভালো সুযোগ। সৌদিতে নতুন সমর্থকদের সঙ্গে পরিচিত হতে পারব বলে রোমাঞ্চিত। আশা করি বিশ্বের সব ভক্ত-সমর্থক এই জোড়ার (মেসি-রোনালদো) দ্বৈরথ দেখার স্বপ্ন দেখেন।’
কিং ফাহাদ স্টেডিয়ামে এ বছরের জানুয়ারিতে প্রীতি ম্যাচে মুখোমুখি হয় রিয়াদ অল স্টার একাদশ ও পিএসজি। সেই ম্যাচে মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে—তিন তারকা ফুটবলার খেলেছেন পিএসজিতে। আর রোনালদো ছিলেন রিয়াদ অল স্টার একাদশে। তারকায় ঠাসা ম্যাচে হয়েছিল গোলের বন্যা। পিএসজি ৫-৪ গোলে হারিয়েছিল রিয়াদ অল স্টার একাদশকে। রোনালদো জোড়া গোল করেছেন। পিএসজির হয়ে তখন ১ গোল করেন মেসি।
খেলা, ক্রিকেট, ভারতীয় ক্রিকেট, আইসিসি
২০ মিনিট আগেভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
২ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
৩ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
৩ ঘণ্টা আগে