ক্রীড়া ডেস্ক
মনে হচ্ছে না এবারের উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ একটু তাড়াতাড়িই শুরু হচ্ছে? মনে হওয়ায় স্বাভাবিক। করোনা মহামারির কারণে ২০২০ সংস্করণ পিছিয়ে গিয়েছিল এক বছর। সেবার ২০২১ সালে ঐতিহাসিক ওয়েম্বলিতে প্রথমবার ফাইনালে ওঠা ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ইতালি। ১৯৬০ থেকে ইউরোপের দেশগুলোকে নিয়ে চার বছর অন্তর অন্তর হয়ে আসছে এই মহাদেশীয় লড়াই। প্রথম পাঁচ টুর্নামেন্ট হয়েছিল ৪ দল নিয়ে। পরের চার আসরে সেটি বেড়ে দাঁড়ায় আটে। ১৯৯৬ থেকে দল হয়ে যায় দ্বিগুণ। তবে ২০১৬ সাল ২৪ দল ও ৫১ ম্যাচের ইউরোয় হয়ে আসছে। এ নিয়ে দ্বিতীয়বার এই টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব পেয়েছে জার্মানি। শেষবার তারা ইউরো আয়োজন করেছিল ১৯৮৮ সালে, তখনও বার্লিন দেয়াল ভাঙেনি। উয়েফা নেশনস লিগ নামে ২০১৮ থেকে হয়ে আসছে আরেকটি ইউরোপীয় লড়াই। তবে ইউরোর জৌলুশ তাতে একটুও কমেনি। শুরুর আগে এবার দেখে নেওয়া যাক টুর্নামেন্টের বিভিন্ন খুঁটিনাটি—
মনে হচ্ছে না এবারের উয়েফা ইউরো চ্যাম্পিয়নশিপ একটু তাড়াতাড়িই শুরু হচ্ছে? মনে হওয়ায় স্বাভাবিক। করোনা মহামারির কারণে ২০২০ সংস্করণ পিছিয়ে গিয়েছিল এক বছর। সেবার ২০২১ সালে ঐতিহাসিক ওয়েম্বলিতে প্রথমবার ফাইনালে ওঠা ইংল্যান্ডকে হারিয়ে শিরোপা জিতেছিল ইতালি। ১৯৬০ থেকে ইউরোপের দেশগুলোকে নিয়ে চার বছর অন্তর অন্তর হয়ে আসছে এই মহাদেশীয় লড়াই। প্রথম পাঁচ টুর্নামেন্ট হয়েছিল ৪ দল নিয়ে। পরের চার আসরে সেটি বেড়ে দাঁড়ায় আটে। ১৯৯৬ থেকে দল হয়ে যায় দ্বিগুণ। তবে ২০১৬ সাল ২৪ দল ও ৫১ ম্যাচের ইউরোয় হয়ে আসছে। এ নিয়ে দ্বিতীয়বার এই টুর্নামেন্টের আয়োজক সত্ত্ব পেয়েছে জার্মানি। শেষবার তারা ইউরো আয়োজন করেছিল ১৯৮৮ সালে, তখনও বার্লিন দেয়াল ভাঙেনি। উয়েফা নেশনস লিগ নামে ২০১৮ থেকে হয়ে আসছে আরেকটি ইউরোপীয় লড়াই। তবে ইউরোর জৌলুশ তাতে একটুও কমেনি। শুরুর আগে এবার দেখে নেওয়া যাক টুর্নামেন্টের বিভিন্ন খুঁটিনাটি—
ভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১৯ মিনিট আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
১ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগেএবার সাফজয়ীদের পুরস্কৃত করল বেসরকারি বাণিজ্যিক প্রতিষ্ঠান সাউথইস্ট ব্যাংক। প্রতিষ্ঠানটি আজ তাদের কার্যালয়ে আমন্ত্রণ জানিয়ে এই সম্মাননা জানায়। এ সময় ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল এবং কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
১৫ ঘণ্টা আগে