ক্রীড়া ডেস্ক
কাতার বিশ্বকাপে গুলি ছোড়ার ভঙ্গিতে গনসালো রামোসের উদযাপনের কথা অনেকেরই হয়তো মনে রয়েছে। দুর্দান্ত হ্যাটট্রিক করে আলোড়ন তুলেছিলেন রামোস। পর্তুগালের তরুণ ফরোয়ার্ড এবার খেলবেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)।
রামোসের সঙ্গে চুক্তির কথা গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিএসজি। বেনফিকা থেকে এক মৌসুমের জন্য ধারে তাকে নিয়েছে প্যারিসিয়ানরা। পিএসজিতে যোগ দিতে পেরে রামোস বেশ উচ্ছ্বসিত। এক বিবৃতিতে পর্তুগিজ তরুণ ফুটবলার বলেন, ‘পিএসজিতে যোগ দেওয়া অনেক গর্ব ও খুশির বিষয়। বিশ্বের অন্যতম বড় ক্লাব পিএসজি। পিএসজির দল বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি।’
নতুন মৌসুমে পিএসজির অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এ বছরের জুলাইয়ে কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ক্রিস্তফ গালতিয়ের। এরপর গালতিয়েরের স্থলাভিষিক্ত হয়েছেন লুইস এনরিকে। এমনকি লিওনেল মেসিও ছেড়েছেন পিএসজি। মার্কো আসেনসিও, মিলান স্ক্রিনিয়ার, লুকাস হার্নান্দেজ, হুগো একিতিকে, রামোসের মতো ফুটবলাররা এবার যোগ দিয়েছেন ফরাসি ক্লাবটিতে। উসমান দেম্বেলের সঙ্গেও চুক্তির কাছাকাছি রয়েছে পিএসজি। দেম্বেলে ২০১৭ থেকে খেলছেন বার্সেলোনায়।
১২ বছর বয়সে বেনফিকার অ্যাকাডেমি ক্লাবে যোগ দেন রামোস। ২০২০ সালে বেনফিকার মূল দলে তাঁর অভিষেক হয়। পর্তুগিজ ক্লাবটিতে তিন মৌসুমে ১০৬ ম্যাচ খেলে করেছেন ৪১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আর কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবর্তে নেমেছিলেন রামোস। রামোসের দুর্দান্ত হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল পর্তুগাল। হ্যাটট্রিকের পাশাপাশি ১ গোলে অ্যাসিস্টও করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
কাতার বিশ্বকাপে গুলি ছোড়ার ভঙ্গিতে গনসালো রামোসের উদযাপনের কথা অনেকেরই হয়তো মনে রয়েছে। দুর্দান্ত হ্যাটট্রিক করে আলোড়ন তুলেছিলেন রামোস। পর্তুগালের তরুণ ফরোয়ার্ড এবার খেলবেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)।
রামোসের সঙ্গে চুক্তির কথা গতকাল এক বিবৃতিতে নিশ্চিত করেছে পিএসজি। বেনফিকা থেকে এক মৌসুমের জন্য ধারে তাকে নিয়েছে প্যারিসিয়ানরা। পিএসজিতে যোগ দিতে পেরে রামোস বেশ উচ্ছ্বসিত। এক বিবৃতিতে পর্তুগিজ তরুণ ফুটবলার বলেন, ‘পিএসজিতে যোগ দেওয়া অনেক গর্ব ও খুশির বিষয়। বিশ্বের অন্যতম বড় ক্লাব পিএসজি। পিএসজির দল বিশ্বের সেরা দলগুলোর মধ্যে একটি।’
নতুন মৌসুমে পিএসজির অনেক কিছুরই পরিবর্তন হয়েছে। এ বছরের জুলাইয়ে কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন ক্রিস্তফ গালতিয়ের। এরপর গালতিয়েরের স্থলাভিষিক্ত হয়েছেন লুইস এনরিকে। এমনকি লিওনেল মেসিও ছেড়েছেন পিএসজি। মার্কো আসেনসিও, মিলান স্ক্রিনিয়ার, লুকাস হার্নান্দেজ, হুগো একিতিকে, রামোসের মতো ফুটবলাররা এবার যোগ দিয়েছেন ফরাসি ক্লাবটিতে। উসমান দেম্বেলের সঙ্গেও চুক্তির কাছাকাছি রয়েছে পিএসজি। দেম্বেলে ২০১৭ থেকে খেলছেন বার্সেলোনায়।
১২ বছর বয়সে বেনফিকার অ্যাকাডেমি ক্লাবে যোগ দেন রামোস। ২০২০ সালে বেনফিকার মূল দলে তাঁর অভিষেক হয়। পর্তুগিজ ক্লাবটিতে তিন মৌসুমে ১০৬ ম্যাচ খেলে করেছেন ৪১ গোল ও অ্যাসিস্ট করেছেন ১৬ গোলে। আর কাতার বিশ্বকাপে সুইজারল্যান্ডের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর পরিবর্তে নেমেছিলেন রামোস। রামোসের দুর্দান্ত হ্যাটট্রিকে সুইজারল্যান্ডকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছিল পর্তুগাল। হ্যাটট্রিকের পাশাপাশি ১ গোলে অ্যাসিস্টও করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।
সিনেমা, নাটক-কোনো কিছুরই তো কমতি ছিল না আজ আর্জেন্টিনা-প্যারাগুয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে। দেল চাকো স্টেডিয়ামে ব্রাজিলের রেফারি অ্যান্ডারসন দারাঙ্কোর একের পর এক কাণ্ডে ক্ষুব্ধ আর্জেন্টিনা ফুটবল দল। রেফারির সঙ্গে এক চোট হয়েই গেছে মেসির। এমনকি আঙুল উঁচিয়ে কথাও বলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার।
৪৩ মিনিট আগেভুলে যাওয়ার মতো একটি দিনই কাটিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। তাও বাজে দিনটা এল ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের সময়ই। তাঁর সুযোগ মিসের মহড়ার দিনে ব্রাজিল পারল না জিততে। হতাশা ঝরেছে ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের কণ্ঠে।
১ ঘণ্টা আগেবিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ হলেও দুই বিশ্বচ্যাম্পিয়ন দলকে একই টুর্নামেন্টে হারানো তো সহজ কথা নয়। প্যারাগুয়ে এবার সেই কঠিন কাজটিই করে দেখাল। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে সেপ্টেম্বরে প্যারাগুয়ে হারিয়েছিল ব্রাজিলকে। দুই মাস পর আজ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও হারিয়েছে প্যারাগুয়ে।
২ ঘণ্টা আগেএই শতাব্দির গোড়ার দিকের গল্প। বয়সভিত্তিক ক্রিকেটে গতিময় এক ফাস্ট বোলারকে চোখে পড়ল রাকিব হায়দার পাভেলের। সেই বোলার ব্যাটেও ঝড় তুলতে পারেন। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই পাভেল ওই অলরাউন্ডারকে নিয়ে এলেন তাঁদের প্রথম বিভাগ ক্রিকেটের আজাদ স্পোর্টিংয়ে।
১৪ ঘণ্টা আগে