ক্রীড়া ডেস্ক
কদিন আগে কিলিয়ান এমবাপ্পেকে ‘গোলপাগল’ বলেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ ক্রিস্তফ গালতিয়ের। গুরুর কথার বাস্তব প্রমাণ এমবাপ্পে দিয়ে চলেছেন প্রতিনিয়ত। গতকাল লিগ ওয়ানে এমবাপ্পের জোড়া গোলে মার্শেইকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। এমবাপ্পের উপস্থিতি পিএসজির জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন গালতিয়ের।
ভেলোদ্রোম স্টেডিয়ামে এমবাপ্পে-লিওনেল মেসি জুটিতেই গতকাল বিধ্বস্ত হয়েছে মার্শেই। এমবাপ্পের জোড়া গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। আর মেসিকে গোল করতে সহায়তা করেছেন এমবাপ্পে। ম্যাচের ২৫ ও ৫৫ মিনিটে জোড়া গোল করে পিএসজির জার্সিতে গোলের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এমবাপ্পে। ফরাসি এই ফুটবলার তাতে ছুঁয়েছেন এডিনসন কাভানির রেকর্ড। পিএসজির জার্সিতে কাভানি করেছিলেন ২০০ গোল।
ম্যাচ শেষে এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন গালতিয়ের। অ্যামাজন প্রাইমকে পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পে সত্যিই খুব দ্রুত দৌড়ায়। কৌশলগত দিক থেকেও সে দ্রুত। তার যে কেবল পা আছে তা-ই নয়, দ্রুতগতিতে কাজে লাগানোর ক্ষমতাও তার আছে। এমন খেলোয়াড়েরা পরিসংখ্যান ও রেকর্ডে পরিপূর্ণ। সে কাভানির রেকর্ড ছুয়েছে। বোঝাই যাচ্ছে যে সে (এমবাপ্পে) এই রেকর্ড ভেঙে দেবে। তার উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ।’
লিগ ওয়ানে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ২৫ ম্যাচ খেলে ১৯ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৬০। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৫২।
কদিন আগে কিলিয়ান এমবাপ্পেকে ‘গোলপাগল’ বলেছিলেন প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) কোচ ক্রিস্তফ গালতিয়ের। গুরুর কথার বাস্তব প্রমাণ এমবাপ্পে দিয়ে চলেছেন প্রতিনিয়ত। গতকাল লিগ ওয়ানে এমবাপ্পের জোড়া গোলে মার্শেইকে ৩-০ গোলে হারিয়েছে পিএসজি। এমবাপ্পের উপস্থিতি পিএসজির জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন গালতিয়ের।
ভেলোদ্রোম স্টেডিয়ামে এমবাপ্পে-লিওনেল মেসি জুটিতেই গতকাল বিধ্বস্ত হয়েছে মার্শেই। এমবাপ্পের জোড়া গোলে অ্যাসিস্ট করেছেন মেসি। আর মেসিকে গোল করতে সহায়তা করেছেন এমবাপ্পে। ম্যাচের ২৫ ও ৫৫ মিনিটে জোড়া গোল করে পিএসজির জার্সিতে গোলের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন এমবাপ্পে। ফরাসি এই ফুটবলার তাতে ছুঁয়েছেন এডিনসন কাভানির রেকর্ড। পিএসজির জার্সিতে কাভানি করেছিলেন ২০০ গোল।
ম্যাচ শেষে এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়েছেন গালতিয়ের। অ্যামাজন প্রাইমকে পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পে সত্যিই খুব দ্রুত দৌড়ায়। কৌশলগত দিক থেকেও সে দ্রুত। তার যে কেবল পা আছে তা-ই নয়, দ্রুতগতিতে কাজে লাগানোর ক্ষমতাও তার আছে। এমন খেলোয়াড়েরা পরিসংখ্যান ও রেকর্ডে পরিপূর্ণ। সে কাভানির রেকর্ড ছুয়েছে। বোঝাই যাচ্ছে যে সে (এমবাপ্পে) এই রেকর্ড ভেঙে দেবে। তার উপস্থিতি দলের জন্য গুরুত্বপূর্ণ।’
লিগ ওয়ানে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি। ২৫ ম্যাচ খেলে ১৯ জয়, ৩ ড্র ও ৩ পরাজয়ে প্যারিসিয়ানদের পয়েন্ট এখন ৬০। দ্বিতীয় স্থানে থাকা মার্শেইয়ের পয়েন্ট ৫২।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজ সফরে রয়েছে বাংলাদেশ দল। সফরের অংশ হিসেবে ১৭ ও ১৮ নভেম্বর হবে ২ দিনের একটি প্রস্তুতি ম্যাচ। এই ম্যাচের মাধ্যমে প্রস্তুতি নেওয়ার দারুণ সুযোগ পাচ্ছেন মেহেদী হাসান মিরাজরা। মূল টেস্ট সিরিজের আগে কিছুটা আত্মবিশ্বাসও বাড়তে পারে তাঁদের। ম্যাচটি হবে অ্যান্টিগায়র স্যার ভিভ
২ ঘণ্টা আগেভারতের আপত্তিতে পাকিস্তানের তিন শহরে ট্রফি সফর বাতিল করেছে আইসিসি। দীর্ঘ ২৮ বছর পর আইসিসির কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে তারা। তবে শুরু থেকেই বিভিন্ন আপত্তি তুলছে ভারত।
২ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের ছন্দ ধরে রেখে আজ তৃতীয় দিন বাকি দুই উইকেটও নিজের ঝুলিতে নিলেন আনশুল কাম্বোজ। সঙ্গে সঙ্গে বিরল এক রেকর্ড তাঁর নামের পাশে। প্রথম শ্রেণির ক্রিকেটে একাই ১০ উইকেট নেওয়ার কৃতিত্ব দেখালেন হরিয়ানার এই পেসার।
৩ ঘণ্টা আগে