ক্রীড়া ডেস্ক
মৌসুমের মাঝপথে রোমা থেকে বরখাস্ত হয়েছেন হোসে মরিনহো। বর্তমানে বেকার সময়ই কাটাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচ। পর্তুগিজ কোচের জন্য এমনটা অবশ্য নতুন নয়। এখন পর্যন্ত সব মিলিয়ে ক্যারিয়ারে ছয়বার বরখাস্ত হয়েছেন তিনি।
ভবিষ্যতে নতুন কোনো ক্লাব নাকি পুরোনো কোনো ঠিকানায় দেখা যাবে তাঁকে—এসব নিয়েই ইনফ্লুয়েন্সার ওহমের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন মরিনহো। কথা প্রসঙ্গে সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যতে কোন তারকাকে কোচিং করাতে চান তিনি। উত্তরে লিওলেন মেসির নাম উদাহরণস্বরূপ বলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
এখন পর্যন্ত ৯টি দলকে কোচিং করিয়েছেন মরিনহো। রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় মেসিকে কাছ থেকে দেখেছেন তিনি। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তো সময়ের আরেক অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া আরও অনেক তারকা ফুটবলারকে শিষ্য পেয়েছেন উয়েফার শীর্ষ তিন লিগের শিরোপাজয়ী একমাত্র কোচ। সব মিলিয়ে ২৬টি ট্রফি জিতেছেন ক্যারিয়ারে।
সেদিক থেকে মেসির গুরু হতে পারলেই নিশ্চয়ই বিশেষ কিছুই হবে মরিনহোর জন্য। তবে অষ্টম ব্যালন ডি’অর বিজয়ীর কোচের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। ফুটবলে ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত কোচ বলেছেন, ‘উদাহরণস্বরূপ, আমি মেসিকে কখনো কোচিং করাইনি। তবে মেসির কোনো কোচের প্রয়োজন নেই...। সে সবকিছু নিয়েই জন্মেছে। উল্টো সে-ই আপনাকে কিছু শেখাতে পারে।’ এখন দেখার বিষয়ে, ভবিষ্যতে মেসিকে শিষ্য হিসেবে পান কিনা ৬১ বছর বয়সী কোচ।
মৌসুমের মাঝপথে রোমা থেকে বরখাস্ত হয়েছেন হোসে মরিনহো। বর্তমানে বেকার সময়ই কাটাচ্ছেন বিশ্বের অন্যতম সেরা কোচ। পর্তুগিজ কোচের জন্য এমনটা অবশ্য নতুন নয়। এখন পর্যন্ত সব মিলিয়ে ক্যারিয়ারে ছয়বার বরখাস্ত হয়েছেন তিনি।
ভবিষ্যতে নতুন কোনো ক্লাব নাকি পুরোনো কোনো ঠিকানায় দেখা যাবে তাঁকে—এসব নিয়েই ইনফ্লুয়েন্সার ওহমের ইউটিউব চ্যানেলে কথা বলেছেন মরিনহো। কথা প্রসঙ্গে সেখানে তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল ভবিষ্যতে কোন তারকাকে কোচিং করাতে চান তিনি। উত্তরে লিওলেন মেসির নাম উদাহরণস্বরূপ বলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।
এখন পর্যন্ত ৯টি দলকে কোচিং করিয়েছেন মরিনহো। রিয়াল মাদ্রিদের কোচ থাকার সময় মেসিকে কাছ থেকে দেখেছেন তিনি। লস ব্ল্যাঙ্কোসদের হয়ে তো সময়ের আরেক অন্যতম সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোকে কোচিং করিয়েছেন তিনি। এ ছাড়া আরও অনেক তারকা ফুটবলারকে শিষ্য পেয়েছেন উয়েফার শীর্ষ তিন লিগের শিরোপাজয়ী একমাত্র কোচ। সব মিলিয়ে ২৬টি ট্রফি জিতেছেন ক্যারিয়ারে।
সেদিক থেকে মেসির গুরু হতে পারলেই নিশ্চয়ই বিশেষ কিছুই হবে মরিনহোর জন্য। তবে অষ্টম ব্যালন ডি’অর বিজয়ীর কোচের প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি। ফুটবলে ‘স্পেশাল ওয়ান’ নামে পরিচিত কোচ বলেছেন, ‘উদাহরণস্বরূপ, আমি মেসিকে কখনো কোচিং করাইনি। তবে মেসির কোনো কোচের প্রয়োজন নেই...। সে সবকিছু নিয়েই জন্মেছে। উল্টো সে-ই আপনাকে কিছু শেখাতে পারে।’ এখন দেখার বিষয়ে, ভবিষ্যতে মেসিকে শিষ্য হিসেবে পান কিনা ৬১ বছর বয়সী কোচ।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
৩ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
৩ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৪ ঘণ্টা আগে