ক্রীড়া ডেস্ক
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিপাকে চেলসির মালিক রোমান আব্রামোভিচ। রাশিয়ার হামলার পরপরই ক্লাবের মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এই রুশ ধনকুবের।
তবে এখনো ক্লাবের জন্য উপযুক্ত মালিক পাওয়া যায়নি। এবার স্কাই স্পোর্টসের এক খবর বলছে, ইংলিশ পরাশক্তি চেলসি কিনতে চান টেনিস মহাতারকা সেরেনা উইলিয়ামস। তবে সেরেনা একা নন, তাঁর সঙ্গে চেলসি কেনার দৌড়ে যোগ দিয়েছেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনও।
জানা গেছে, ব্রিটিশ ব্যবসায়ী স্যার মার্টিন ব্রাউটনের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করেছেন সেরেনা ও হ্যামিল্টন। স্কাই নিউজ বলছে, এ দুজনের প্রত্যেকে ১ কোটি পাউন্ড করে বিনিয়োগ করবেন।
এই মুহূর্তে চেলসি কেনার দৌড়ে যে তিনটি কোম্পানি আছে, তাদের একটি হচ্ছে ব্রাউটনের গ্রুপ। এ ছাড়া অন্যদের মধ্যে এলএ ডজার্সের মালিক টড বোয়েহলি এবং বোস্টন সেল্টিকসের প্রধান স্টেফান পাগলিউকাও ইউরোপীয় চ্যাম্পিয়নদের কেনার দৌড়ে আছেন। তবে দুই ক্রীড়া তারকাকে বোর্ডে এনে নিজেদের অবস্থানটা আরও শক্তিশালী করলেন ব্রাউটন।
সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন হ্যামিল্টন চেলসি কিনতে আগ্রহী হলেও তিনি মূলত আর্সেনালের ভক্ত। হ্যামিল্টনের সম্পত্তির পরিমাণ ২২৪ মিলিয়ন পাউন্ড। আর টেনিস তারকা সেরেনার সম্পদের পরিমাণ প্রায় ১৬৮ মিলিয়ন পাউন্ড। এই দুজনের আগমনে এখন নতুন চমক আসল চেলসি কেনার দৌড়েও।
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পর থেকে বিপাকে চেলসির মালিক রোমান আব্রামোভিচ। রাশিয়ার হামলার পরপরই ক্লাবের মালিকানা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এই রুশ ধনকুবের।
তবে এখনো ক্লাবের জন্য উপযুক্ত মালিক পাওয়া যায়নি। এবার স্কাই স্পোর্টসের এক খবর বলছে, ইংলিশ পরাশক্তি চেলসি কিনতে চান টেনিস মহাতারকা সেরেনা উইলিয়ামস। তবে সেরেনা একা নন, তাঁর সঙ্গে চেলসি কেনার দৌড়ে যোগ দিয়েছেন ফর্মুলা ওয়ান তারকা লুইস হ্যামিল্টনও।
জানা গেছে, ব্রিটিশ ব্যবসায়ী স্যার মার্টিন ব্রাউটনের সঙ্গে কনসোর্টিয়াম গঠন করেছেন সেরেনা ও হ্যামিল্টন। স্কাই নিউজ বলছে, এ দুজনের প্রত্যেকে ১ কোটি পাউন্ড করে বিনিয়োগ করবেন।
এই মুহূর্তে চেলসি কেনার দৌড়ে যে তিনটি কোম্পানি আছে, তাদের একটি হচ্ছে ব্রাউটনের গ্রুপ। এ ছাড়া অন্যদের মধ্যে এলএ ডজার্সের মালিক টড বোয়েহলি এবং বোস্টন সেল্টিকসের প্রধান স্টেফান পাগলিউকাও ইউরোপীয় চ্যাম্পিয়নদের কেনার দৌড়ে আছেন। তবে দুই ক্রীড়া তারকাকে বোর্ডে এনে নিজেদের অবস্থানটা আরও শক্তিশালী করলেন ব্রাউটন।
সাতবারের ফর্মুলা ওয়ান চ্যাম্পিয়ন হ্যামিল্টন চেলসি কিনতে আগ্রহী হলেও তিনি মূলত আর্সেনালের ভক্ত। হ্যামিল্টনের সম্পত্তির পরিমাণ ২২৪ মিলিয়ন পাউন্ড। আর টেনিস তারকা সেরেনার সম্পদের পরিমাণ প্রায় ১৬৮ মিলিয়ন পাউন্ড। এই দুজনের আগমনে এখন নতুন চমক আসল চেলসি কেনার দৌড়েও।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগেই টেস্টের অধিনায়কত্ব ছেড়েছিলেন টিম সাউদি। নতুন অধিনায়ক টম লাথামের নেতৃত্বে ভারতকে পরে টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে ধবলধোলাই করে নিউজিল্যান্ড। ভারত সিরিজ শেষের প্রায় দুই সপ্তাহ পর অবসরের খবরটা জানিয়েই দিলেন সাউদি।
১ ঘণ্টা আগেবার্বাডোজে ২৯ জুন টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর উড়ছে ভারত। জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, বাংলাদেশ-টানা তিনটি টি-টোয়েন্টি সিরিজ ভারত জিতেছে। ভারতের সামনে এবার টানা চারটি সিরিজ জয়ের সুযোগ।
২ ঘণ্টা আগেসার্চ কমিটির দেওয়া প্রতিবেদন যাচাই-বাছাই করে গতকাল ৯টি ফেডারেশনের অ্যাডহক কমিটি গঠন করে দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। রাত সাড়ে নয়টার পর জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলামের স্বাক্ষরিত এক বিবৃতিতে এমনটা জানানো হয়।
২ ঘণ্টা আগেখেলার মাঠে হট্টগোলের ঘটনা খুবই পরিচিত দৃশ্য এখন। বিশ্বকাপ, কোপা আমেরিকা, ইউরোর মতো মেজর ইভেন্টে দর্শকদের মধ্যে মারাত্মক হাতাহাতির ঘটনা ঘটে। উয়েফা নেশনস লিগের ম্যাচেও লেগেছে তার ছোঁয়া। গত রাতে ফ্রান্স-ইসরায়েল ম্যাচে ঘটে গেছে তুলকালাম কাণ্ড।
৩ ঘণ্টা আগে